
সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক বোরিয়া মজুমদার। এই অভিযোগে দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন এই সাংবাদিক। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঋদ্ধিকে হুমকি দেওয়ার ঘটনায় দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি।
আগামী দুই বছর দেশের কোনো ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না বোরিয়া। বিসিসিআই তাদের অনুমোদিত সব কটি সংস্থাকে জানিয়ে দেবে, এই সাংবাদিককে যেন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া না হয়। এমনকি আইসিসির কাছেও অনুরোধ জানাবে বিসিসিআই, ওই সাংবাদিককে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে, বোরিয়ার সঙ্গে যেন কেউ কথা না বলেন বা যোগাযোগ না রাখেন।
গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক সাংবাদিকের কাছ থেকে এটা আমাকে শুনতে হলো। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’ এর সঙ্গে ঋদ্ধি তাঁর মোবাইলে আসা মেসেজের স্ক্রিনশটও টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধিকে লিখেছেন, ‘আপনি তো আমাকে ফোন করলেন না। আর কখনো আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমান একদমই নিতে পারি না, এটা মনে রাখব।’ সাংবাদিকের নাম অবশ্য তখন সামনে আনেননি ঋদ্ধিমান।
এ ঘটনায় ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় ওঠে। ঋদ্ধিমানের পাশে দাঁড়ান ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শুরু হয় তদন্তে। এরপর বোরিয়া মজুমদারের নাম সামনে এলে তিনি উল্টো ঋদ্ধিমানের নামে মিথ্যাচার করেন। উপায় না পেয়ে সেই সাংবাদিক তখন বলেন, যেসব স্ক্রিনশট সামনে এসেছে সেগুলো মিথ্যা ও বিকৃত। জানিয়েছিলেন তিনি ঋদ্ধিমানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিই শাস্তি পেতে যাচ্ছেন।

সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক বোরিয়া মজুমদার। এই অভিযোগে দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন এই সাংবাদিক। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঋদ্ধিকে হুমকি দেওয়ার ঘটনায় দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি।
আগামী দুই বছর দেশের কোনো ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না বোরিয়া। বিসিসিআই তাদের অনুমোদিত সব কটি সংস্থাকে জানিয়ে দেবে, এই সাংবাদিককে যেন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া না হয়। এমনকি আইসিসির কাছেও অনুরোধ জানাবে বিসিসিআই, ওই সাংবাদিককে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে, বোরিয়ার সঙ্গে যেন কেউ কথা না বলেন বা যোগাযোগ না রাখেন।
গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক সাংবাদিকের কাছ থেকে এটা আমাকে শুনতে হলো। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’ এর সঙ্গে ঋদ্ধি তাঁর মোবাইলে আসা মেসেজের স্ক্রিনশটও টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধিকে লিখেছেন, ‘আপনি তো আমাকে ফোন করলেন না। আর কখনো আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমান একদমই নিতে পারি না, এটা মনে রাখব।’ সাংবাদিকের নাম অবশ্য তখন সামনে আনেননি ঋদ্ধিমান।
এ ঘটনায় ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় ওঠে। ঋদ্ধিমানের পাশে দাঁড়ান ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শুরু হয় তদন্তে। এরপর বোরিয়া মজুমদারের নাম সামনে এলে তিনি উল্টো ঋদ্ধিমানের নামে মিথ্যাচার করেন। উপায় না পেয়ে সেই সাংবাদিক তখন বলেন, যেসব স্ক্রিনশট সামনে এসেছে সেগুলো মিথ্যা ও বিকৃত। জানিয়েছিলেন তিনি ঋদ্ধিমানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিই শাস্তি পেতে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। এই জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
১৯ মিনিট আগে
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই রাজনৈতিক জটিলতায় আটকে গেল মোস্তাফিজের আইপিএল যাত্রা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের
৩৯ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হবে আজ। এর আগেই বোমা ফাটালেন কিউবা মিচেল। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছেড়েছেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে