
তিন দিনে ম্যাচ শেষ হওয়াই যেন এবারের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের একমাত্র পরিণতি। নাগপুর-দিল্লির মতো ইন্দোরে এবার তৃতীয় টেস্ট ম্যাচও শেষ হয়েছে তিন দিনে। এবার ভারতকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দুই ম্যাচ হারের প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
৭৬ রানের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই সফরকারীরা হারায় প্রথম উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে উসমান খাজাকে শ্রীকর ভরতের কটবিহাইন্ড করেন রবিচন্দ্রণ অশ্বিন। দ্বিতীয় বলে উইকেট তুলে নেওয়ায় ভারতীয় সমর্থকেরা হয়তো কিছুটা হলেও জয়ের আশা করছিলেন। যেখানে এই সিরিজে তাসের ঘরের মতো ইনিংস ভেঙে পড়া ছিল নিয়মিত চিত্র। তবে স্বাগতিকদের ভুল প্রমাণ করলেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। ইন্দোরে আজ ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার এই দুই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় উইকেটে হেড ও মারনাস লাবুশেনের ১১১ বলে ৭৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন হেড ও লাবুশেন। ১৯তম ওভারের পঞ্চম বলে অশ্বিনকে মিড অন দিয়ে চার মেরে অস্ট্রেলিয়ার ৯ উইকেটের জয় নিশ্চিত করেন হেড। ২০১৭-এর পর ভারতের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের স্বাদ পাইয়ে দেন এই বাঁহাতি ব্যাটার। ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন হেড।
ম্যাচ-সেরা হয়েছেন নাথান লায়ন। ৯৯ রানে ১১ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাট কুহনেমান, লায়নের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৬ রানে অলআউট হয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসে ভারতকে তো একাই বিধ্বস্ত করেন লায়ন। ৬৪ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। ৮৭ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬৩ রানে। স্বাগতিকদের ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন চেতেশ্বর পূজারা।

তিন দিনে ম্যাচ শেষ হওয়াই যেন এবারের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের একমাত্র পরিণতি। নাগপুর-দিল্লির মতো ইন্দোরে এবার তৃতীয় টেস্ট ম্যাচও শেষ হয়েছে তিন দিনে। এবার ভারতকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দুই ম্যাচ হারের প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
৭৬ রানের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই সফরকারীরা হারায় প্রথম উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে উসমান খাজাকে শ্রীকর ভরতের কটবিহাইন্ড করেন রবিচন্দ্রণ অশ্বিন। দ্বিতীয় বলে উইকেট তুলে নেওয়ায় ভারতীয় সমর্থকেরা হয়তো কিছুটা হলেও জয়ের আশা করছিলেন। যেখানে এই সিরিজে তাসের ঘরের মতো ইনিংস ভেঙে পড়া ছিল নিয়মিত চিত্র। তবে স্বাগতিকদের ভুল প্রমাণ করলেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। ইন্দোরে আজ ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার এই দুই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় উইকেটে হেড ও মারনাস লাবুশেনের ১১১ বলে ৭৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন হেড ও লাবুশেন। ১৯তম ওভারের পঞ্চম বলে অশ্বিনকে মিড অন দিয়ে চার মেরে অস্ট্রেলিয়ার ৯ উইকেটের জয় নিশ্চিত করেন হেড। ২০১৭-এর পর ভারতের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের স্বাদ পাইয়ে দেন এই বাঁহাতি ব্যাটার। ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন হেড।
ম্যাচ-সেরা হয়েছেন নাথান লায়ন। ৯৯ রানে ১১ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাট কুহনেমান, লায়নের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৬ রানে অলআউট হয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসে ভারতকে তো একাই বিধ্বস্ত করেন লায়ন। ৬৪ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। ৮৭ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬৩ রানে। স্বাগতিকদের ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন চেতেশ্বর পূজারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে