
ঘরের মাঠে বিশ্বকাপ বলেই কি না এত রঙিন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ড কোহলি ভেঙে চলেছেন। তেমনি তাঁদের (সাকিব, শচীন) কোনো না কোনো রেকর্ডে ভাগ বসাচ্ছেন কোহলি।
২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের খেলা ৯ ম্যাচের ৯টিতেই খেলেছেন কোহলি। ৯৯ গড়ে ৫৯৪ রান করে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২ সেঞ্চুরির পাশাপাশি ৫ ফিফটি করেছেন। যার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫, ৯৫ ও ৮৮ রানের এই তিনটি ইনিংস সেঞ্চুরিতে পরিণত হবার সম্ভাবনা ছিল। সেঞ্চুরি করার সুযোগ ছিল গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৫৬ বলে ৫১ রান করে কোহলি আউট হওয়ার পরও বাকি ছিল ১২৮ বল। সে যা-ই হোক, এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। তাতে সাকিব, শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। ২০১৯ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। এর আগে ২০০৩ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬১.১৮ গড়ে করেন ৬৭৩ রান।
এবারের বিশ্বকাপে সাকিব, শচীনের অন্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপ ইতিহাসে সাকিব ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সর্বশেষ ম্যাচে ৬ নভেম্বর বাংলাদেশের অলরাউন্ডার ৮২ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগের দিন (৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেলে কোহলি বিশ্বকাপে ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন। এই সেঞ্চুরিতেই ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যান কোহলি ও শচীন। আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল ফিফটি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যাটা কোহলি নিয়ে যান ১৫ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান করে ওয়ানডেতে এক বছরে আটবার ১০০০ রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার এ বছরে এখন পর্যন্ত ১২০৬ রান করেন। শচীন এক বছরে ওয়ানডেতে ১০০০ রান করেছেন সাতবার।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৭টি; ২০১৯ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৭টি; ২০০৩ বিশ্বকাপ
বিরাট কোহলি (ভারত): ৭টি; ২০২৩ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬টি; ২০১৯ বিশ্বকাপ

ঘরের মাঠে বিশ্বকাপ বলেই কি না এত রঙিন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ড কোহলি ভেঙে চলেছেন। তেমনি তাঁদের (সাকিব, শচীন) কোনো না কোনো রেকর্ডে ভাগ বসাচ্ছেন কোহলি।
২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের খেলা ৯ ম্যাচের ৯টিতেই খেলেছেন কোহলি। ৯৯ গড়ে ৫৯৪ রান করে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২ সেঞ্চুরির পাশাপাশি ৫ ফিফটি করেছেন। যার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫, ৯৫ ও ৮৮ রানের এই তিনটি ইনিংস সেঞ্চুরিতে পরিণত হবার সম্ভাবনা ছিল। সেঞ্চুরি করার সুযোগ ছিল গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৫৬ বলে ৫১ রান করে কোহলি আউট হওয়ার পরও বাকি ছিল ১২৮ বল। সে যা-ই হোক, এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। তাতে সাকিব, শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। ২০১৯ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। এর আগে ২০০৩ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬১.১৮ গড়ে করেন ৬৭৩ রান।
এবারের বিশ্বকাপে সাকিব, শচীনের অন্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপ ইতিহাসে সাকিব ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সর্বশেষ ম্যাচে ৬ নভেম্বর বাংলাদেশের অলরাউন্ডার ৮২ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগের দিন (৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেলে কোহলি বিশ্বকাপে ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন। এই সেঞ্চুরিতেই ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যান কোহলি ও শচীন। আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল ফিফটি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যাটা কোহলি নিয়ে যান ১৫ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান করে ওয়ানডেতে এক বছরে আটবার ১০০০ রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার এ বছরে এখন পর্যন্ত ১২০৬ রান করেন। শচীন এক বছরে ওয়ানডেতে ১০০০ রান করেছেন সাতবার।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৭টি; ২০১৯ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৭টি; ২০০৩ বিশ্বকাপ
বিরাট কোহলি (ভারত): ৭টি; ২০২৩ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬টি; ২০১৯ বিশ্বকাপ

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১৭ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে