নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। ব্যাটিং অনুশীলনের সময় বাঁ পাশের পেটের মাংসপেশিতে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর আর খেলতে নামেননি তিনি। তখন থেকে যে শুরু হয়েছে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া, সেটা এখনো চলছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ছয় ম্যাচের একটাতেও খেলতে পারেননি লিটন। এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে লিটনের না খেলার সম্ভাবনাই বেশি। লিটন আজ তাঁর আঘাতপ্রাপ্ত স্থানে এমআরআই করিয়েছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
লিটনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, শিগগিরই লিটনের ব্যাপারে আপডেটেড তথ্য চলে যাবে নির্বাচকদের কাছে। দেবাশিষ বলেছেন, ‘লিটনের মাংসপেশির চোট মূলত সেরে গেছে। আজ বা কাল এমআরআই করবেন, এটা নিয়মিত প্রক্রিয়ার অংশ—পুনর্বাসনে কত দূর এগিয়েছে তা বোঝার জন্য। কাল হয়তো নির্বাচকদের কাছে আমরা তার বিষয়ে প্রতিবেদন দেব। লিটন এখনো ব্যাটিং শুরু করেনি। কয়েকটি রানিং সেশন হয়েছে। আরও কয়েকটি হবে। এরপর ফিটনেস ট্রেইনার ও এমআরআই রিপোর্ট দেখেই জানা যাবে, তারপর কী করা হবে।’
বাংলাদেশ দল বর্তমানে আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তানের বিপক্ষে। সিরিজ শেষে আগামীকাল বিকেল ও রাতে দুই দফায় মেহেদী হাসান মিরাজ-জাকের আলী অনিকরা ঢাকায় ফিরবেন। একই দিন ওয়েস্ট ইন্ডিজও দুইটি ভিন্ন ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে ওয়ানডে সিরিজ খেলতে।
বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা হতে পারে পরশু। ১৮, ২১ ও ২৩ অক্টোবর তিনটি ওয়ানডে হবে মিরপুরে।
ওয়ানডে সিরিজ শেষে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্তর মতে ওয়ানডে সিরিজে লিটন না থাকলেও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে পারেন তিনি। শান্ত বলেন, ‘লিটন আজ এমআরআই করাতে গিয়েছে। রিপোর্ট আসার পর চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন। এখনও ব্যাটিং শুরু করেনি। পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। সম্ভবত আরও কিছুদিন লাগবে তার মাঠে ফিরতে। আমরা যতটুকু জানি, ওয়ানডে সিরিজে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো টি-টোয়েন্টি দিয়েই ফিরবে।’
লিটন টি-টোয়েন্টিতে ফিরলে অধিনায়ক হয়েই ফিরবেন। কারণ, এ বছরের মে মাসে তাঁকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি এই সংস্করণে অধিনায়ক থাকবেন।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। ব্যাটিং অনুশীলনের সময় বাঁ পাশের পেটের মাংসপেশিতে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর আর খেলতে নামেননি তিনি। তখন থেকে যে শুরু হয়েছে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া, সেটা এখনো চলছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ছয় ম্যাচের একটাতেও খেলতে পারেননি লিটন। এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে লিটনের না খেলার সম্ভাবনাই বেশি। লিটন আজ তাঁর আঘাতপ্রাপ্ত স্থানে এমআরআই করিয়েছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
লিটনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, শিগগিরই লিটনের ব্যাপারে আপডেটেড তথ্য চলে যাবে নির্বাচকদের কাছে। দেবাশিষ বলেছেন, ‘লিটনের মাংসপেশির চোট মূলত সেরে গেছে। আজ বা কাল এমআরআই করবেন, এটা নিয়মিত প্রক্রিয়ার অংশ—পুনর্বাসনে কত দূর এগিয়েছে তা বোঝার জন্য। কাল হয়তো নির্বাচকদের কাছে আমরা তার বিষয়ে প্রতিবেদন দেব। লিটন এখনো ব্যাটিং শুরু করেনি। কয়েকটি রানিং সেশন হয়েছে। আরও কয়েকটি হবে। এরপর ফিটনেস ট্রেইনার ও এমআরআই রিপোর্ট দেখেই জানা যাবে, তারপর কী করা হবে।’
বাংলাদেশ দল বর্তমানে আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তানের বিপক্ষে। সিরিজ শেষে আগামীকাল বিকেল ও রাতে দুই দফায় মেহেদী হাসান মিরাজ-জাকের আলী অনিকরা ঢাকায় ফিরবেন। একই দিন ওয়েস্ট ইন্ডিজও দুইটি ভিন্ন ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে ওয়ানডে সিরিজ খেলতে।
বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা হতে পারে পরশু। ১৮, ২১ ও ২৩ অক্টোবর তিনটি ওয়ানডে হবে মিরপুরে।
ওয়ানডে সিরিজ শেষে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্তর মতে ওয়ানডে সিরিজে লিটন না থাকলেও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে পারেন তিনি। শান্ত বলেন, ‘লিটন আজ এমআরআই করাতে গিয়েছে। রিপোর্ট আসার পর চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন। এখনও ব্যাটিং শুরু করেনি। পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। সম্ভবত আরও কিছুদিন লাগবে তার মাঠে ফিরতে। আমরা যতটুকু জানি, ওয়ানডে সিরিজে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো টি-টোয়েন্টি দিয়েই ফিরবে।’
লিটন টি-টোয়েন্টিতে ফিরলে অধিনায়ক হয়েই ফিরবেন। কারণ, এ বছরের মে মাসে তাঁকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি এই সংস্করণে অধিনায়ক থাকবেন।

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
১৯ মিনিট আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
৩ ঘণ্টা আগে