ক্রীড়া ডেস্ক

বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে এবার কাটতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।প্রস্তুতিপর্বের শুরুতেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ-স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ গতকাল হয়েছে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি(এলসিসিএ) গ্রাউন্ডে। এই ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতিরা ম্যাচটি জিতেছেন ৫১ বল হাতে রেখে।
লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন ৫৫ ও ৫২ রান। যেখানে ফ্রেজার অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতু মনি ২২ রানে নিয়েছেন ২ উইকেট। মারুফা আক্তার পেয়েছেন ১ উইকেট। তিনিও খরচ করেন ২২ রান।
জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৫ উইকেটে করে ২৫২ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন ফারজানা হক পিংকি। স্কটল্যান্ডের ক্লো অ্যাবেল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। আর কার্টার ৩৪ রানে পেয়েছেন ১ উইকেট।
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামে ৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:

বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে এবার কাটতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।প্রস্তুতিপর্বের শুরুতেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ-স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ গতকাল হয়েছে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি(এলসিসিএ) গ্রাউন্ডে। এই ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতিরা ম্যাচটি জিতেছেন ৫১ বল হাতে রেখে।
লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন ৫৫ ও ৫২ রান। যেখানে ফ্রেজার অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতু মনি ২২ রানে নিয়েছেন ২ উইকেট। মারুফা আক্তার পেয়েছেন ১ উইকেট। তিনিও খরচ করেন ২২ রান।
জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৫ উইকেটে করে ২৫২ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন ফারজানা হক পিংকি। স্কটল্যান্ডের ক্লো অ্যাবেল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। আর কার্টার ৩৪ রানে পেয়েছেন ১ উইকেট।
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামে ৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩০ মিনিট আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৪ ঘণ্টা আগে