Ajker Patrika

মোস্তাফিজদের হারে ক্ষুব্ধ পন্টিং ভেঙেছেন রিমোট

মোস্তাফিজদের হারে ক্ষুব্ধ পন্টিং ভেঙেছেন রিমোট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ১৫ রানে হেরেছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচে হার ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল নো বল বিতর্ক।

আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করে জরিমানাও গুনেছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় মাঠে আসা হয়নি প্রধান কোচ রিকি পন্টিংয়ের। হোটেল কক্ষে টিভিতে বসে খেলা দেখতে হয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি। দলের হারে প্রচণ্ড রেগে গিয়ে তিন-চারটি রিমোট ভেঙেছেন তিনি। 

দূর থেকে (আইসোলেশনে) শিষ্যদের হার দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পন্টিং বলেছেন, ‘খুব হতাশ হয়ে পড়েছিলাম। মনে হয় তিন-চারটি রিমোট আছাড় দিয়ে ভেঙেছি। কতগুলো বোতল যে রাগের চোটে দেওয়ালে ছুড়েছিলাম, তা বলতে পারব না। কোচ হিসেবে মাঠের মধ্যে কী হচ্ছে, তা ডাগআউটে বসে নিয়ন্ত্রণ করাই যথেষ্ট কঠিন। সেখানে যদি মাঠে উপস্থিত না থাকতে পারি, তাহলে তো বিরক্তির মাত্রা অনেকাংশে বেড়ে যায়।’ 

বাধ্যতামূলক আইসোলেশন শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন পন্টিং। আগামীকাল তাঁর দল লড়বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে না থাকলেও বন্দীদশা থেকে মুক্ত হয়ে খুশি তিনি, ‘শেষ পর্যন্ত বাইরে বেরোতে পেরে ভালো লাগছে।’

দলের কোথায় সমস্যা হচ্ছে, এখন সেটি খুঁজে বের করার চেষ্টায় পন্টিং, ‘ম্যাচের বেশির ভাগ সময় আমরা নিয়ন্ত্রণ করছি। নির্দিষ্ট দুই-তিন ওভারে গিয়ে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেটাই পার্থক্য গড়ে দিচ্ছে। ঠিক করেছিলাম মৌসুমের শুরুর দিকে অতিরিক্ত অনুশীলন করব না। কিন্তু এখন আমাদের ধারাবাহিকতা নেই। ছন্দ ফিরিয়ে আনা জরুরি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত