ক্রীড়া ডেস্ক
দুই মাসের লম্বা টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগ পর্বেই প্রত্যেক দলকে ১৪টি করে ম্যাচ খেলতে হবে। এই লম্বা প্রতিযোগিতায় একটি ম্যাচ শেষে পরের ম্যাচের জন্য সতেজ অবস্থায় ফিরে আসার জন্য বেশি সময় পান না ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে ম্যাচের সতেজ থাকতে নতুন পদ্ধতি নিয়েছে পাঞ্জাব কিংস। নরওয়ের ফুটবলার আর্লিং হালান্ডের সূত্রই যেন ব্যবহার করছেন শ্রেয়াস আয়ারেরা।
হালান্ড মোটামুটি চোট প্রবণই। ছোট ক্যারিয়ারে এরই মধ্যে অনেক বার চোট তাঁকে ধাক্কা দিয়েছে। তাই ফিট থাকতে ‘নরমাটেক’ পদ্ধতির সাহায্য নেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। এটি একটি বিশেষ পদ্ধতি, যেখানে রক্ত সঞ্চালন দ্রুত উন্নত হয়। তা ছাড়া পেশি ফুলে থাকলে বা শরীরে ক্লান্তি ভাব থাকলে তা দ্রুত কমে যায়। অর্থাৎ ম্যাচের ধকল সামলাতে এই পদ্ধতি খুব কার্যকরী। হালান্ডের দেখাদেখি পাঞ্জাবের ক্রিকেটারেরাও সেই পদ্ধতি শুরু করেছেন।
পাঞ্জাবের স্পোর্টস ফিজিওথেরাপিস্টের দায়িত্বে আছেন অ্যান্ড্রু লিপাস। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের ভূমিকায় রয়েছেন আদ্রিয়ান লে রুক্স। তাঁরা জানিয়েছেন, কীভাবে পাঞ্জাবের ক্রিকেটারেরা সতেজ ও ফিট হয়ে ওঠেন ম্যাচের পর। লিপাস বলেন, ‘অনেকে খেলা শেষে ড্রেসিংরুমে বরফজলে গোসল করে। যদি কোনো ক্রিকেটারের হালকা চোট থাকে তা হলে তারা হোটেলে ফিরে আইসিং কম্প্রেসন ট্রিটমেন্ট করে। কিছু ক্রিকেটার নরমাটেক পদ্ধতি কাজে লাগায়। তবে আমরা কাউকে জোর করি না। ক্রিকেটারেরা যেটা ভালো মনে করে সেটাই করে।’
তবে অধিনায়ক শ্রেয়াস নিজেকে সতেজ রাখতে সবচেয়ে বেশি পরিশ্রম করেন বলে জানিয়েছেন লিপাস। তিনি বলেন, ‘শ্রেয়াস প্রচুর পরিশ্রম করে। ও নিজের ফিটনেসের দিকে নজর দেয়। ম্যাচের পর ও নরমাটেক পদ্ধতি ব্যবহার করে। আর কেউ করুক না করুক, সে ওই পদ্ধতিতে নিজেকে স্বতঃস্ফূর্ত করবেই। পাশাপাশি নিজের পুষ্টি ও ডায়েটের দিকেও নজর রাখে। দলের কিছু তরুণ ক্রিকেটারকেও ও জোর করে নিজের মতো ফিট করার চেষ্টা করছে।’
সবশেষ কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়াস। এবার তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে ২৬ কোটি ৭৫ লাখ টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব কিংস। অধিনায়ক করা হয়েছে। চারটি ম্যাচ খেলে তিনটি জিতেছে পাঞ্জাব।
দুই মাসের লম্বা টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগ পর্বেই প্রত্যেক দলকে ১৪টি করে ম্যাচ খেলতে হবে। এই লম্বা প্রতিযোগিতায় একটি ম্যাচ শেষে পরের ম্যাচের জন্য সতেজ অবস্থায় ফিরে আসার জন্য বেশি সময় পান না ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে ম্যাচের সতেজ থাকতে নতুন পদ্ধতি নিয়েছে পাঞ্জাব কিংস। নরওয়ের ফুটবলার আর্লিং হালান্ডের সূত্রই যেন ব্যবহার করছেন শ্রেয়াস আয়ারেরা।
হালান্ড মোটামুটি চোট প্রবণই। ছোট ক্যারিয়ারে এরই মধ্যে অনেক বার চোট তাঁকে ধাক্কা দিয়েছে। তাই ফিট থাকতে ‘নরমাটেক’ পদ্ধতির সাহায্য নেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। এটি একটি বিশেষ পদ্ধতি, যেখানে রক্ত সঞ্চালন দ্রুত উন্নত হয়। তা ছাড়া পেশি ফুলে থাকলে বা শরীরে ক্লান্তি ভাব থাকলে তা দ্রুত কমে যায়। অর্থাৎ ম্যাচের ধকল সামলাতে এই পদ্ধতি খুব কার্যকরী। হালান্ডের দেখাদেখি পাঞ্জাবের ক্রিকেটারেরাও সেই পদ্ধতি শুরু করেছেন।
পাঞ্জাবের স্পোর্টস ফিজিওথেরাপিস্টের দায়িত্বে আছেন অ্যান্ড্রু লিপাস। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের ভূমিকায় রয়েছেন আদ্রিয়ান লে রুক্স। তাঁরা জানিয়েছেন, কীভাবে পাঞ্জাবের ক্রিকেটারেরা সতেজ ও ফিট হয়ে ওঠেন ম্যাচের পর। লিপাস বলেন, ‘অনেকে খেলা শেষে ড্রেসিংরুমে বরফজলে গোসল করে। যদি কোনো ক্রিকেটারের হালকা চোট থাকে তা হলে তারা হোটেলে ফিরে আইসিং কম্প্রেসন ট্রিটমেন্ট করে। কিছু ক্রিকেটার নরমাটেক পদ্ধতি কাজে লাগায়। তবে আমরা কাউকে জোর করি না। ক্রিকেটারেরা যেটা ভালো মনে করে সেটাই করে।’
তবে অধিনায়ক শ্রেয়াস নিজেকে সতেজ রাখতে সবচেয়ে বেশি পরিশ্রম করেন বলে জানিয়েছেন লিপাস। তিনি বলেন, ‘শ্রেয়াস প্রচুর পরিশ্রম করে। ও নিজের ফিটনেসের দিকে নজর দেয়। ম্যাচের পর ও নরমাটেক পদ্ধতি ব্যবহার করে। আর কেউ করুক না করুক, সে ওই পদ্ধতিতে নিজেকে স্বতঃস্ফূর্ত করবেই। পাশাপাশি নিজের পুষ্টি ও ডায়েটের দিকেও নজর রাখে। দলের কিছু তরুণ ক্রিকেটারকেও ও জোর করে নিজের মতো ফিট করার চেষ্টা করছে।’
সবশেষ কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়াস। এবার তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে ২৬ কোটি ৭৫ লাখ টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব কিংস। অধিনায়ক করা হয়েছে। চারটি ম্যাচ খেলে তিনটি জিতেছে পাঞ্জাব।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৪ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
৫ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৬ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৭ ঘণ্টা আগে