নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ৭৩ রানে অলআউট পরই আসলে ম্যাচের ভাগ্যে লেখা হয়ে গিয়েছিল। জয়ের সেই আনুষ্ঠানিকতা সারতেও বেশি সময় নিতে চাননি দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ। সেমিফাইনালে ওঠার সমীকরণ মাথায় থাকায় দ্রুত রান তুলেছেন দুজন। শেষ পর্যন্ত ৬.২ ওভারের মধ্যে লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সহজ কাজটা আরও সহজ করে দেন মোস্তাফিজুর রহমান। দুই ওভারের বোলিংয়ে ৩২ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। পুরো ম্যাচে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ পেয়েছে দুইবার। প্রথমবার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চের ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসটা থামিয়েছেন এই বাংলাদেশ পেসার।
দ্বিতীয়বার শরীফুল ইসলাম। আরেক ওপেনার ওয়ার্নারকে ১৮ রানে ফিরিয়েছেন এই বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার জয়ের শেষ আনুষ্ঠানিকতাটুকু সারেন মিচেল মার্শ আর গ্লেন ম্যাক্সওয়েল। এর আগে টস হেরে প্রথম ব্যাটিং করতে নেমে ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে স্টার্কের প্রথম ওভারের তৃতীয় বলে কোনো রান না করেই বোল্ড হয়ে যান লিটন দাস। উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনে নামা সৌম্য সরকার। জশ হ্যাজেলউডের বলটা ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে বোল্ড হয়ে ফেরেন সৌম্য (৫)।
লিটন-সৌম্যর দেখানো পথ অনুসরণ করেছেন মুশফিকুর রহিম। প্রথম রাউন্ডে পাপুয়া নিউগিনির বিপক্ষে ফিফটির পর রান করাই যেন ভুলে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গ্লেন ম্যাক্সওয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মুশফিক ফেরেন এক রানে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানের নিচে অলআউট বাংলাদেশ ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলেছে আজও।
একটা সময় তো চোখ রাঙাচ্ছিল টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সবনিম্ন ৭০ রানের আগে অলআউট হওয়ার শঙ্কা। ভারতে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মিছিলে ষষ্ঠ উইকেটে সেই শঙ্কা দূর করেন মাহমুদউল্লাহ আর শামীম হোসেন পাটোয়ারি। এই জুটিতে দুজন মিলে যোগ করেন ২৯ রান। ওই শঙ্কা পর্যন্তই, কিন্তু আজও বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মুশফিক-মাহমুদউল্লাহরা।

বাংলাদেশের ৭৩ রানে অলআউট পরই আসলে ম্যাচের ভাগ্যে লেখা হয়ে গিয়েছিল। জয়ের সেই আনুষ্ঠানিকতা সারতেও বেশি সময় নিতে চাননি দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ। সেমিফাইনালে ওঠার সমীকরণ মাথায় থাকায় দ্রুত রান তুলেছেন দুজন। শেষ পর্যন্ত ৬.২ ওভারের মধ্যে লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সহজ কাজটা আরও সহজ করে দেন মোস্তাফিজুর রহমান। দুই ওভারের বোলিংয়ে ৩২ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। পুরো ম্যাচে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ পেয়েছে দুইবার। প্রথমবার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চের ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসটা থামিয়েছেন এই বাংলাদেশ পেসার।
দ্বিতীয়বার শরীফুল ইসলাম। আরেক ওপেনার ওয়ার্নারকে ১৮ রানে ফিরিয়েছেন এই বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার জয়ের শেষ আনুষ্ঠানিকতাটুকু সারেন মিচেল মার্শ আর গ্লেন ম্যাক্সওয়েল। এর আগে টস হেরে প্রথম ব্যাটিং করতে নেমে ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে স্টার্কের প্রথম ওভারের তৃতীয় বলে কোনো রান না করেই বোল্ড হয়ে যান লিটন দাস। উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনে নামা সৌম্য সরকার। জশ হ্যাজেলউডের বলটা ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে বোল্ড হয়ে ফেরেন সৌম্য (৫)।
লিটন-সৌম্যর দেখানো পথ অনুসরণ করেছেন মুশফিকুর রহিম। প্রথম রাউন্ডে পাপুয়া নিউগিনির বিপক্ষে ফিফটির পর রান করাই যেন ভুলে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গ্লেন ম্যাক্সওয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মুশফিক ফেরেন এক রানে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানের নিচে অলআউট বাংলাদেশ ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলেছে আজও।
একটা সময় তো চোখ রাঙাচ্ছিল টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সবনিম্ন ৭০ রানের আগে অলআউট হওয়ার শঙ্কা। ভারতে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মিছিলে ষষ্ঠ উইকেটে সেই শঙ্কা দূর করেন মাহমুদউল্লাহ আর শামীম হোসেন পাটোয়ারি। এই জুটিতে দুজন মিলে যোগ করেন ২৯ রান। ওই শঙ্কা পর্যন্তই, কিন্তু আজও বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মুশফিক-মাহমুদউল্লাহরা।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আজ রোববার ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতি
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আজ দুপুরে জরুরি সভার পর এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে দ্রুত আইসিসির জবাব ও সহমর্মিতা প্রত্যাশা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের কেনার ২০ দিনও হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের নাম ছেঁটে ফেলে কেকেআর। ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ বাংলাদেশের বিসিসিআইয়ের ওপর তোপ দেগেছে
৪ ঘণ্টা আগে