
বাঁচা-মরার ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। পাল্লেকেলেতে গতকাল নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। তবু এই বিশাল জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রয়েছে দুশ্চিন্তা।
টস হেরে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে নেপাল। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে রানের চাকা সচল রাখে নেপাল। প্রথম ১০ ওভারেই ৩টা ক্যাচ মিস করেছে রোহিতের ভারত। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে প্রথম স্লিপে ক্যাচ ছেড়েছেন শ্রেয়াস আয়ার। সে যাত্রায় বেঁচে যান নেপালের ওপেনার কুশল ভুর্টেল। এর পরের ওভারেই সহজ ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে যান আসিফ শেখ। কয়েকবারের চেষ্টায়ও শর্ট কাভারে ক্যাচ ধরতে পারেননি কোহলি। এরপর পঞ্চম ওভারে ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক ইশান কিষান। ক্যাচ মিসের সুযোগগুলো কাজে লাগিয়ে প্রথম ১০ ওভারে নেপাল করে ১ উইকেটে ৬৫ রান।
প্রথম পাওয়ারপ্লে তো রয়েছেই, এরপর ৪১তম ওভারে ক্যাচ ছেড়েছেন ইশান। এ ছাড়া ভারতের কিছু মিস ফিল্ডিংয়ের কারণে রান বাড়ানোর সুযোগ পেয়েছে নেপাল। ভারতের ফিল্ডিং নিয়ে তাই আক্ষেপ ঝরেছে রোহিতের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বোলিং ভালো হয়েছে আজ (গতকাল)। তবে ফিল্ডিং বাজে হয়েছে। আমাদের এ জায়গায় উন্নতি করতে হবে।’
প্রথমে ব্যাট করে নেপালের ইনিংসে হানা দিয়েছে বৃষ্টি। তার পরও নেপাল ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পুরো ৫০ ওভার। যদিও তারা ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১-এর লক্ষ্যে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। ১৭ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন রোহিত। নিজের ইনিংস নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে তা নয় (ইনিংস নিয়ে খুশি কি না)। শুরুতে কিছুটা চাপে ছিলাম। তবে একবার যখন থিতু হয়ে গেলাম, দলের জয় নিশ্চিত করতে চেয়েছিলাম।’

বাঁচা-মরার ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। পাল্লেকেলেতে গতকাল নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। তবু এই বিশাল জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রয়েছে দুশ্চিন্তা।
টস হেরে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে নেপাল। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে রানের চাকা সচল রাখে নেপাল। প্রথম ১০ ওভারেই ৩টা ক্যাচ মিস করেছে রোহিতের ভারত। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে প্রথম স্লিপে ক্যাচ ছেড়েছেন শ্রেয়াস আয়ার। সে যাত্রায় বেঁচে যান নেপালের ওপেনার কুশল ভুর্টেল। এর পরের ওভারেই সহজ ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে যান আসিফ শেখ। কয়েকবারের চেষ্টায়ও শর্ট কাভারে ক্যাচ ধরতে পারেননি কোহলি। এরপর পঞ্চম ওভারে ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক ইশান কিষান। ক্যাচ মিসের সুযোগগুলো কাজে লাগিয়ে প্রথম ১০ ওভারে নেপাল করে ১ উইকেটে ৬৫ রান।
প্রথম পাওয়ারপ্লে তো রয়েছেই, এরপর ৪১তম ওভারে ক্যাচ ছেড়েছেন ইশান। এ ছাড়া ভারতের কিছু মিস ফিল্ডিংয়ের কারণে রান বাড়ানোর সুযোগ পেয়েছে নেপাল। ভারতের ফিল্ডিং নিয়ে তাই আক্ষেপ ঝরেছে রোহিতের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বোলিং ভালো হয়েছে আজ (গতকাল)। তবে ফিল্ডিং বাজে হয়েছে। আমাদের এ জায়গায় উন্নতি করতে হবে।’
প্রথমে ব্যাট করে নেপালের ইনিংসে হানা দিয়েছে বৃষ্টি। তার পরও নেপাল ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পুরো ৫০ ওভার। যদিও তারা ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১-এর লক্ষ্যে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। ১৭ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন রোহিত। নিজের ইনিংস নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে তা নয় (ইনিংস নিয়ে খুশি কি না)। শুরুতে কিছুটা চাপে ছিলাম। তবে একবার যখন থিতু হয়ে গেলাম, দলের জয় নিশ্চিত করতে চেয়েছিলাম।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১১ ঘণ্টা আগে