ক্রীড়া ডেস্ক

প্রথম ওয়ানডেতে অফ স্টাম্পের বাইরের বল দ্বিধা থরথর মনে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভস বন্দী হয়েছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে ১৯ রান করেছিলেন বাংলাদেশি ওপেনার। তবে আজ আরও বাজে শট খেলে আউট হলেন তিনি।
জেইডেন সিলসের লেংন্থের বল ফ্রন্ট ফুটে ভর দিয়ে অন ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য (২)। এরপর বাজে শট খেলে দলের বিপদ আরও বাড়ান লিটন দাস (৪), সেটিও সিলসের বলে। বাংলাদেশের স্কোর তখন—৪১/২। ধাক্কা সামলে ওঠার আগে আরেক ধাক্কা।
সেই সিলসের বলে বোল্ড মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক অফ স্টাম্পের বল ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু উঁচিয়ে ধরা ব্যাটের কানা ছুঁয়ে বল লাগে স্টাম্পে। সতীর্থদের যাওয়া আসার মিছিলে সামিল হয়েছেন তানজিদ হাসান তামিমও। বড় ইনিংস খেলার আশা জাগালেও জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ ওপেনার। ৩৩ বলে ৪ ছয় ও ২ ছয়ে ৪৬ রান করেন তামিম।
এরপর আফিফ হোসেনকে (২৪) নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ষষ্ঠ উইকেটে ৩৬ রানের জুটি ভাঙেন গুড়াকেশ মোতি। দলীয় ১০০ রানের মাথায় উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন আফিফ। স্কোরবোর্ডে আর ৪ রান জমা পড়তেই বিদায় নেন উইকেটরক্ষক জাকের আলী অনিকও। স্পিনার মোতির বল লাগে তাঁর ব্যাটে। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের (৩)
সেন্ট কিটসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২২.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে বাংলাদেশ। রিশাদ হোসেনকে (০) ব্যাটিংয়ে আছেন মাহমুদউল্লাহ (০)। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

প্রথম ওয়ানডেতে অফ স্টাম্পের বাইরের বল দ্বিধা থরথর মনে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভস বন্দী হয়েছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে ১৯ রান করেছিলেন বাংলাদেশি ওপেনার। তবে আজ আরও বাজে শট খেলে আউট হলেন তিনি।
জেইডেন সিলসের লেংন্থের বল ফ্রন্ট ফুটে ভর দিয়ে অন ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য (২)। এরপর বাজে শট খেলে দলের বিপদ আরও বাড়ান লিটন দাস (৪), সেটিও সিলসের বলে। বাংলাদেশের স্কোর তখন—৪১/২। ধাক্কা সামলে ওঠার আগে আরেক ধাক্কা।
সেই সিলসের বলে বোল্ড মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক অফ স্টাম্পের বল ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু উঁচিয়ে ধরা ব্যাটের কানা ছুঁয়ে বল লাগে স্টাম্পে। সতীর্থদের যাওয়া আসার মিছিলে সামিল হয়েছেন তানজিদ হাসান তামিমও। বড় ইনিংস খেলার আশা জাগালেও জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ ওপেনার। ৩৩ বলে ৪ ছয় ও ২ ছয়ে ৪৬ রান করেন তামিম।
এরপর আফিফ হোসেনকে (২৪) নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ষষ্ঠ উইকেটে ৩৬ রানের জুটি ভাঙেন গুড়াকেশ মোতি। দলীয় ১০০ রানের মাথায় উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন আফিফ। স্কোরবোর্ডে আর ৪ রান জমা পড়তেই বিদায় নেন উইকেটরক্ষক জাকের আলী অনিকও। স্পিনার মোতির বল লাগে তাঁর ব্যাটে। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের (৩)
সেন্ট কিটসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২২.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে বাংলাদেশ। রিশাদ হোসেনকে (০) ব্যাটিংয়ে আছেন মাহমুদউল্লাহ (০)। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে