
আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।
সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৩ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৬ জুলাই প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই তৃতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর

আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।
সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৩ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৬ জুলাই প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই তৃতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে