আজকের পত্রিকা ডেস্ক

ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।
ধর তক্তা, মার পেরেক—ফিনিশার হিসেবে বেশির ভাগ সময় শামীম হোসেন পাটোয়ারীকে এই নীতি অনুসরণ করে ব্যাটিং করতে হয়। মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই রানের চাকা সচল রাখতে হয়। মাংসপেশির জোরের পাশাপাশি স্কুপ, রিভার্স স্কুপের মতো উদ্ভাবনী শট বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। মিরপুরে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ছয় নম্বরে নেমে ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর তাণ্ডবেই চিটাগং কিংস করেছে ৪ উইকেটে ২০৬ রান।
চিটাগংয়ের ২৪ রানের জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে শামীম এলে তাঁর কাছে জিজ্ঞাসা, ডি ভিলিয়ার্সের ব্যাটিং কতটা প্রভাবিত করে? ২৪ বছর বয়সী এই ব্যাটার তখন তাঁর কৌশলগত পরিবর্তন আনার কথা উল্লেখ করেছেন। শামীম বলেন,‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি। অনেক ভালো লাগে আমার। পরিবর্তন বলতে মাথার পজিশনটা একটু ঠিক করেছি।’
বিতর্কিত প্রিমিয়ার লিগ, বিশৃঙ্খল প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, বকেয়া প্রিমিয়ার লিগ—নেতিবাচক কারণে এবারের বিপিএলকে এভাবেই বিদ্রুপ করা হচ্ছে। চিটাগং কিংসকে নিয়েও হয়েছে আলোচনা-সমালোচনা। শামীম জানিয়েছেন, মাঠের খেলাতেই তাঁর দল বেশি মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’
ফরচুন বরিশালের বিপক্ষেই আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস। মিরপুরে গতকাল তাই লিগ পর্বের শেষ ম্যাচটা ছিল প্রথম কোয়ালিফায়ারের ‘ড্রেস রিহার্সাল’ ম্যাচ। একই দলের বিপক্ষে আবারও খেলার আগে এই জয় চিটাগংকে চাঙা রাখবে বলে মনে করেন শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক আত্মবিশ্বাসী আমরা। দেখা যাক কী হয়। সবাই ছন্দে আছেন। অবশ্যই এই ম্যাচ সাহায্য করবে। যেহেতু এই ম্যাচটা জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস দেবে অবশ্যই।’

ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।
ধর তক্তা, মার পেরেক—ফিনিশার হিসেবে বেশির ভাগ সময় শামীম হোসেন পাটোয়ারীকে এই নীতি অনুসরণ করে ব্যাটিং করতে হয়। মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই রানের চাকা সচল রাখতে হয়। মাংসপেশির জোরের পাশাপাশি স্কুপ, রিভার্স স্কুপের মতো উদ্ভাবনী শট বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। মিরপুরে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ছয় নম্বরে নেমে ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর তাণ্ডবেই চিটাগং কিংস করেছে ৪ উইকেটে ২০৬ রান।
চিটাগংয়ের ২৪ রানের জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে শামীম এলে তাঁর কাছে জিজ্ঞাসা, ডি ভিলিয়ার্সের ব্যাটিং কতটা প্রভাবিত করে? ২৪ বছর বয়সী এই ব্যাটার তখন তাঁর কৌশলগত পরিবর্তন আনার কথা উল্লেখ করেছেন। শামীম বলেন,‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি। অনেক ভালো লাগে আমার। পরিবর্তন বলতে মাথার পজিশনটা একটু ঠিক করেছি।’
বিতর্কিত প্রিমিয়ার লিগ, বিশৃঙ্খল প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, বকেয়া প্রিমিয়ার লিগ—নেতিবাচক কারণে এবারের বিপিএলকে এভাবেই বিদ্রুপ করা হচ্ছে। চিটাগং কিংসকে নিয়েও হয়েছে আলোচনা-সমালোচনা। শামীম জানিয়েছেন, মাঠের খেলাতেই তাঁর দল বেশি মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’
ফরচুন বরিশালের বিপক্ষেই আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস। মিরপুরে গতকাল তাই লিগ পর্বের শেষ ম্যাচটা ছিল প্রথম কোয়ালিফায়ারের ‘ড্রেস রিহার্সাল’ ম্যাচ। একই দলের বিপক্ষে আবারও খেলার আগে এই জয় চিটাগংকে চাঙা রাখবে বলে মনে করেন শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক আত্মবিশ্বাসী আমরা। দেখা যাক কী হয়। সবাই ছন্দে আছেন। অবশ্যই এই ম্যাচ সাহায্য করবে। যেহেতু এই ম্যাচটা জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস দেবে অবশ্যই।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে