
কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো থাকছেন কী থাকছেন না এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বিষয়টা পুরোপুরি বোর্ড সভাপতি ও ডমিঙ্গোর ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে গতকাল বাংলাদেশে ফিরে এশিয়া কাপের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ডমিঙ্গো। আজও অনুশীলনের শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।
তবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর সুজন মনে করেন, ডমিঙ্গোর দর্শন বাংলাদেশের সঙ্গে ঠিক মিলছে না। এশিয়া কাপ সামনে রেখে আজ মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সুজন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে। আমার এবং আপনার দর্শন সম্পূর্ণ আলাদা। ঠিক তেমনি কোচের দর্শনও আলাদা। সত্যি বলতে, ওর (ডমিঙ্গো) দর্শন যেটা, সেটা হয়তোবা আমাদের সঙ্গে মিলছে করছে না।’
এ জন্য কোচিং প্যানেলে কিছু পরিবর্তনের কথা ভাবছে বিসিবি। যার প্রথম ধাপে সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন তিনি। কোচিং প্যানেলে পরিবর্তন নিয়ে সুজন বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে পারফর্ম করতে পারছি না। সুতরাং দেশের ক্রিকেটের জন্য যদি ভিন্ন দর্শনের কেউ আসে তাতে অসুবিধা কী। এই সংস্করণে আমরা অনেক কিছুই পরীক্ষা-নিরীক্ষা করতে পারি, যেটা ওয়ানডেতে করতে পারি না। তবে হয়তো টেস্টেও আমরা এ রকম কিছু করতে পারি। দেখুন, এত বছর টেস্ট খেলার পরেও কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে ভালো করতে পারছি না।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে