
২০২৩ এশিয়া কাপের ভেন্যু সমস্যার সমাধান গত মাসে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশে হবে এশিয়া কাপ। তবু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুশ্চিন্তা রয়েছে এই টুর্নামেন্ট নিয়ে।
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে চায় না ভারত। এরপর বিকল্প পরিকল্পনা হিসেবে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পিসিবি। এরপর এসিসি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম উল্লেখ করেছে। আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র ৪ ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। তবে ভারতের দুশ্চিন্তা আবহাওয়া নিয়ে। ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্ভাব্য সূচি দলগুলোকে দেওয়া হয়েছে। এই সপ্তাহে তা চূড়ান্ত হবে। তারপরও শেষ মুহূর্তে অনেক কিছু বিস্তারিত আলোচনার ব্যাপার রয়েছে। বর্ষাকাল হওয়ায় কলম্বো নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ হলে ভালো হতো বলে আমরা মনে করছি। তবে বৃষ্টি এখানে বাগড়া দিতে পারে।’
গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। এসিসি জানিয়েছে, ৩১ আগস্ট শুরু হয়ে ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এসিসি।
এবার ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা ভেবে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২২ এশিয়া কাপ হয়েছিল ২০ ওভারের। সেবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

২০২৩ এশিয়া কাপের ভেন্যু সমস্যার সমাধান গত মাসে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশে হবে এশিয়া কাপ। তবু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুশ্চিন্তা রয়েছে এই টুর্নামেন্ট নিয়ে।
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে চায় না ভারত। এরপর বিকল্প পরিকল্পনা হিসেবে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পিসিবি। এরপর এসিসি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম উল্লেখ করেছে। আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র ৪ ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। তবে ভারতের দুশ্চিন্তা আবহাওয়া নিয়ে। ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্ভাব্য সূচি দলগুলোকে দেওয়া হয়েছে। এই সপ্তাহে তা চূড়ান্ত হবে। তারপরও শেষ মুহূর্তে অনেক কিছু বিস্তারিত আলোচনার ব্যাপার রয়েছে। বর্ষাকাল হওয়ায় কলম্বো নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ হলে ভালো হতো বলে আমরা মনে করছি। তবে বৃষ্টি এখানে বাগড়া দিতে পারে।’
গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। এসিসি জানিয়েছে, ৩১ আগস্ট শুরু হয়ে ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এসিসি।
এবার ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা ভেবে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২২ এশিয়া কাপ হয়েছিল ২০ ওভারের। সেবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১১ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১৯ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে