Ajker Patrika

হাসপাতালে বাংলাদেশি সমর্থক, ভারতীয় দর্শকদের বিরুদ্ধে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪৭
হাসপাতালে বাংলাদেশি সমর্থক, ভারতীয় দর্শকদের বিরুদ্ধে হামলার অভিযোগ

মিডিয়া স্ট্যান্ড লাগোয়া গ্যালারিতে বাংলাদেশি সমর্থক রবিউল ইসলাম রবি ‘টাইগার’ সেজে বাংলাদেশকে সমর্থন দিচ্ছিলেন ম্যাচ শুরুর সময় থেকে। তবে দুপুরের দিকে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রবি।

ঘটনার পর রবিকে পুলিশসহ সেচ্ছাসেবীরা উদ্ধার করেছেন। মিডিয়া ফটকের দায়িত্বে থাকা একাধিক পুলিশ জানিয়েছেন, তাঁরা রবির থেকে জানতে চেয়েছেন, কারা তাঁকে (রবি) মেরেছেন। কিন্তু তিনি তেমন কিছু বলেননি। চিকিৎসার জন্য রবিকে এরই মধ্যে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হামলার প্রসঙ্গে রবি আজকের পত্রিকাকে বলেছেন, ‘লাঞ্চের আগে তখন বৃষ্টি হচ্ছিল। গ্যালারি থেকে যখন ভেতরে গিয়েছি, আমাকে কয়েকজন ভারতীয় সমর্থক অনেক মারধর করেছে। বুকের পাঁজরে লেগেছে। আমি নিশ্বাস নিতে পারছি না। পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে।’  

এদিকে রবির এই আহত হওয়ার খবর ভারতীয় সংবাদমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবাই আহত হওয়ার ভিডিও শেয়ার দিচ্ছেন। কেউ একজন বলেছেন, ‘এ ঘটনায় ভারতীয় সমর্থকদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। এমনিতেই তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত