
এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাই ‘পার্পল ক্যাপ’ উঠেছে তাঁর মাথায়।
আইপিএলের মতো টুর্নামেন্টে বিশেষ এই ক্যাপ পরে খেলতে নামার অনুভূতি যে দারুণ আজ সেটা জানিয়েছেন মোস্তাফিজ। নিজের সামাজিক মাধ্যমে চেন্নাই সুপার কিংসের পেসার লিখেছেন, ‘পার্পল ক্যাপ পরে খেলতে নামার অনুভূতিটা সত্যি অন্যরকম। সতীর্থ এবং সমর্থকদের ভালোবাসায় আমি অভিভূত। এটা এমন এক বিশেষ অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারছি না।’
পার্পল ক্যাপটি পরে আরও দীর্ঘদিন খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন মোস্তাফিজ। ২৮ বছর বয়সী বাঁহাতি পেসার বলেছেন, ‘আমি চেষ্টা করব আরও দীর্ঘদিন এটা (পার্পল ক্যাপ) ধরে রাখার। আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। চির কৃতজ্ঞ।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে পারফরম্যান্সটা ভালো না হলেও এবারের আইপিএলে নতুন দলের হয়ে খেলতে নেমে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দেওয়ার ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশি পেসার।
বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়ার দিন একটা মাইলফলকও ছুঁয়েছেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের পর আইপিএলে ৫০ কিংবা তার বেশি উইকেট নেওয়া দ্বিতীয় বাংলাদেশি তিনি। দুর্দান্ত ছন্দটা দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছিলেন মোস্তাফিজ। গুজরাট টাইটানসের বিপক্ষে দলের টানা দ্বিতীয় জয়ের ম্যাচেও ২ উইকেট নেন ‘ফিজ’। সব মিলিয়ে ৬ উইকেটে ‘পার্পল ক্যাপ’ এখন তাঁর দখলে। ৫ উইকেট নিয়ে তাঁর পরেই আছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হারষিত রানা।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে