Ajker Patrika

‘চট্টগ্রামের টাকার গরম নেই’

আজকের পত্রিকা ডেস্ক­
‘চট্টগ্রামের টাকার গরম নেই’
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ছবি: সংগৃহীত

দুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার কথাও জানা গেছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে।

মাঠের বাইরের টালমাটাল ইস্যুর মধ্যে প্লে-অফে বিদেশি ক্রিকেটার নিয়ে আসার কাজ চলছে। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিড—গতকাল রংপুর রাইডার্স এই বিদেশিকে উড়িয়ে এনে কয়েক ঘণ্টার মধ্যে মাঠে নামিয়েছে। তাতে সোয়া কোটি টাকা খরচ হওয়ার কথা শোনা যাচ্ছে। এমনকি এলিমিনেটরে খুলনা টাইগার্সের কাছে বিশাল ব্যবধানে হেরে বাদও পড়ে গেছে। রংপুরের মতোই অবস্থা হবে কি না, সেটা নিয়ে আজ হোটেল শেরাটনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেসে দিয়েছেন মোহাম্মদ মিঠুন। চিটাগং অধিনায়ক বলেন, ‘চট্টগ্রামের টাকার গরম নেই। সেজন্য দেখাচ্ছে না।’

দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে চিটাগং কিংস। এই ম্যাচে যে জিতবে, সেই উঠবে ফাইনালে। গুরুত্বপূর্ণ ম্যাচে যে বিদেশি ক্রিকেটার চিটাগং আনার পক্ষে না, গত রাতে সংবাদ সম্মেলনে মিঠুন সেটা বলেছেন। শেরাটনে আজ তাঁর কণ্ঠে সেই কথারই প্রতিধ্বনি। চিটাগং অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্টে যে ক্রিকেটাররা খেলেছে, এখনো তারাই আছে। আমি সেটায় বিশ্বাস করি না যে রাতে একটা ক্রিকেটারকে আনলাম আর তাকে খেলিয়ে দিলাম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। আমাদের বিদেশিরা দেখবেন যে কেউ খারাপ খেলেনি। সবাই ভালো খেলেছে। তাদের ওপর সেই বিশ্বাসটা রাখতে পারি।’

ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতেই যে বেশি পছন্দ করেন শামীম হোসেন পাটোয়ারী। শেষের দিকে নেমে উদ্ভাবনী শটে বোলারদের লাইন এলোমেলো করে দিতে পারেন শামীম। মিঠুনের আশা খুলনা টাইগার্সের বিপক্ষে শামীম তাঁর ছন্দ ধরে রাখবেন। চিটাগং অধিনায়ক বলেন,‘শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে একটু ভিন্ন রকম ক্রিকেটার। সাধারণত বাংলাদেশিরা যেভাবে ব্যাটিং করে, তার থেকে একটু ভিন্ন তাঁর ব্যাটিং। অবশ্যই টি-টোয়েন্টিতে এমন শট দেখতে মজা লাগে। আমিও আসলে শামীমের একজন বড় ভক্ত। সে ফিল্ডিংয়েও অসাধারণ। আশা করব যে পরের ম্যাচেও সে এইভাবে জ্বলে উঠবে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত