নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরশু অসাধারণ এক ফটোসেশন হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলের সতীর্থরা একে অন্যকে টাই পরিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানে। তখনই জ্যোতি বিশ্বকাপে ‘এক সঙ্গে দুই কাজ’ সারার কথা বলেছিলেন। সেই উদ্দেশ্যে আজ উড়াল দিলেন তাঁরা।
ঢাকায় আজ সকাল থেকেই চলছে মুষলধারে বৃষ্টি। এমন আবহাওয়ার মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে জ্যোতিরা যখন ইমিগ্রেশনে বাক্সপেটরা দেওয়ার জন্য ব্যস্ত, সেই মুহূর্তেরও ফটোসেশন হয়ে গেল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ককে মোবাইল স্ক্রলিং করতে দেখা গেছে। সতীর্থদের সঙ্গেও কী নিয়ে যেন গল্প করেছেন জ্যোতি। বাংলাদেশ সময় সকাল ১০টায় ছেড়েছে তাঁদের বিমান। জ্যোতিদের এবারের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। ৩ অক্টোবর শারজাহে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জ্যোতিদের বিশ্বকাপ অভিযান। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সবশেষ জয় পেয়েছিল ২০১৪ সালে। এরপর এই সংস্করণে চারটি বিশ্বকাপে ১৬ ম্যাচ খেললেও কোনো জয় নেই তাদের। মিরপুরে পরশু যখন সংবাদ সম্মেলন করলেন জ্যোতি, তখন ১০ বছরের আক্ষেপ ঘোচানোর কথা বলেছিলেন, ‘২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচ জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে সেটার কোনো মানে নেই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ভালো শুরু পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল—অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চায়!’
কদিন আগেই শ্রীলঙ্কায় দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ নারী ‘এ’ দল ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বেশির ভাগ ক্রিকেটারই ছিলেন জাতীয় দলের। সেখানে রাবেয়া খানের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। ২ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে। যেখানে একটি ম্যাচ বাজে আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছিল। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রাবেয়া খেলবেন জ্যোতির অধীনে।
১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে। শারজাহ ও দুবাইয়েই হবে আইসিসির নারী ইভেন্টটি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরশু অসাধারণ এক ফটোসেশন হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলের সতীর্থরা একে অন্যকে টাই পরিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানে। তখনই জ্যোতি বিশ্বকাপে ‘এক সঙ্গে দুই কাজ’ সারার কথা বলেছিলেন। সেই উদ্দেশ্যে আজ উড়াল দিলেন তাঁরা।
ঢাকায় আজ সকাল থেকেই চলছে মুষলধারে বৃষ্টি। এমন আবহাওয়ার মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে জ্যোতিরা যখন ইমিগ্রেশনে বাক্সপেটরা দেওয়ার জন্য ব্যস্ত, সেই মুহূর্তেরও ফটোসেশন হয়ে গেল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ককে মোবাইল স্ক্রলিং করতে দেখা গেছে। সতীর্থদের সঙ্গেও কী নিয়ে যেন গল্প করেছেন জ্যোতি। বাংলাদেশ সময় সকাল ১০টায় ছেড়েছে তাঁদের বিমান। জ্যোতিদের এবারের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। ৩ অক্টোবর শারজাহে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জ্যোতিদের বিশ্বকাপ অভিযান। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সবশেষ জয় পেয়েছিল ২০১৪ সালে। এরপর এই সংস্করণে চারটি বিশ্বকাপে ১৬ ম্যাচ খেললেও কোনো জয় নেই তাদের। মিরপুরে পরশু যখন সংবাদ সম্মেলন করলেন জ্যোতি, তখন ১০ বছরের আক্ষেপ ঘোচানোর কথা বলেছিলেন, ‘২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচ জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে সেটার কোনো মানে নেই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ভালো শুরু পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল—অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চায়!’
কদিন আগেই শ্রীলঙ্কায় দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ নারী ‘এ’ দল ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বেশির ভাগ ক্রিকেটারই ছিলেন জাতীয় দলের। সেখানে রাবেয়া খানের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। ২ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে। যেখানে একটি ম্যাচ বাজে আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছিল। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রাবেয়া খেলবেন জ্যোতির অধীনে।
১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে। শারজাহ ও দুবাইয়েই হবে আইসিসির নারী ইভেন্টটি।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৬ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৭ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৯ ঘণ্টা আগে