
শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে জিতে প্রশংসায় ভাসছিল পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্টে মুদ্রার উল্টো পিঠও দেখেছে তারা। লঙ্কানদের কাছে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারে বাবর আজমের দল। এমন বাজেভাবে হারার পেছনে দল নির্বাচন ভালো হয়নি বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি এতে বড় দায় দেখেন অধিনায়ক বাবরের।
লঙ্কানদের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও সিরিজ ড্র করেছে পাকিস্তান। টেস্ট দল নির্বাচন নিয়ে বাবরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছেন লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে এই সাবেক উইকেটরক্ষক বলেন, ‘কম লোকেই পারে মেধাবীদের চিনতে। মনে হয় এ ক্ষেত্রে আমরাও দেরি করেছি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় থেকে শাদাব খান দারুণ ফর্মে। এই মুহূর্তে দেশে ওর থেকে ভালো অলরাউন্ডার নেই বললে চলে। এ জন্যই জানতে চাই, কেন ওকে দলে সুযোগ দেওয়া হলো না। নির্বাচকদের সঙ্গে অধিনায়ক বাবরের কাছেও প্রশ্নটা রাখতে চাই।’
লঙ্কানদের বিপক্ষে হারের পেছনে পাকিস্তান দলের পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতিও দেখেন রশিদ। তিনি বলেন, ‘যখন আমাদের দেশেই প্রথম শ্রেণির ক্রিকেট চলে তখন কিনা আমরা শাদাবকে বাংলাদেশের লিগ খেলার অনুমতি দিই। এ কারণেই আমরা ভালো পরিকল্পনা করতে পারিনি। অনেকভাবে আমাদের ভালো স্পিনার নেই। সত্যিটা হচ্ছে, আমরা ভালো প্রস্তুতি নিইনি। এ মৌসুমে শাদাবকে সুযোগ দেওয়া উচিত ছিল। তাকে টেস্টে ফিরিয়ে আনা দরকার।’
গলের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ঘূর্ণিতে বিশাল রানে হারে পাকিস্তান। পাকিস্তানের ২০ উইকেটের ১৮টি নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। প্রভাত জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসরা দারুণ বোলিং করলেও পাক স্পিনাররা সেইভাবে সাফল্য পাননি। ইয়াসির শাহ, আগা সালমান ও মোহাম্মদ নওয়াজ শ্রীলঙ্কার ব্যাটারদের একেবারেই চাপে ফেলতে পারেনি। এমন অবস্থায় স্পিনার শাদাব খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রশিদ। তাঁর স্পষ্ট বক্তব্য পাকিস্তানি স্পিনাররা এই সফরের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে জিতে প্রশংসায় ভাসছিল পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্টে মুদ্রার উল্টো পিঠও দেখেছে তারা। লঙ্কানদের কাছে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারে বাবর আজমের দল। এমন বাজেভাবে হারার পেছনে দল নির্বাচন ভালো হয়নি বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি এতে বড় দায় দেখেন অধিনায়ক বাবরের।
লঙ্কানদের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও সিরিজ ড্র করেছে পাকিস্তান। টেস্ট দল নির্বাচন নিয়ে বাবরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছেন লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে এই সাবেক উইকেটরক্ষক বলেন, ‘কম লোকেই পারে মেধাবীদের চিনতে। মনে হয় এ ক্ষেত্রে আমরাও দেরি করেছি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় থেকে শাদাব খান দারুণ ফর্মে। এই মুহূর্তে দেশে ওর থেকে ভালো অলরাউন্ডার নেই বললে চলে। এ জন্যই জানতে চাই, কেন ওকে দলে সুযোগ দেওয়া হলো না। নির্বাচকদের সঙ্গে অধিনায়ক বাবরের কাছেও প্রশ্নটা রাখতে চাই।’
লঙ্কানদের বিপক্ষে হারের পেছনে পাকিস্তান দলের পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতিও দেখেন রশিদ। তিনি বলেন, ‘যখন আমাদের দেশেই প্রথম শ্রেণির ক্রিকেট চলে তখন কিনা আমরা শাদাবকে বাংলাদেশের লিগ খেলার অনুমতি দিই। এ কারণেই আমরা ভালো পরিকল্পনা করতে পারিনি। অনেকভাবে আমাদের ভালো স্পিনার নেই। সত্যিটা হচ্ছে, আমরা ভালো প্রস্তুতি নিইনি। এ মৌসুমে শাদাবকে সুযোগ দেওয়া উচিত ছিল। তাকে টেস্টে ফিরিয়ে আনা দরকার।’
গলের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ঘূর্ণিতে বিশাল রানে হারে পাকিস্তান। পাকিস্তানের ২০ উইকেটের ১৮টি নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। প্রভাত জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসরা দারুণ বোলিং করলেও পাক স্পিনাররা সেইভাবে সাফল্য পাননি। ইয়াসির শাহ, আগা সালমান ও মোহাম্মদ নওয়াজ শ্রীলঙ্কার ব্যাটারদের একেবারেই চাপে ফেলতে পারেনি। এমন অবস্থায় স্পিনার শাদাব খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রশিদ। তাঁর স্পষ্ট বক্তব্য পাকিস্তানি স্পিনাররা এই সফরের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়নি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে