
২০২৩ এশিয়া কাপের ভেন্যু সমস্যার সমাধান গত মাসে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশে হবে এশিয়া কাপ। তবু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুশ্চিন্তা রয়েছে এই টুর্নামেন্ট নিয়ে।
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে চায় না ভারত। এরপর বিকল্প পরিকল্পনা হিসেবে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পিসিবি। এরপর এসিসি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম উল্লেখ করেছে। আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র ৪ ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। তবে ভারতের দুশ্চিন্তা আবহাওয়া নিয়ে। ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্ভাব্য সূচি দলগুলোকে দেওয়া হয়েছে। এই সপ্তাহে তা চূড়ান্ত হবে। তারপরও শেষ মুহূর্তে অনেক কিছু বিস্তারিত আলোচনার ব্যাপার রয়েছে। বর্ষাকাল হওয়ায় কলম্বো নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ হলে ভালো হতো বলে আমরা মনে করছি। তবে বৃষ্টি এখানে বাগড়া দিতে পারে।’
গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। এসিসি জানিয়েছে, ৩১ আগস্ট শুরু হয়ে ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এসিসি।
এবার ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা ভেবে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২২ এশিয়া কাপ হয়েছিল ২০ ওভারের। সেবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

২০২৩ এশিয়া কাপের ভেন্যু সমস্যার সমাধান গত মাসে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশে হবে এশিয়া কাপ। তবু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুশ্চিন্তা রয়েছে এই টুর্নামেন্ট নিয়ে।
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে চায় না ভারত। এরপর বিকল্প পরিকল্পনা হিসেবে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পিসিবি। এরপর এসিসি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম উল্লেখ করেছে। আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র ৪ ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। তবে ভারতের দুশ্চিন্তা আবহাওয়া নিয়ে। ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্ভাব্য সূচি দলগুলোকে দেওয়া হয়েছে। এই সপ্তাহে তা চূড়ান্ত হবে। তারপরও শেষ মুহূর্তে অনেক কিছু বিস্তারিত আলোচনার ব্যাপার রয়েছে। বর্ষাকাল হওয়ায় কলম্বো নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ হলে ভালো হতো বলে আমরা মনে করছি। তবে বৃষ্টি এখানে বাগড়া দিতে পারে।’
গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। এসিসি জানিয়েছে, ৩১ আগস্ট শুরু হয়ে ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এসিসি।
এবার ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা ভেবে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২২ এশিয়া কাপ হয়েছিল ২০ ওভারের। সেবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে