
এবারের আইপিএলে যেন রানের ঢল নেমেছে। ছক্কা বৃষ্টি ঝরাচ্ছেন ব্যাটাররা। আড়াইশ’ রানের লক্ষ্য দিয়েও নিরাপদ থাকা যাচ্ছে না। গতকাল ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব কিংস, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ম্যাচটিতে ছক্কা হয়েছে রেকর্ড ৪২ টি!
আজও তেমন একটি রানবন্যার ম্যাচ হলো দিল্লিতে। তবে এবার দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। খুব কাছে গিয়েও হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। সেই হার—১০ রানের।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন দিল্লির জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। অস্ট্রেলিয়ান ব্যাটার অভিষেক পুরেলের (৩৬) সঙ্গে ওপেনিং জুটিতে গড়েন ১১৪ রান। প্রথম উইকেট হিসেবে ফেরা জ্যাক ফ্রেজার ২৭ বলে ১১ চার ও ৬ ছয়ে করেন ৮৪ রান। শেষদিকে ত্রিস্তান স্তাবসের ২৫ বলে অপরাজিত ৪৮ রানের সুবাদে ৪ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ পায় দিল্লি।
লক্ষ্য তাড়ায় শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ২৫ রান। সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। ৯ উইকেটে ২৪৭ রানে থামে মুম্বাই। ইনিংসের শেষ ওভারে প্রথম বলে তিলক ভার্মা (৬৩) রানআউট হলে জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় পান্ডিয়াদের।
হারলেও আইপিএলের এক মৌসুমের লিগ ম্যাচের মধ্যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল মুম্বাই। দিল্লির বিপক্ষে এবারের আইপিএলে দুই ম্যাচে (২৩৪/৫ ও ২৪৭/৯) ৪৮১ রান করেছে তারা। এই কীর্তি আগে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুই ম্যাচে করেছিল ৪৬৮ রান।
দিল্লির বিপক্ষে স্কোরটি মুম্বাইয়ের আইপিএল ইতিহাসে সর্বোচ্চও। আগেরটি ছিল ২৪৬/৫, হায়দরাবাদের বিপক্ষে। সেটিও এবারের সংস্করণে। আইপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান হওয়ার তালিকায় দিল্লি-মুম্বাইয়ের মোট ৫০৪ রানের ম্যাচটি আছে চতুর্থ স্থানে। আগের তিনটিও হয়েছে এবারের সংস্করণে। গতকাল কলকাতা-পাঞ্জাবের ম্যাচে রান হয়েছে ৫২৩, এটি আছে এ তালিকার তৃতীয় স্থানে।

এবারের আইপিএলে যেন রানের ঢল নেমেছে। ছক্কা বৃষ্টি ঝরাচ্ছেন ব্যাটাররা। আড়াইশ’ রানের লক্ষ্য দিয়েও নিরাপদ থাকা যাচ্ছে না। গতকাল ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব কিংস, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ম্যাচটিতে ছক্কা হয়েছে রেকর্ড ৪২ টি!
আজও তেমন একটি রানবন্যার ম্যাচ হলো দিল্লিতে। তবে এবার দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। খুব কাছে গিয়েও হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। সেই হার—১০ রানের।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন দিল্লির জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। অস্ট্রেলিয়ান ব্যাটার অভিষেক পুরেলের (৩৬) সঙ্গে ওপেনিং জুটিতে গড়েন ১১৪ রান। প্রথম উইকেট হিসেবে ফেরা জ্যাক ফ্রেজার ২৭ বলে ১১ চার ও ৬ ছয়ে করেন ৮৪ রান। শেষদিকে ত্রিস্তান স্তাবসের ২৫ বলে অপরাজিত ৪৮ রানের সুবাদে ৪ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ পায় দিল্লি।
লক্ষ্য তাড়ায় শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ২৫ রান। সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। ৯ উইকেটে ২৪৭ রানে থামে মুম্বাই। ইনিংসের শেষ ওভারে প্রথম বলে তিলক ভার্মা (৬৩) রানআউট হলে জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় পান্ডিয়াদের।
হারলেও আইপিএলের এক মৌসুমের লিগ ম্যাচের মধ্যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল মুম্বাই। দিল্লির বিপক্ষে এবারের আইপিএলে দুই ম্যাচে (২৩৪/৫ ও ২৪৭/৯) ৪৮১ রান করেছে তারা। এই কীর্তি আগে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুই ম্যাচে করেছিল ৪৬৮ রান।
দিল্লির বিপক্ষে স্কোরটি মুম্বাইয়ের আইপিএল ইতিহাসে সর্বোচ্চও। আগেরটি ছিল ২৪৬/৫, হায়দরাবাদের বিপক্ষে। সেটিও এবারের সংস্করণে। আইপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান হওয়ার তালিকায় দিল্লি-মুম্বাইয়ের মোট ৫০৪ রানের ম্যাচটি আছে চতুর্থ স্থানে। আগের তিনটিও হয়েছে এবারের সংস্করণে। গতকাল কলকাতা-পাঞ্জাবের ম্যাচে রান হয়েছে ৫২৩, এটি আছে এ তালিকার তৃতীয় স্থানে।

খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৪ ঘণ্টা আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
৫ ঘণ্টা আগে