Ajker Patrika

ক্রিকেটারকে হুমকি দিয়ে নিষিদ্ধ হচ্ছেন ভারতীয় সাংবাদিক! 

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১২: ৪৯
ক্রিকেটারকে হুমকি দিয়ে নিষিদ্ধ হচ্ছেন ভারতীয় সাংবাদিক! 

সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক বোরিয়া মজুমদার। এই অভিযোগে দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন এই সাংবাদিক। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঋদ্ধিকে হুমকি দেওয়ার ঘটনায় দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি। 

আগামী দুই বছর দেশের কোনো ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না বোরিয়া। বিসিসিআই তাদের অনুমোদিত সব কটি সংস্থাকে জানিয়ে দেবে, এই সাংবাদিককে যেন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া না হয়। এমনকি আইসিসির কাছেও অনুরোধ জানাবে বিসিসিআই, ওই সাংবাদিককে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে, বোরিয়ার সঙ্গে যেন কেউ কথা না বলেন বা যোগাযোগ না রাখেন।

গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক  সাংবাদিকের কাছ থেকে এটা আমাকে শুনতে হলো। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’ এর সঙ্গে ঋদ্ধি তাঁর মোবাইলে আসা মেসেজের স্ক্রিনশটও টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধিকে লিখেছেন, ‘আপনি তো আমাকে ফোন করলেন না। আর কখনো আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমান একদমই নিতে পারি না, এটা মনে রাখব।’ সাংবাদিকের নাম অবশ্য তখন সামনে আনেননি ঋদ্ধিমান।

এ ঘটনায় ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় ওঠে। ঋদ্ধিমানের পাশে দাঁড়ান ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শুরু হয় তদন্তে।  এরপর বোরিয়া মজুমদারের নাম সামনে এলে তিনি উল্টো ঋদ্ধিমানের নামে মিথ্যাচার করেন। উপায় না পেয়ে সেই সাংবাদিক তখন বলেন, যেসব স্ক্রিনশট সামনে এসেছে সেগুলো মিথ্যা ও বিকৃত। জানিয়েছিলেন তিনি ঋদ্ধিমানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিই শাস্তি পেতে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত