
এ যেন শেষ হয়েও হলো না শেষ। বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের প্রায় এক সপ্তাহ গত হলেও হারমানপ্রীত কৌরকে নিয়ে চলছে আলাপ আলোচনা। এবার ভারত নারী দলের অধিনায়কের অশোভন আচরণের প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রতিনিধি।
অক্রিকেটীয় আচরণের কারণে আইসিসি থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন হারমানপ্রীত। গত মঙ্গলবার এই শাস্তি দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। শুধু নিষেধাজ্ঞাই নয়, ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা এবং ৪ ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
লেভেল ২ ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ এবং ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হারমানপ্রীত। আর বাকি ২৫ শতাংশ এবং ১ ডিমেরিট পয়েন্ট ভারতীয় অধিনায়ককে দেওয়া হয়েছে লেভেল ১ ভঙ্গ করার দায়ে। তার সঙ্গে ভারতের সাবেক ক্রিকেটারদের কড়া সমালোচনাও সইতে হচ্ছে তাঁকে।
আজ সংবাদসম্মেলনে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, হারমানপ্রীতের শাস্তি প্রত্যাহার বা কমানোর ব্যাপারে বোর্ড আপিল করবে না। বিসিসিআই সভাপতি রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ কয়েকদিনের মধ্যে তাঁর (হারমানপ্রীত) সঙ্গে কথা বলবেন।
গত শনিবার মিরপুরে হয়েছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তৃতীয় ওয়ানডে। এ ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসের ৩৪ তম ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলে নাহিদা আক্তারকে সুইপ করতে গিয়েছিলেন হারমানপ্রীত। ব্যাটের কানায় লেগে ফাহিমা খাতুনের ক্যাচ হন তিনি। ভারতীয় অধিনায়ক মাঠেই ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। এমনকি মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপরও রাগ ঝাড়েন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন। তখন থেকেই ভারতীয় অধিনায়ক নিয়ে সমালোচনার ঝড় ওঠে। খোদ ভারতীয়রাই তাকে নিষিদ্ধের দাবি তোলেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, ৪ ডিমেরিট পয়েন্ট রূপান্তরিত হবে দুই নিষেধাজ্ঞা পয়েন্টে। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা, যে সংস্করণের ম্যাচ সামনে থাকবে। সে কারণে এশিয়াডের দুই ম্যাচ খেলা হবে না হারমানপ্রীতের। এই সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।

এ যেন শেষ হয়েও হলো না শেষ। বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের প্রায় এক সপ্তাহ গত হলেও হারমানপ্রীত কৌরকে নিয়ে চলছে আলাপ আলোচনা। এবার ভারত নারী দলের অধিনায়কের অশোভন আচরণের প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রতিনিধি।
অক্রিকেটীয় আচরণের কারণে আইসিসি থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন হারমানপ্রীত। গত মঙ্গলবার এই শাস্তি দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। শুধু নিষেধাজ্ঞাই নয়, ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা এবং ৪ ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
লেভেল ২ ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ এবং ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হারমানপ্রীত। আর বাকি ২৫ শতাংশ এবং ১ ডিমেরিট পয়েন্ট ভারতীয় অধিনায়ককে দেওয়া হয়েছে লেভেল ১ ভঙ্গ করার দায়ে। তার সঙ্গে ভারতের সাবেক ক্রিকেটারদের কড়া সমালোচনাও সইতে হচ্ছে তাঁকে।
আজ সংবাদসম্মেলনে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, হারমানপ্রীতের শাস্তি প্রত্যাহার বা কমানোর ব্যাপারে বোর্ড আপিল করবে না। বিসিসিআই সভাপতি রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ কয়েকদিনের মধ্যে তাঁর (হারমানপ্রীত) সঙ্গে কথা বলবেন।
গত শনিবার মিরপুরে হয়েছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তৃতীয় ওয়ানডে। এ ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসের ৩৪ তম ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলে নাহিদা আক্তারকে সুইপ করতে গিয়েছিলেন হারমানপ্রীত। ব্যাটের কানায় লেগে ফাহিমা খাতুনের ক্যাচ হন তিনি। ভারতীয় অধিনায়ক মাঠেই ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। এমনকি মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপরও রাগ ঝাড়েন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন। তখন থেকেই ভারতীয় অধিনায়ক নিয়ে সমালোচনার ঝড় ওঠে। খোদ ভারতীয়রাই তাকে নিষিদ্ধের দাবি তোলেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, ৪ ডিমেরিট পয়েন্ট রূপান্তরিত হবে দুই নিষেধাজ্ঞা পয়েন্টে। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা, যে সংস্করণের ম্যাচ সামনে থাকবে। সে কারণে এশিয়াডের দুই ম্যাচ খেলা হবে না হারমানপ্রীতের। এই সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৫ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৬ ঘণ্টা আগে