নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিসির টুর্নামেন্টে ভরাডুবির পর ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি গঠন নতুন কিছু নয়। ২০০৩ বিশ্বকাপে ভরাডুবির পর হয়েছিল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও হয়েছিল। সে সব তদন্ত কমিটির সুপারিশ পরে কতটা কাজে লাগানো হয়, সেটি নিয়ে অনেক প্রশ্ন। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ব্যর্থতার পরও তদন্ত কমিটি করেছে বিসিবি।
বিসিবির বর্ষীয়ান পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে কমিটির বাকি দুই সদস্য হলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম আজ সাংবাদিকদের কাছে নতুন গঠিত তদন্ত কমিটির কর্মপরিকল্পনা পরিষ্কার করলেন, ‘সাত-আটটা সিরিজ জেতেন, হারেন কিছু যায়–আসে না। তবে বিশ্বকাপ এমন একটা জায়গা, আপনার দেশ কেমন ক্রিকেট খেলে সেখানে ফুটে ওঠে। সে জায়গায় আমাদের ভালো করা উচিত ছিল। গত চার বছর অনেক ভালো প্রস্তুতি নিয়ে আসছিলাম। সে অনুযায়ী ভালো করার কথা ছিল। ভালো তো করিইনি, উল্টো আরও খারাপ করেছি। যেটা আমাদের চিন্তার বাইরে। কী কারণে, কেন খারাপ হয়েছে, সেটা আমাদের বের করতেই হবে।’
তদন্ত কমিটি আগেও হয়েছে। কিন্তু সেই তদন্তের ফল দেশের ক্রিকেট উন্নয়নে খুব একটা কাজে লাগে খুব কম। বিষয়টি অজানা নয় আকরামেরও, ‘২০০৩ বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করতে পারেনি। শুরুতে কানাডার মতো দলের কাছে হেরেছিল। তখনো তদন্ত ঠিকই হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। কদিন আগে বিসিবি সভাপতি বলেছেন, কঠিন সিদ্ধান্ত নেবেন। এটাই সঠিক সময়। আমরা কোনো ক্লাবের জন্য নয়, বাংলাদেশের জন্য খেলি।’ এ কারণে আকরাম আশাবাদী এবার সঠিক সিদ্ধান্ত নেবে বোর্ড, ‘কারও ব্যক্তিগত স্বার্থ, হিংসা কিংবা শয়তানির জন্য দেশকে বঞ্চিত করলে সহজভাবে নেব না, যে সত্য বেরিয়ে আসবে, সেটা বোর্ডকে দেব। আশা করি বোর্ড সিদ্ধান্ত নেবে।’
তদন্ত কমিটি কত দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে, সেটি অবশ্য আজ বলতে পারেননি আকরাম, ‘আমরা দুদিনের মধ্যে বসে আলোচনা করব। যত তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। দেশের স্বার্থে সবাইকে আসতে হবে (কথা বলতে), যে যত ব্যস্ত থাকুক। দেশের স্বার্থে এই সহযোগিতা করতে হবে সবাইকে।’
আকরাম নিরপেক্ষ থেকে সঠিক রিপোর্ট দেওয়ার আশ্বাসই দিলেন, ‘আমাদের কাছে দলের সবাই গুরুত্বপূর্ণ। যে দোষী হবে, তার নামে রিপোর্ট করব। ভারতেই সবচেয়ে ভালো করার সম্ভাবনা ছিল আমাদের। যে করার উচিত ছিল, উচিত ছিল না, ভবিষ্যতে এই ভুল না করার পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে নিশ্চিত করার সুপারিশ করব। কাউকে দোষী করতে নয়, ভবিষ্যতে যেন এটা না হয় এবং দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা বলব।’

আইসিসির টুর্নামেন্টে ভরাডুবির পর ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি গঠন নতুন কিছু নয়। ২০০৩ বিশ্বকাপে ভরাডুবির পর হয়েছিল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও হয়েছিল। সে সব তদন্ত কমিটির সুপারিশ পরে কতটা কাজে লাগানো হয়, সেটি নিয়ে অনেক প্রশ্ন। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ব্যর্থতার পরও তদন্ত কমিটি করেছে বিসিবি।
বিসিবির বর্ষীয়ান পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে কমিটির বাকি দুই সদস্য হলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম আজ সাংবাদিকদের কাছে নতুন গঠিত তদন্ত কমিটির কর্মপরিকল্পনা পরিষ্কার করলেন, ‘সাত-আটটা সিরিজ জেতেন, হারেন কিছু যায়–আসে না। তবে বিশ্বকাপ এমন একটা জায়গা, আপনার দেশ কেমন ক্রিকেট খেলে সেখানে ফুটে ওঠে। সে জায়গায় আমাদের ভালো করা উচিত ছিল। গত চার বছর অনেক ভালো প্রস্তুতি নিয়ে আসছিলাম। সে অনুযায়ী ভালো করার কথা ছিল। ভালো তো করিইনি, উল্টো আরও খারাপ করেছি। যেটা আমাদের চিন্তার বাইরে। কী কারণে, কেন খারাপ হয়েছে, সেটা আমাদের বের করতেই হবে।’
তদন্ত কমিটি আগেও হয়েছে। কিন্তু সেই তদন্তের ফল দেশের ক্রিকেট উন্নয়নে খুব একটা কাজে লাগে খুব কম। বিষয়টি অজানা নয় আকরামেরও, ‘২০০৩ বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করতে পারেনি। শুরুতে কানাডার মতো দলের কাছে হেরেছিল। তখনো তদন্ত ঠিকই হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। কদিন আগে বিসিবি সভাপতি বলেছেন, কঠিন সিদ্ধান্ত নেবেন। এটাই সঠিক সময়। আমরা কোনো ক্লাবের জন্য নয়, বাংলাদেশের জন্য খেলি।’ এ কারণে আকরাম আশাবাদী এবার সঠিক সিদ্ধান্ত নেবে বোর্ড, ‘কারও ব্যক্তিগত স্বার্থ, হিংসা কিংবা শয়তানির জন্য দেশকে বঞ্চিত করলে সহজভাবে নেব না, যে সত্য বেরিয়ে আসবে, সেটা বোর্ডকে দেব। আশা করি বোর্ড সিদ্ধান্ত নেবে।’
তদন্ত কমিটি কত দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে, সেটি অবশ্য আজ বলতে পারেননি আকরাম, ‘আমরা দুদিনের মধ্যে বসে আলোচনা করব। যত তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। দেশের স্বার্থে সবাইকে আসতে হবে (কথা বলতে), যে যত ব্যস্ত থাকুক। দেশের স্বার্থে এই সহযোগিতা করতে হবে সবাইকে।’
আকরাম নিরপেক্ষ থেকে সঠিক রিপোর্ট দেওয়ার আশ্বাসই দিলেন, ‘আমাদের কাছে দলের সবাই গুরুত্বপূর্ণ। যে দোষী হবে, তার নামে রিপোর্ট করব। ভারতেই সবচেয়ে ভালো করার সম্ভাবনা ছিল আমাদের। যে করার উচিত ছিল, উচিত ছিল না, ভবিষ্যতে এই ভুল না করার পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে নিশ্চিত করার সুপারিশ করব। কাউকে দোষী করতে নয়, ভবিষ্যতে যেন এটা না হয় এবং দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা বলব।’

শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
১ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে