
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান মহারণ। আগামী ২৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই মর্যাদার লড়াইয়ে পাকিস্তান জিততে পারলে পাবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার।
বিনিয়োগকারীরা এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে জানিয়েছেন, ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে। শুধু ভারতকে হারানোর অপেক্ষা।
পিসিবির অর্থায়নের একটা বড় অংশ নির্ভর করে ভারতের ওপর। কারণ পাকিস্তান আইসিসি থেকে যে অর্থ পায়, তার সিংহভাগ আসে ভারত থেকে। তবে এবার বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিসিবিকে আশ্বস্ত করেছে বিশ্বকাপে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারাতে পারলে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে বাবর আজমের দল।
এ বিষয়ে রমিজ রাজা বলেছেন, ‘পিসিবি পরিচালিত হয় আইসিসির ৫০ শতাংশ অর্থায়নে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। এ জন্য আমি কিছুটা শঙ্কিত। যদি ভারত আইসিসিকে টাকা না দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়বে। কারণ তখন পিসিবি আইসিসি থেকে কোনো টাকা পাবে না। তবে আমিও প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তান ক্রিকেটকে আরও শক্তিশালী রূপ দেব। বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাকে বলেছে ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে পিসিবির জন্য। শুধু বিশ্বকাপে ভারতকে হারাতে হবে।’
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়েও নতুন করে ভাবছেন রমিজ। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিশ্চিত করতে পিসিবি পৃষ্ঠপোষক খুঁজছে বলেও জানিয়েছেন রমিজ, ‘আমরা ঘরোয়া ক্রিকেটারদের বেতন এক লাখ টাকা বাড়িয়েছি। কারণ আমরা নিশ্চিত করতে চাই তারা প্রতি বছর যেন কমপক্ষে ৪ মিলিয়ন রুপি (২০ লাখ টাকা) উপার্জন করতে পারে। পিসিবি এ অর্থ জোগাড়ে পৃষ্ঠপোষক খুঁজছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান মহারণ। আগামী ২৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই মর্যাদার লড়াইয়ে পাকিস্তান জিততে পারলে পাবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার।
বিনিয়োগকারীরা এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে জানিয়েছেন, ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে। শুধু ভারতকে হারানোর অপেক্ষা।
পিসিবির অর্থায়নের একটা বড় অংশ নির্ভর করে ভারতের ওপর। কারণ পাকিস্তান আইসিসি থেকে যে অর্থ পায়, তার সিংহভাগ আসে ভারত থেকে। তবে এবার বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিসিবিকে আশ্বস্ত করেছে বিশ্বকাপে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারাতে পারলে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে বাবর আজমের দল।
এ বিষয়ে রমিজ রাজা বলেছেন, ‘পিসিবি পরিচালিত হয় আইসিসির ৫০ শতাংশ অর্থায়নে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। এ জন্য আমি কিছুটা শঙ্কিত। যদি ভারত আইসিসিকে টাকা না দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়বে। কারণ তখন পিসিবি আইসিসি থেকে কোনো টাকা পাবে না। তবে আমিও প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তান ক্রিকেটকে আরও শক্তিশালী রূপ দেব। বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাকে বলেছে ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে পিসিবির জন্য। শুধু বিশ্বকাপে ভারতকে হারাতে হবে।’
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়েও নতুন করে ভাবছেন রমিজ। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিশ্চিত করতে পিসিবি পৃষ্ঠপোষক খুঁজছে বলেও জানিয়েছেন রমিজ, ‘আমরা ঘরোয়া ক্রিকেটারদের বেতন এক লাখ টাকা বাড়িয়েছি। কারণ আমরা নিশ্চিত করতে চাই তারা প্রতি বছর যেন কমপক্ষে ৪ মিলিয়ন রুপি (২০ লাখ টাকা) উপার্জন করতে পারে। পিসিবি এ অর্থ জোগাড়ে পৃষ্ঠপোষক খুঁজছে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে