Ajker Patrika

‘সাকিব ভাইকে দেখে মনেই হয় না অনেক পুরোনো খেলোয়াড়’

আপডেট : ২১ মে ২০২৪, ১৬: ১৭
‘সাকিব ভাইকে দেখে মনেই হয় না অনেক পুরোনো খেলোয়াড়’

বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে গতকাল প্রশংসার বাণী শুনিয়েছেন শেখ মেহেদী হাসান। আলোচনা প্রসঙ্গে বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের কথাও বলেন তিনি। লিটন দাস যেন আজ কথা বললেন মেহেদীর সুরেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘সবুজ ও লালের গল্প’ নামের উদ্যোগে প্রকাশ করা হচ্ছে ক্রিকেটারদের সাক্ষাৎকার। বিসিবি আজ প্রকাশ করল লিটনের সাক্ষাৎকার। ৬ মিনিট ২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সাকিব আল হাসান-সৌম্য সরকাররা অনুশীলন করছেন। টিম বাসে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা গেছে সাকিবকে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার প্রসঙ্গে লিটন বলেছেন, ‘আমার তো মনে হয় না সাকিব ভাইকে দেখে সাকিব ভাই অনেক পুরোনো খেলোয়াড়। তিনি সবার সঙ্গে যেভাবে আচরণ করেন, মনে হয় খুবই বন্ধুত্বপূর্ণ। এটা একটা অনেক বড় জিনিস। এমনকি রিয়াদ ভাইও অনেক বন্ধুত্বপূর্ণ।’

সাকিব ও মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ১৮ ও ১৭ বছর ধরে। বাংলাদেশের জার্সিতে লিটনের পথচলা ২০১৫ সালে। ৯ বছর এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন। তরুণ ক্রিকেটাররা যেন ড্রেসিংরুমে অস্বস্তিতে না ভোগেন, তেমন পরিবেশই সেখানে (ড্রেসিংরুমে) থাকে বলে জানিয়েছেন লিটন। লিটন বলেন, ‘তাঁরা (সাকিব-মাহমুদউল্লাহ) সবাই চেষ্টা করেন। আমরা তো অনেক দিন ধরেই খেলছি। আরও যারা জুনিয়র আসছে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। যেন তারাও (নতুন) ভালো অনুভব করে। যদি দেখতাম যে একজন ক্রিকেটার ১৫ বছর ধরে খেলছে আর আমি প্রথম ড্রেসিংরুমে ঢুকছি। একটু নার্ভাস অনুভব সবাই করেন। এদিক থেকে সিনিয়র যাঁরা আছেন, তাঁরা কখনো আমাদের সেটা (নার্ভাস অনুভব করা) বুঝতে দেননি। সব সময় স্বাগত জানিয়েছেন। খুবই হাস্যোজ্জ্বল মানসিকতার।’

২০২৪ সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজ খেলে শ্রীলঙ্কার বিপক্ষে। চট্টগ্রামে সেই সিরিজের দ্বিতীয় টেস্টটা শুধু খেলেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সেটা ছিল প্রায় ৫ মাস পর ফেরা। সাকিবের পারফরম্যান্সের পর প্রশংসার বাণী শুনিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর (সাকিব) বয়স যে ৩৭ পেরিয়েছে, সেটা বিশ্বাসই হচ্ছিল না শান্তর।

শ্রীলঙ্কা সিরিজের পরই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক ঘটনায় আবার আলোচনায় আসেন সাকিব। সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে সাকিব কথা বলছিলেন প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডি ক্লাব—দুই দলের কোচের সঙ্গে। এ সময় হঠাৎ এক দর্শক ছবি-সেলফি তুলতে এলে তাঁকে চড় মারতে গিয়েছিলেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ডিপিএলে ঘুচিয়েছেন সেঞ্চুরি খরা। একই সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছেন ৪০০ উইকেট।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত