ক্রীড়া ডেস্ক

বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে এবার কাটতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।প্রস্তুতিপর্বের শুরুতেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ-স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ গতকাল হয়েছে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি(এলসিসিএ) গ্রাউন্ডে। এই ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতিরা ম্যাচটি জিতেছেন ৫১ বল হাতে রেখে।
লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন ৫৫ ও ৫২ রান। যেখানে ফ্রেজার অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতু মনি ২২ রানে নিয়েছেন ২ উইকেট। মারুফা আক্তার পেয়েছেন ১ উইকেট। তিনিও খরচ করেন ২২ রান।
জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৫ উইকেটে করে ২৫২ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন ফারজানা হক পিংকি। স্কটল্যান্ডের ক্লো অ্যাবেল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। আর কার্টার ৩৪ রানে পেয়েছেন ১ উইকেট।
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামে ৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:

বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে এবার কাটতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।প্রস্তুতিপর্বের শুরুতেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ-স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ গতকাল হয়েছে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি(এলসিসিএ) গ্রাউন্ডে। এই ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতিরা ম্যাচটি জিতেছেন ৫১ বল হাতে রেখে।
লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন ৫৫ ও ৫২ রান। যেখানে ফ্রেজার অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতু মনি ২২ রানে নিয়েছেন ২ উইকেট। মারুফা আক্তার পেয়েছেন ১ উইকেট। তিনিও খরচ করেন ২২ রান।
জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৫ উইকেটে করে ২৫২ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন ফারজানা হক পিংকি। স্কটল্যান্ডের ক্লো অ্যাবেল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। আর কার্টার ৩৪ রানে পেয়েছেন ১ উইকেট।
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামে ৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তাই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৬ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে