ক্রীড়া ডেস্ক

একই সমান্তরালে চলবে এবার আইপিএল ও পিএসএল। করবিন বশ দল পেয়েছেন দুই লিগেই। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার বেছে নিলেন আইপিএলকেই। তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে পেয়েছেন আইনি নোটিশ।
চুক্তির শর্ত ভেঙে আইপিএল বেছে নেওয়ায় গতকাল বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্ত দেখে অনেক খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ফয়সাল গত রাতে বশের আইনি নোটিশ পাওয়ার খবর শেয়ার করেছেন। ৪৩ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার ক্যাপশন দিয়েছেন, ‘পিসিবির ভালো সিদ্ধান্ত।’ ক্যাপশনের শেষে থাম্বস আপ দিয়েছেন তিনি।
এ বছরের জানুয়ারিকে ড্রাফট থেকে বশকে দলে নিয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে নিয়েছে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস। আরেক প্রোটিয়া ক্রিকেটার লিজাড উইলিয়ামস টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় বশকে নিয়েছে মুম্বাই। আইপিএলের টানে পিএসএলকেই না বলে দিয়েছেন বশ। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে পাঠানো আইনি নোটিশের ব্যাপারে গতকাল পিসিবি বলেছে, ‘সেই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সেই খেলোয়াড়কে তাঁর পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্ত ভঙ্গ নিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ফল কী হতে পারে, সেটার উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।’
কত দিনের মধ্যে বশকে উত্তর দিতে হবে, সেটি পিসিবি জানায়নি। এমনকি এই ব্যাপারে বোর্ড আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে ১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ১৮ মে হবে পিএসএলের ফাইনাল।

একই সমান্তরালে চলবে এবার আইপিএল ও পিএসএল। করবিন বশ দল পেয়েছেন দুই লিগেই। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার বেছে নিলেন আইপিএলকেই। তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে পেয়েছেন আইনি নোটিশ।
চুক্তির শর্ত ভেঙে আইপিএল বেছে নেওয়ায় গতকাল বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্ত দেখে অনেক খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ফয়সাল গত রাতে বশের আইনি নোটিশ পাওয়ার খবর শেয়ার করেছেন। ৪৩ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার ক্যাপশন দিয়েছেন, ‘পিসিবির ভালো সিদ্ধান্ত।’ ক্যাপশনের শেষে থাম্বস আপ দিয়েছেন তিনি।
এ বছরের জানুয়ারিকে ড্রাফট থেকে বশকে দলে নিয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে নিয়েছে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস। আরেক প্রোটিয়া ক্রিকেটার লিজাড উইলিয়ামস টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় বশকে নিয়েছে মুম্বাই। আইপিএলের টানে পিএসএলকেই না বলে দিয়েছেন বশ। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে পাঠানো আইনি নোটিশের ব্যাপারে গতকাল পিসিবি বলেছে, ‘সেই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সেই খেলোয়াড়কে তাঁর পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্ত ভঙ্গ নিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ফল কী হতে পারে, সেটার উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।’
কত দিনের মধ্যে বশকে উত্তর দিতে হবে, সেটি পিসিবি জানায়নি। এমনকি এই ব্যাপারে বোর্ড আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে ১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ১৮ মে হবে পিএসএলের ফাইনাল।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে