Ajker Patrika

রেকর্ড গড়া ওপেনিং জুটিতে ভারতের রানের পাহাড়

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৯: ০১
রেকর্ড গড়া ওপেনিং জুটিতে ভারতের রানের পাহাড়

সিরিজ আগেই জেতা হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এবার কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাহাড়সম লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। ইন্দোরে রোহিত শর্মা ও শুভমান গিলের রেকর্ড গড়া ওপেনিং জুটিতে ৯ উইকেটে ৩৮৫ রান করেছে ভারত। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

ভারতের সর্বশেষ ইনিংসগুলো দেখলে যে কারও চোখ কপালে উঠবে। সর্বশেষ পাঁচ ইনিংসে যে পাঁচবার তারা প্রথমে ব্যাট করেছে, প্রত্যেকবার ত্রিশোর্ধ্ব স্কোর দাঁড় করিয়েছে। আজ ভারতকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন রোহিত ও গিল। দুজনে ইনিংসের ২৭তম ওভারের শুরুতে বিচ্ছিন্ন হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করেন ২১২ রান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি। 

১০১ রানে ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত। ৮৫ বলে ভারতীয় অধিনায়কের সেঞ্চুরিটি সাজানো ছিল ৯ চার ও ৬ ছয়ে। পাক্কা তিন বছর পর ওয়ানডে সেঞ্চুরি পেলেন রোহিত। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেছেন ৫০ ওভারের ক্রিকেটে ৩০ সেঞ্চুরি নিয়ে তিনে থাকা সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে।

সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া গিল এবার ৭৮ বলে ১৩ চার ৫ ছয়ে করেন ১১২ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ফিফটিতে ৪০০ পেরোনর স্বপ্নও দেখে ভারত। তবে সেটি আর সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত