Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিদের পরামর্শক ধোনি, ফিরলেন অশ্বিনও

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২৩: ০৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিদের পরামর্শক ধোনি, ফিরলেন অশ্বিনও

এর চেয়ে বড় চমক বোধহয় আর কিছুই হয় না! ভারতের জাতীয় দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়; পরামর্শকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

আজ রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপে উত্তরসূরিদের মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়া ধোনি।

সাবেক অধিনায়কের মতো চমক হয়ে এসেছেন রবিচন্দ্রন অশ্বিনও। অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ৪ বছর পর এই অফ স্পিনারকে দলে ফেরানো হয়েছে। 
বিশ্বকাপে ভারতকে যথারীতি নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। তাঁর ডেপুটি থাকছেন রোহিত শর্মা। দলে রয়েছেন ঋশভ পন্তসহ ৩ জন উইকেটরক্ষক। বাকিরা হলেন ঈশান কিশান, লোকেশ রাহুল। 

তবে জায়গা হয়নি ‘স্পিন টুইন’ হিসেবে পরিচিতি পাওয়া যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের। একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন স্থগিত আইপিএল ও শ্রীলঙ্কা সফরে দারুণ পারফর্ম করা রাহুল চাহার।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় পেসার রাখা হয়েছে মাত্র ৩ জন। আর অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। 

ভারতের স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ঈশান কিশান, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, রাহুল চাহার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি ও সূর্যকুমার যাদব। 

স্ট্যান্ড বাই: শ্রেয়াস আয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত