আজকের জন্মদিনের আনন্দটা দ্বিগুণ হতে পারত বাবর আজমের। কিন্তু তা না হয়ে উল্টো ২৯ বসন্তের দিনটা কঠিনই যাচ্ছে তাঁর। গতকাল বিশ্বকাপে ভারতের কাছে হেরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনিসহ তাঁর দল। এসবের মধ্যে আবার বিরাট কোহলির কাছে জার্সি নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
এমন কঠিন সময়ে তাই হয়তো জন্মদিনের বিশেষ কোনো আয়োজনও রাখেননি বাবর। তাই বলে তাঁকে শুভেচ্ছা জানানো বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়। প্রযুক্তির কল্যাণে অনেকে সামাজিক মাধ্যমে পাকিস্তানের অধিনায়ককে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু তাঁকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে ব্যতিক্রম একজন। আর সে হচ্ছে ২ বছর বয়সী ছোট্ট শিশু হেলেনা হাসান। পাকিস্তানি পেসার হাসান আলীর মেয়ে।
বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পাকিস্তানের অধিনায়কের রুমের সামনে ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করেন হেলেনা। ২৯ বছর বয়সী ব্যাটার দরজা খুললে হাতে ফুলের তোড়া দেন ছোট্ট শিশুটি। এরপর দ্রুত দৌড়ে চলে যায় সে। বাবর দুই হাত বাড়িয়ে হাসিমুখে ডাক দিলে সে ফিরে এসে আলিঙ্গন করে। পাকিস্তানি ব্যাটার তখন আদুরে চুমু এঁকে দেন ছোট্ট হেলেনার গালে। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন মোহাম্মদ নওয়াজও। পাকিস্তানি অলরাউন্ডার ক্যাপশনে লিখেছেন, ‘বাবর আজমকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে হাসান আলীর মেয়ে হেলেনা হাসান। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু হয় না।’

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে