ক্রীড়া ডেস্ক

একই সমান্তরালে চলবে এবার আইপিএল ও পিএসএল। করবিন বশ দল পেয়েছেন দুই লিগেই। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার বেছে নিলেন আইপিএলকেই। তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে পেয়েছেন আইনি নোটিশ।
চুক্তির শর্ত ভেঙে আইপিএল বেছে নেওয়ায় গতকাল বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্ত দেখে অনেক খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ফয়সাল গত রাতে বশের আইনি নোটিশ পাওয়ার খবর শেয়ার করেছেন। ৪৩ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার ক্যাপশন দিয়েছেন, ‘পিসিবির ভালো সিদ্ধান্ত।’ ক্যাপশনের শেষে থাম্বস আপ দিয়েছেন তিনি।
এ বছরের জানুয়ারিকে ড্রাফট থেকে বশকে দলে নিয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে নিয়েছে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস। আরেক প্রোটিয়া ক্রিকেটার লিজাড উইলিয়ামস টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় বশকে নিয়েছে মুম্বাই। আইপিএলের টানে পিএসএলকেই না বলে দিয়েছেন বশ। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে পাঠানো আইনি নোটিশের ব্যাপারে গতকাল পিসিবি বলেছে, ‘সেই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সেই খেলোয়াড়কে তাঁর পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্ত ভঙ্গ নিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ফল কী হতে পারে, সেটার উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।’
কত দিনের মধ্যে বশকে উত্তর দিতে হবে, সেটি পিসিবি জানায়নি। এমনকি এই ব্যাপারে বোর্ড আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে ১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ১৮ মে হবে পিএসএলের ফাইনাল।

একই সমান্তরালে চলবে এবার আইপিএল ও পিএসএল। করবিন বশ দল পেয়েছেন দুই লিগেই। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার বেছে নিলেন আইপিএলকেই। তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে পেয়েছেন আইনি নোটিশ।
চুক্তির শর্ত ভেঙে আইপিএল বেছে নেওয়ায় গতকাল বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্ত দেখে অনেক খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ফয়সাল গত রাতে বশের আইনি নোটিশ পাওয়ার খবর শেয়ার করেছেন। ৪৩ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার ক্যাপশন দিয়েছেন, ‘পিসিবির ভালো সিদ্ধান্ত।’ ক্যাপশনের শেষে থাম্বস আপ দিয়েছেন তিনি।
এ বছরের জানুয়ারিকে ড্রাফট থেকে বশকে দলে নিয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে নিয়েছে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস। আরেক প্রোটিয়া ক্রিকেটার লিজাড উইলিয়ামস টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় বশকে নিয়েছে মুম্বাই। আইপিএলের টানে পিএসএলকেই না বলে দিয়েছেন বশ। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে পাঠানো আইনি নোটিশের ব্যাপারে গতকাল পিসিবি বলেছে, ‘সেই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সেই খেলোয়াড়কে তাঁর পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্ত ভঙ্গ নিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ফল কী হতে পারে, সেটার উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।’
কত দিনের মধ্যে বশকে উত্তর দিতে হবে, সেটি পিসিবি জানায়নি। এমনকি এই ব্যাপারে বোর্ড আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে ১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ১৮ মে হবে পিএসএলের ফাইনাল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১৯ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে