Ajker Patrika

হারের দিনে জরিমানাও গুনতে হলো মোস্তাফিজদের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২১
হারের দিনে জরিমানাও গুনতে হলো মোস্তাফিজদের

দুবাইয়ে আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ বোলিং করেও উইকেট-শূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান। কাল আবুধাবিতে মোস্তাফিজ উইকেট পেয়েছেন ঠিকই, তবে সেটা কাজে লাগাতে পারেননি রাজস্থান রয়্যালস ব্যাটাররা। ব্যাটারদের ব্যর্থতার দিনে গুরুত্বপূর্ণ ম্যাচটি রাজস্থান হেরেছে ৩৩ রানে। 

পাঞ্জাবের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা গুনেছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হারার দিনে একই ঘটনার পুনরাবৃত্তি করেছে দলটি। 

তবে এবার আর একা নয়, জরিমানা গুনতে হচ্ছে অধিনায়কসহ দলের বাকি সদস্যদের। দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে রাজস্থান অধিনায়ক স্যামসনকে। বাকি সদস্যদের ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের জন্য অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার পুনরাবৃত্তি ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকি সদস্যদের প্রত্যেককে ৬ লাখ রুপি করে জরিমানা করা হবে। 

এবারের আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি কঠিন করা হয়েছে। টানা দুই ম্যাচের পর আর কোনো ম্যাচে একই ঘটনায় অভিযুক্ত হলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন রাজস্থান অধিনায়ক স্যামসন। রাজস্থানের পরের ম্যাচ দুবাইয়ে ২৭ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত