ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে লড়ছে সাবেক দুই চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। দুর্দান্ত ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দলকে ১৯৩ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে ধোনির চেন্নাই।
সাকিবকে দিয়ে ইনিংসের শুরু করে কলকাতা। প্রথম ওভারে ৬ রান দিয়ে আস্থার প্রতিদানও দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। দ্বিতীয় ওভারে এসে শিবম মাভিও ৩ রান দিলে কলকাতার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াকে ইতিবাচকই মনে হচ্ছিল। তৃতীয় ওভারে আবারও সাকিব। ওভারের প্রথম বলেই স্টাম্পড হয়ে ফিরে যেতে পারতেন ফাফ ডু প্লেসি। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি দিনেশ কার্তিক। কার্তিকের এই ভুলটাই যেন কাল হয়ে দাঁড়াল!
জীবন পেয়ে ডু প্লেসি পরের দুই বলে টানা চার-ছয় হাঁকিয়ে খোলস ছেড়ে বের হন। আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও চালিয়ে খেলতে শুরু করেন। তাঁদের উদ্বোধনী জুটি ভাঙে ৬১ রানে রুতুরাজ (৩২) নারিনের বলে লং অফে মাভির হাতে ক্যাচ দিলে। রুতুরাজ আউট হলে উইকেট আসা রবিন উথাপ্পাকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডু প্লেসি। দলীয় ১২৪ রানে ১৫ বলে ৩১ রান করা উথাপ্পা নারিনকে রিভার্স সুইপ করে এলবিডব্লু না হলে কলকাতার বোলারদের আরও ভুগতে হতো!
বাকি কাজটা সারেন উইকেটে থাকা ডু প্লেসি আর মঈন আলী। কলকাতার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে শেষ ৫ ওভারে তোলেন ৬১ রান। ২ রানে জীবন পাওয়া ডু প্লেসি থামেন ইনিংসের শেষ বলে ৮৬ রান করে। ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন মঈন। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯২ রানের সংগ্রহ পায় চেন্নাই।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে