
সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক বোরিয়া মজুমদার। এই অভিযোগে দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন এই সাংবাদিক। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঋদ্ধিকে হুমকি দেওয়ার ঘটনায় দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি।
আগামী দুই বছর দেশের কোনো ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না বোরিয়া। বিসিসিআই তাদের অনুমোদিত সব কটি সংস্থাকে জানিয়ে দেবে, এই সাংবাদিককে যেন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া না হয়। এমনকি আইসিসির কাছেও অনুরোধ জানাবে বিসিসিআই, ওই সাংবাদিককে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে, বোরিয়ার সঙ্গে যেন কেউ কথা না বলেন বা যোগাযোগ না রাখেন।
গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক সাংবাদিকের কাছ থেকে এটা আমাকে শুনতে হলো। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’ এর সঙ্গে ঋদ্ধি তাঁর মোবাইলে আসা মেসেজের স্ক্রিনশটও টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধিকে লিখেছেন, ‘আপনি তো আমাকে ফোন করলেন না। আর কখনো আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমান একদমই নিতে পারি না, এটা মনে রাখব।’ সাংবাদিকের নাম অবশ্য তখন সামনে আনেননি ঋদ্ধিমান।
এ ঘটনায় ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় ওঠে। ঋদ্ধিমানের পাশে দাঁড়ান ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শুরু হয় তদন্তে। এরপর বোরিয়া মজুমদারের নাম সামনে এলে তিনি উল্টো ঋদ্ধিমানের নামে মিথ্যাচার করেন। উপায় না পেয়ে সেই সাংবাদিক তখন বলেন, যেসব স্ক্রিনশট সামনে এসেছে সেগুলো মিথ্যা ও বিকৃত। জানিয়েছিলেন তিনি ঋদ্ধিমানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিই শাস্তি পেতে যাচ্ছেন।

সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক বোরিয়া মজুমদার। এই অভিযোগে দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন এই সাংবাদিক। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঋদ্ধিকে হুমকি দেওয়ার ঘটনায় দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি।
আগামী দুই বছর দেশের কোনো ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না বোরিয়া। বিসিসিআই তাদের অনুমোদিত সব কটি সংস্থাকে জানিয়ে দেবে, এই সাংবাদিককে যেন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া না হয়। এমনকি আইসিসির কাছেও অনুরোধ জানাবে বিসিসিআই, ওই সাংবাদিককে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে, বোরিয়ার সঙ্গে যেন কেউ কথা না বলেন বা যোগাযোগ না রাখেন।
গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক সাংবাদিকের কাছ থেকে এটা আমাকে শুনতে হলো। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’ এর সঙ্গে ঋদ্ধি তাঁর মোবাইলে আসা মেসেজের স্ক্রিনশটও টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধিকে লিখেছেন, ‘আপনি তো আমাকে ফোন করলেন না। আর কখনো আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমান একদমই নিতে পারি না, এটা মনে রাখব।’ সাংবাদিকের নাম অবশ্য তখন সামনে আনেননি ঋদ্ধিমান।
এ ঘটনায় ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় ওঠে। ঋদ্ধিমানের পাশে দাঁড়ান ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শুরু হয় তদন্তে। এরপর বোরিয়া মজুমদারের নাম সামনে এলে তিনি উল্টো ঋদ্ধিমানের নামে মিথ্যাচার করেন। উপায় না পেয়ে সেই সাংবাদিক তখন বলেন, যেসব স্ক্রিনশট সামনে এসেছে সেগুলো মিথ্যা ও বিকৃত। জানিয়েছিলেন তিনি ঋদ্ধিমানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিই শাস্তি পেতে যাচ্ছেন।

বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
১ সেকেন্ড আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
৪৩ মিনিট আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
১ ঘণ্টা আগে
বিপিএলের শেষভাগে এসে বিদেশি ক্রিকেটার উড়িয়ে নিয়ে আসা একেবারে নতুন কিছু নয়। বিশেষ করে প্লে-অফ পর্ব উতড়ে কীভাবে শিরোপা জেতা যায়, সেই লক্ষ্যে তারকা বিদেশি দলে ভেড়ানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো।
২ ঘণ্টা আগে