
বাঁচা-মরার ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। পাল্লেকেলেতে গতকাল নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। তবু এই বিশাল জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রয়েছে দুশ্চিন্তা।
টস হেরে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে নেপাল। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে রানের চাকা সচল রাখে নেপাল। প্রথম ১০ ওভারেই ৩টা ক্যাচ মিস করেছে রোহিতের ভারত। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে প্রথম স্লিপে ক্যাচ ছেড়েছেন শ্রেয়াস আয়ার। সে যাত্রায় বেঁচে যান নেপালের ওপেনার কুশল ভুর্টেল। এর পরের ওভারেই সহজ ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে যান আসিফ শেখ। কয়েকবারের চেষ্টায়ও শর্ট কাভারে ক্যাচ ধরতে পারেননি কোহলি। এরপর পঞ্চম ওভারে ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক ইশান কিষান। ক্যাচ মিসের সুযোগগুলো কাজে লাগিয়ে প্রথম ১০ ওভারে নেপাল করে ১ উইকেটে ৬৫ রান।
প্রথম পাওয়ারপ্লে তো রয়েছেই, এরপর ৪১তম ওভারে ক্যাচ ছেড়েছেন ইশান। এ ছাড়া ভারতের কিছু মিস ফিল্ডিংয়ের কারণে রান বাড়ানোর সুযোগ পেয়েছে নেপাল। ভারতের ফিল্ডিং নিয়ে তাই আক্ষেপ ঝরেছে রোহিতের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বোলিং ভালো হয়েছে আজ (গতকাল)। তবে ফিল্ডিং বাজে হয়েছে। আমাদের এ জায়গায় উন্নতি করতে হবে।’
প্রথমে ব্যাট করে নেপালের ইনিংসে হানা দিয়েছে বৃষ্টি। তার পরও নেপাল ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পুরো ৫০ ওভার। যদিও তারা ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১-এর লক্ষ্যে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। ১৭ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন রোহিত। নিজের ইনিংস নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে তা নয় (ইনিংস নিয়ে খুশি কি না)। শুরুতে কিছুটা চাপে ছিলাম। তবে একবার যখন থিতু হয়ে গেলাম, দলের জয় নিশ্চিত করতে চেয়েছিলাম।’

বাঁচা-মরার ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। পাল্লেকেলেতে গতকাল নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। তবু এই বিশাল জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রয়েছে দুশ্চিন্তা।
টস হেরে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে নেপাল। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে রানের চাকা সচল রাখে নেপাল। প্রথম ১০ ওভারেই ৩টা ক্যাচ মিস করেছে রোহিতের ভারত। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে প্রথম স্লিপে ক্যাচ ছেড়েছেন শ্রেয়াস আয়ার। সে যাত্রায় বেঁচে যান নেপালের ওপেনার কুশল ভুর্টেল। এর পরের ওভারেই সহজ ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে যান আসিফ শেখ। কয়েকবারের চেষ্টায়ও শর্ট কাভারে ক্যাচ ধরতে পারেননি কোহলি। এরপর পঞ্চম ওভারে ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক ইশান কিষান। ক্যাচ মিসের সুযোগগুলো কাজে লাগিয়ে প্রথম ১০ ওভারে নেপাল করে ১ উইকেটে ৬৫ রান।
প্রথম পাওয়ারপ্লে তো রয়েছেই, এরপর ৪১তম ওভারে ক্যাচ ছেড়েছেন ইশান। এ ছাড়া ভারতের কিছু মিস ফিল্ডিংয়ের কারণে রান বাড়ানোর সুযোগ পেয়েছে নেপাল। ভারতের ফিল্ডিং নিয়ে তাই আক্ষেপ ঝরেছে রোহিতের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বোলিং ভালো হয়েছে আজ (গতকাল)। তবে ফিল্ডিং বাজে হয়েছে। আমাদের এ জায়গায় উন্নতি করতে হবে।’
প্রথমে ব্যাট করে নেপালের ইনিংসে হানা দিয়েছে বৃষ্টি। তার পরও নেপাল ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পুরো ৫০ ওভার। যদিও তারা ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১-এর লক্ষ্যে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। ১৭ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন রোহিত। নিজের ইনিংস নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে তা নয় (ইনিংস নিয়ে খুশি কি না)। শুরুতে কিছুটা চাপে ছিলাম। তবে একবার যখন থিতু হয়ে গেলাম, দলের জয় নিশ্চিত করতে চেয়েছিলাম।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে