Ajker Patrika

ডি ভিলিয়ার্সকে দেখে যেভাবে নিজেকে বদলেছেন শামীম

আজকের পত্রিকা ডেস্ক­
ডি ভিলিয়ার্সকে দেখে যেভাবে নিজেকে বদলেছেন শামীম
শেষের দিকে ঝড় তুলতে সিদ্ধহস্ত শামীম হোসেন পাটোয়ারী অনুসরণ করেন ডি ভিলিয়ার্সকে। ছবি: বিসিবি

ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।

ধর তক্তা, মার পেরেক—ফিনিশার হিসেবে বেশির ভাগ সময় শামীম হোসেন পাটোয়ারীকে এই নীতি অনুসরণ করে ব্যাটিং করতে হয়। মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই রানের চাকা সচল রাখতে হয়। মাংসপেশির জোরের পাশাপাশি স্কুপ, রিভার্স স্কুপের মতো উদ্ভাবনী শট বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। মিরপুরে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ছয় নম্বরে নেমে ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর তাণ্ডবেই চিটাগং কিংস করেছে ৪ উইকেটে ২০৬ রান।

চিটাগংয়ের ২৪ রানের জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে শামীম এলে তাঁর কাছে জিজ্ঞাসা, ডি ভিলিয়ার্সের ব্যাটিং কতটা প্রভাবিত করে? ২৪ বছর বয়সী এই ব্যাটার তখন তাঁর কৌশলগত পরিবর্তন আনার কথা উল্লেখ করেছেন। শামীম বলেন,‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি। অনেক ভালো লাগে আমার। পরিবর্তন বলতে মাথার পজিশনটা একটু ঠিক করেছি।’

বিতর্কিত প্রিমিয়ার লিগ, বিশৃঙ্খল প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, বকেয়া প্রিমিয়ার লিগ—নেতিবাচক কারণে এবারের বিপিএলকে এভাবেই বিদ্রুপ করা হচ্ছে। চিটাগং কিংসকে নিয়েও হয়েছে আলোচনা-সমালোচনা। শামীম জানিয়েছেন, মাঠের খেলাতেই তাঁর দল বেশি মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’

ফরচুন বরিশালের বিপক্ষেই আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস। মিরপুরে গতকাল তাই লিগ পর্বের শেষ ম্যাচটা ছিল প্রথম কোয়ালিফায়ারের ‘ড্রেস রিহার্সাল’ ম্যাচ। একই দলের বিপক্ষে আবারও খেলার আগে এই জয় চিটাগংকে চাঙা রাখবে বলে মনে করেন শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক আত্মবিশ্বাসী আমরা। দেখা যাক কী হয়। সবাই ছন্দে আছেন। অবশ্যই এই ম্যাচ সাহায্য করবে। যেহেতু এই ম্যাচটা জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস দেবে অবশ্যই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত