
আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।
সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৩ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৬ জুলাই প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই তৃতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর

আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।
সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৩ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৬ জুলাই প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই তৃতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে