
তিন দিনে ম্যাচ শেষ হওয়াই যেন এবারের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের একমাত্র পরিণতি। নাগপুর-দিল্লির মতো ইন্দোরে এবার তৃতীয় টেস্ট ম্যাচও শেষ হয়েছে তিন দিনে। এবার ভারতকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দুই ম্যাচ হারের প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
৭৬ রানের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই সফরকারীরা হারায় প্রথম উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে উসমান খাজাকে শ্রীকর ভরতের কটবিহাইন্ড করেন রবিচন্দ্রণ অশ্বিন। দ্বিতীয় বলে উইকেট তুলে নেওয়ায় ভারতীয় সমর্থকেরা হয়তো কিছুটা হলেও জয়ের আশা করছিলেন। যেখানে এই সিরিজে তাসের ঘরের মতো ইনিংস ভেঙে পড়া ছিল নিয়মিত চিত্র। তবে স্বাগতিকদের ভুল প্রমাণ করলেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। ইন্দোরে আজ ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার এই দুই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় উইকেটে হেড ও মারনাস লাবুশেনের ১১১ বলে ৭৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন হেড ও লাবুশেন। ১৯তম ওভারের পঞ্চম বলে অশ্বিনকে মিড অন দিয়ে চার মেরে অস্ট্রেলিয়ার ৯ উইকেটের জয় নিশ্চিত করেন হেড। ২০১৭-এর পর ভারতের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের স্বাদ পাইয়ে দেন এই বাঁহাতি ব্যাটার। ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন হেড।
ম্যাচ-সেরা হয়েছেন নাথান লায়ন। ৯৯ রানে ১১ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাট কুহনেমান, লায়নের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৬ রানে অলআউট হয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসে ভারতকে তো একাই বিধ্বস্ত করেন লায়ন। ৬৪ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। ৮৭ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬৩ রানে। স্বাগতিকদের ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন চেতেশ্বর পূজারা।

তিন দিনে ম্যাচ শেষ হওয়াই যেন এবারের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের একমাত্র পরিণতি। নাগপুর-দিল্লির মতো ইন্দোরে এবার তৃতীয় টেস্ট ম্যাচও শেষ হয়েছে তিন দিনে। এবার ভারতকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দুই ম্যাচ হারের প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
৭৬ রানের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই সফরকারীরা হারায় প্রথম উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে উসমান খাজাকে শ্রীকর ভরতের কটবিহাইন্ড করেন রবিচন্দ্রণ অশ্বিন। দ্বিতীয় বলে উইকেট তুলে নেওয়ায় ভারতীয় সমর্থকেরা হয়তো কিছুটা হলেও জয়ের আশা করছিলেন। যেখানে এই সিরিজে তাসের ঘরের মতো ইনিংস ভেঙে পড়া ছিল নিয়মিত চিত্র। তবে স্বাগতিকদের ভুল প্রমাণ করলেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। ইন্দোরে আজ ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার এই দুই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় উইকেটে হেড ও মারনাস লাবুশেনের ১১১ বলে ৭৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন হেড ও লাবুশেন। ১৯তম ওভারের পঞ্চম বলে অশ্বিনকে মিড অন দিয়ে চার মেরে অস্ট্রেলিয়ার ৯ উইকেটের জয় নিশ্চিত করেন হেড। ২০১৭-এর পর ভারতের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের স্বাদ পাইয়ে দেন এই বাঁহাতি ব্যাটার। ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন হেড।
ম্যাচ-সেরা হয়েছেন নাথান লায়ন। ৯৯ রানে ১১ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাট কুহনেমান, লায়নের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৬ রানে অলআউট হয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসে ভারতকে তো একাই বিধ্বস্ত করেন লায়ন। ৬৪ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। ৮৭ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬৩ রানে। স্বাগতিকদের ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন চেতেশ্বর পূজারা।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
২৫ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৫ ঘণ্টা আগে