নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।
ধর তক্তা, মার পেরেক—ফিনিশার হিসেবে বেশির ভাগ সময় শামীম হোসেন পাটোয়ারীকে এই নীতি অনুসরণ করে ব্যাটিং করতে হয়। মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই রানের চাকা সচল রাখতে হয়। মাংসপেশির জোরের পাশাপাশি স্কুপ, রিভার্স স্কুপের মতো উদ্ভাবনী শট বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। মিরপুরে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ছয় নম্বরে নেমে ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর তাণ্ডবেই চিটাগং কিংস করেছে ৪ উইকেটে ২০৬ রান।
চিটাগংয়ের ২৪ রানের জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে শামীম এলে তাঁর কাছে জিজ্ঞাসা, ডি ভিলিয়ার্সের ব্যাটিং কতটা প্রভাবিত করে? ২৪ বছর বয়সী এই ব্যাটার তখন তাঁর কৌশলগত পরিবর্তন আনার কথা উল্লেখ করেছেন। শামীম বলেন,‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি। অনেক ভালো লাগে আমার। পরিবর্তন বলতে মাথার পজিশনটা একটু ঠিক করেছি।’
বিতর্কিত প্রিমিয়ার লিগ, বিশৃঙ্খল প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, বকেয়া প্রিমিয়ার লিগ—নেতিবাচক কারণে এবারের বিপিএলকে এভাবেই বিদ্রুপ করা হচ্ছে। চিটাগং কিংসকে নিয়েও হয়েছে আলোচনা-সমালোচনা। শামীম জানিয়েছেন, মাঠের খেলাতেই তাঁর দল বেশি মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’
ফরচুন বরিশালের বিপক্ষেই আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস। মিরপুরে গতকাল তাই লিগ পর্বের শেষ ম্যাচটা ছিল প্রথম কোয়ালিফায়ারের ‘ড্রেস রিহার্সাল’ ম্যাচ। একই দলের বিপক্ষে আবারও খেলার আগে এই জয় চিটাগংকে চাঙা রাখবে বলে মনে করেন শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক আত্মবিশ্বাসী আমরা। দেখা যাক কী হয়। সবাই ছন্দে আছেন। অবশ্যই এই ম্যাচ সাহায্য করবে। যেহেতু এই ম্যাচটা জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস দেবে অবশ্যই।’
ক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।
ধর তক্তা, মার পেরেক—ফিনিশার হিসেবে বেশির ভাগ সময় শামীম হোসেন পাটোয়ারীকে এই নীতি অনুসরণ করে ব্যাটিং করতে হয়। মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই রানের চাকা সচল রাখতে হয়। মাংসপেশির জোরের পাশাপাশি স্কুপ, রিভার্স স্কুপের মতো উদ্ভাবনী শট বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। মিরপুরে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ছয় নম্বরে নেমে ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর তাণ্ডবেই চিটাগং কিংস করেছে ৪ উইকেটে ২০৬ রান।
চিটাগংয়ের ২৪ রানের জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে শামীম এলে তাঁর কাছে জিজ্ঞাসা, ডি ভিলিয়ার্সের ব্যাটিং কতটা প্রভাবিত করে? ২৪ বছর বয়সী এই ব্যাটার তখন তাঁর কৌশলগত পরিবর্তন আনার কথা উল্লেখ করেছেন। শামীম বলেন,‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি। অনেক ভালো লাগে আমার। পরিবর্তন বলতে মাথার পজিশনটা একটু ঠিক করেছি।’
বিতর্কিত প্রিমিয়ার লিগ, বিশৃঙ্খল প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, বকেয়া প্রিমিয়ার লিগ—নেতিবাচক কারণে এবারের বিপিএলকে এভাবেই বিদ্রুপ করা হচ্ছে। চিটাগং কিংসকে নিয়েও হয়েছে আলোচনা-সমালোচনা। শামীম জানিয়েছেন, মাঠের খেলাতেই তাঁর দল বেশি মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’
ফরচুন বরিশালের বিপক্ষেই আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস। মিরপুরে গতকাল তাই লিগ পর্বের শেষ ম্যাচটা ছিল প্রথম কোয়ালিফায়ারের ‘ড্রেস রিহার্সাল’ ম্যাচ। একই দলের বিপক্ষে আবারও খেলার আগে এই জয় চিটাগংকে চাঙা রাখবে বলে মনে করেন শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক আত্মবিশ্বাসী আমরা। দেখা যাক কী হয়। সবাই ছন্দে আছেন। অবশ্যই এই ম্যাচ সাহায্য করবে। যেহেতু এই ম্যাচটা জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস দেবে অবশ্যই।’
‘সাকিবিয়ান’, ‘তামিমিয়ান’ বিভক্তিই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে বলে মনে করেন তামিম ইকবাল। টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের পর বললেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। জাতীয় দলের সাবেক অধিনায়কের ভাষায়, ‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই...
৮ ঘণ্টা আগেভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও জাসপ্রিত বুমরাহ ফিটনেস নিয়ে রয়েছে শঙ্কা। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলার সময় পিঠে চোট পান ডানহাতি এই পেসার। তাই তাঁর ফিটনেস নিয়ে ভারতকে চিন্তিত থাকতে বললেন পাকিস্তানের কোচ আকিব জাভেদ।
৯ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি কাল ছিল লালে লাল! প্রায় ২৫ হাজার দর্শকের ৮৫ শতাংশই ফরচুন বরিশালের লাল জার্সি পরে আসা সমর্থক। বরিশালের কোনো কোনো দর্শক ফাইনাল দেখতে রেপ্লিকা লঞ্চও সঙ্গে নিয়ে এসেছেন। তাঁরা গতবারের মতো এবারও লঞ্চে করে বিপিএলের সোনালি শিরোপাটা নিয়ে যেতে চেয়েছেন। তা পেরেছেনও, চিটাগং
৯ ঘণ্টা আগেটসভাগ্য পক্ষে যায়নি। সে নিয়ে আর আক্ষেপও হয়তো করছে চিটাগং কিংস। কেননা পারভেজ হোসেন ইমন, খাজা নাফে ও গ্রাহাম ক্লার্কের ঝোড়ো ব্যাটিংয়ে বিপিএল ফাইনালে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। ৩ উইকেটের বিনিময়ে ফরচুন বরিশালকে ছুড়ে দিয়েছে ১৯৫ রানের লক্ষ্য।
১১ ঘণ্টা আগে