ক্রীড়া ডেস্ক
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে বহুল প্রচলিত এই কথাটি সামনে চলে আসে। একই রকম অপরাধ ফ্র্যাঞ্চাইজিটি আবারও করেছে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
এবারের আইপিএলে এই নিয়ে দু্ইবার স্লো-ওভার রেটের অপরাধ করেছে রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে তারা খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪ লাখ টাকা।আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, একই মৌসুমে কোনো দলের দুইবার স্লো-ওভার রেটের ঘটনা ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়ে থাকে। অধিনায়ক ছাড়া বাকি ক্রিকেটারদের ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। ইমপ্যাক্ট খেলোয়াড়ের শাস্তিও হবে এই নিয়ম মেনে।
রাজস্থানের এর আগে স্লো-ওভার রেটের ঘটনা ঘটেছে ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেবার রাজস্থানের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তাঁকে করা হয়েছিল ১২ লাখ রুপি জরিমানা (১৭ লাখ টাকা)। সেই ম্যাচে স্যামসন খেলেছিলেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। রাজস্থান পেয়েছিল ৬ রানের রুদ্ধশ্বাস জয়। আর গত রাতে গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান হারে ৫৮ রানে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট করে ৬ উইকেটে ২১৭ রান। রাজস্থান গুটিয়ে গেছে পুরো ২০ ওভার খেলার আগেই। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়েছে।
স্লো-ওভার রেটের কারণে শাস্তি শুধু রাজস্থান একাই পায়নি। একই অপরাধে শাস্তি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার-দুজনকেই ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছিল। রাজস্থানকে গত রাতে ৫৮ রানে হারিয়ে গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে এখন তাদের ৮ পয়েন্ট। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে দুই ও তিনে দিল্লি ও বেঙ্গালুরু। দিল্লি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।
আরও পড়ুন:
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে বহুল প্রচলিত এই কথাটি সামনে চলে আসে। একই রকম অপরাধ ফ্র্যাঞ্চাইজিটি আবারও করেছে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
এবারের আইপিএলে এই নিয়ে দু্ইবার স্লো-ওভার রেটের অপরাধ করেছে রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে তারা খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪ লাখ টাকা।আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, একই মৌসুমে কোনো দলের দুইবার স্লো-ওভার রেটের ঘটনা ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়ে থাকে। অধিনায়ক ছাড়া বাকি ক্রিকেটারদের ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। ইমপ্যাক্ট খেলোয়াড়ের শাস্তিও হবে এই নিয়ম মেনে।
রাজস্থানের এর আগে স্লো-ওভার রেটের ঘটনা ঘটেছে ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেবার রাজস্থানের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তাঁকে করা হয়েছিল ১২ লাখ রুপি জরিমানা (১৭ লাখ টাকা)। সেই ম্যাচে স্যামসন খেলেছিলেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। রাজস্থান পেয়েছিল ৬ রানের রুদ্ধশ্বাস জয়। আর গত রাতে গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান হারে ৫৮ রানে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট করে ৬ উইকেটে ২১৭ রান। রাজস্থান গুটিয়ে গেছে পুরো ২০ ওভার খেলার আগেই। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়েছে।
স্লো-ওভার রেটের কারণে শাস্তি শুধু রাজস্থান একাই পায়নি। একই অপরাধে শাস্তি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার-দুজনকেই ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছিল। রাজস্থানকে গত রাতে ৫৮ রানে হারিয়ে গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে এখন তাদের ৮ পয়েন্ট। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে দুই ও তিনে দিল্লি ও বেঙ্গালুরু। দিল্লি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।
আরও পড়ুন:
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
১০ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
১২ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
১৩ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
১৪ ঘণ্টা আগে