ক্রীড়া ডেস্ক

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে বহুল প্রচলিত এই কথাটি সামনে চলে আসে। একই রকম অপরাধ ফ্র্যাঞ্চাইজিটি আবারও করেছে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
এবারের আইপিএলে এই নিয়ে দু্ইবার স্লো-ওভার রেটের অপরাধ করেছে রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে তারা খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪ লাখ টাকা।আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, একই মৌসুমে কোনো দলের দুইবার স্লো-ওভার রেটের ঘটনা ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়ে থাকে। অধিনায়ক ছাড়া বাকি ক্রিকেটারদের ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। ইমপ্যাক্ট খেলোয়াড়ের শাস্তিও হবে এই নিয়ম মেনে।
রাজস্থানের এর আগে স্লো-ওভার রেটের ঘটনা ঘটেছে ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেবার রাজস্থানের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তাঁকে করা হয়েছিল ১২ লাখ রুপি জরিমানা (১৭ লাখ টাকা)। সেই ম্যাচে স্যামসন খেলেছিলেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। রাজস্থান পেয়েছিল ৬ রানের রুদ্ধশ্বাস জয়। আর গত রাতে গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান হারে ৫৮ রানে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট করে ৬ উইকেটে ২১৭ রান। রাজস্থান গুটিয়ে গেছে পুরো ২০ ওভার খেলার আগেই। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়েছে।
স্লো-ওভার রেটের কারণে শাস্তি শুধু রাজস্থান একাই পায়নি। একই অপরাধে শাস্তি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার-দুজনকেই ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছিল। রাজস্থানকে গত রাতে ৫৮ রানে হারিয়ে গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে এখন তাদের ৮ পয়েন্ট। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে দুই ও তিনে দিল্লি ও বেঙ্গালুরু। দিল্লি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।
আরও পড়ুন:

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে বহুল প্রচলিত এই কথাটি সামনে চলে আসে। একই রকম অপরাধ ফ্র্যাঞ্চাইজিটি আবারও করেছে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
এবারের আইপিএলে এই নিয়ে দু্ইবার স্লো-ওভার রেটের অপরাধ করেছে রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে তারা খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪ লাখ টাকা।আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, একই মৌসুমে কোনো দলের দুইবার স্লো-ওভার রেটের ঘটনা ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়ে থাকে। অধিনায়ক ছাড়া বাকি ক্রিকেটারদের ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। ইমপ্যাক্ট খেলোয়াড়ের শাস্তিও হবে এই নিয়ম মেনে।
রাজস্থানের এর আগে স্লো-ওভার রেটের ঘটনা ঘটেছে ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেবার রাজস্থানের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তাঁকে করা হয়েছিল ১২ লাখ রুপি জরিমানা (১৭ লাখ টাকা)। সেই ম্যাচে স্যামসন খেলেছিলেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। রাজস্থান পেয়েছিল ৬ রানের রুদ্ধশ্বাস জয়। আর গত রাতে গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান হারে ৫৮ রানে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট করে ৬ উইকেটে ২১৭ রান। রাজস্থান গুটিয়ে গেছে পুরো ২০ ওভার খেলার আগেই। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়েছে।
স্লো-ওভার রেটের কারণে শাস্তি শুধু রাজস্থান একাই পায়নি। একই অপরাধে শাস্তি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার-দুজনকেই ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছিল। রাজস্থানকে গত রাতে ৫৮ রানে হারিয়ে গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে এখন তাদের ৮ পয়েন্ট। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে দুই ও তিনে দিল্লি ও বেঙ্গালুরু। দিল্লি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে