
ঘরের মাঠে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড নৈপুণ্য ব্যাটিংয়ে চার ফিফটিসহ ৬০.৫০ গড়ে ২৪২ রান করেন তখনকার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। পাশাপাশি ১৭.৬৬ গড়ে শিকার করেন ১২ উইকেট।
সেই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। যুব বিশ্বকাপের আলোচনা এলে তাই সামনের সারিতেই থাকেন এই অলরাউন্ডার। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন মিরাজ।
গত রাতে শেষ হয়েছে আরেকটি যুব বিশ্বকাপ। নিজের ইউটিউব চ্যানেলে যুব বিশ্বকাপের আলোচনায় সর্বকালের সেরা যুব বিশ্বকাপ একাদশ বেছে নেন আকাশ। একমাত্র ইংল্যান্ড থেকে দুইজন আছেন এই একাদশে। ওপেনিংয়ে বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজমকে রেখেছেন আকাশ। তিনে তাঁর পছন্দ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে।
চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন আকাশ। তাঁর পরেই আছেন আন্তর্জাতিক ক্রিকেট থিতু হতে না পারা সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। চান্দিমালের পর আকাশের সেরা একাদশে আছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এউইন মরগান। সাতে নামবেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।
একাদশে অলরাউন্ডার হিসেবে এর পরেই আছেন মিরাজ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে আকাশ বেছে নিয়েছেন ক্রিস ওকসকে। পেসার হিসেবে ব্যাটারদের পরীক্ষা নেবেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
আকাশ চোপড়ার সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশ:
বাবর আজম, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, দিনেশ চান্দিমাল, এউইন মরগান, শিমরন হেটমায়ার, মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদি।
মেহেদী হাসান মিরাজ সম্পর্কিত আরও পড়ুন:

ঘরের মাঠে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড নৈপুণ্য ব্যাটিংয়ে চার ফিফটিসহ ৬০.৫০ গড়ে ২৪২ রান করেন তখনকার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। পাশাপাশি ১৭.৬৬ গড়ে শিকার করেন ১২ উইকেট।
সেই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। যুব বিশ্বকাপের আলোচনা এলে তাই সামনের সারিতেই থাকেন এই অলরাউন্ডার। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন মিরাজ।
গত রাতে শেষ হয়েছে আরেকটি যুব বিশ্বকাপ। নিজের ইউটিউব চ্যানেলে যুব বিশ্বকাপের আলোচনায় সর্বকালের সেরা যুব বিশ্বকাপ একাদশ বেছে নেন আকাশ। একমাত্র ইংল্যান্ড থেকে দুইজন আছেন এই একাদশে। ওপেনিংয়ে বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজমকে রেখেছেন আকাশ। তিনে তাঁর পছন্দ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে।
চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন আকাশ। তাঁর পরেই আছেন আন্তর্জাতিক ক্রিকেট থিতু হতে না পারা সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। চান্দিমালের পর আকাশের সেরা একাদশে আছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এউইন মরগান। সাতে নামবেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।
একাদশে অলরাউন্ডার হিসেবে এর পরেই আছেন মিরাজ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে আকাশ বেছে নিয়েছেন ক্রিস ওকসকে। পেসার হিসেবে ব্যাটারদের পরীক্ষা নেবেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
আকাশ চোপড়ার সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশ:
বাবর আজম, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, দিনেশ চান্দিমাল, এউইন মরগান, শিমরন হেটমায়ার, মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদি।
মেহেদী হাসান মিরাজ সম্পর্কিত আরও পড়ুন:

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪ ঘণ্টা আগে