৪৪ মাসের অপেক্ষা ফুরোল পাকিস্তানের। নিজেদের মাঠে সর্বশেষ টেস্ট জিতেছিল তারা ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেবার দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল বাবর আজমের পাকিস্তান। তারপর নিজেদের মাঠে জয় হয়ে ওঠে সোনার হরিণ। একটু দেরি হলেও নোমান আলী ও সাজিদ খানের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবশেষে ১১ টেস্ট পর নিজেদের মাঠে জয়ের উচ্ছ্বাস করল তারা।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। কিছুটা বিস্ময় যেন সাজিদ ও নোমান! দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের সব উইকেট নিয়েছেন এই দুই স্পিনার। সাজিদ নিয়েছেন ৯টি, নোমানের শিকার ১১টি। একবিংশ শতাব্দীতে এক টেস্টে ২০ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়লেন তাঁরা।
টেস্টে গত ৫২ বছরেও এমন রেকর্ড নেই। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই নিয়ে সপ্তমবার দুই বোলার মিলিয়ে ২০ উইকেট নিয়েছেন। পাকিস্তানের পক্ষে দ্বিতীয়বার। ১৯৫৬ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন দলটির দুই পেসার ফজল মাহমুদ (১৩) ও খান মোহাম্মদ (৭)।
সর্বশেষ ১৯৭২ সালে দুই বোলার নিয়েছিলেন এক টেস্টে ২০ উইকেট। লর্ডসে সেবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ৮টি করে মোট ১৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি। বাকি ৪ উইকেট নিয়েছিলেন ডেনিস লিলি। এরপর ২০২৪ সালে সেই স্মৃতি ফেরালেন সাজিদ নোমান।
প্রথম ইনিংসে ১১১ রানে ৭ উইকেট নিয়েছেন সাজিদ, দ্বিতীয় ইনিংসে নোমান নিয়েছেন ৪৬ রানে ৮ উইকেট। মুলতানে সেরা বোলিং ফিগারের তালিকায় নোমানের স্পেলটি শীর্ষে এবং দুই নম্বরে সাজিদের স্পেলটি।

সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২৭ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
৩ ঘণ্টা আগে