আজকের পত্রিকা ডেস্ক

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের মাঝেই কিছুটা দেরি করে ম্যাচ খেলতে এসেছে দুর্বার রাজশাহী। তবে তাদের সঙ্গে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। পরে রাজশাহীর একাদশে সত্যি সত্যি ছিল না কোনো বিদেশি ক্রিকেটার।
সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর বিশেষ অনুরোধে টুর্নামেন্টের বৃহৎ স্বার্থে বিশেষ বিবেচনায় নাকি তারা বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলতে দিয়েছে। বিপিএল শুরুর পর থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণ দেখিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আজ বিকেলে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী দলের আচরণে আমরা অত্যন্ত বিব্রত। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, যথাযথভাবে দল পরিচালনা করবে। কিন্তু তারা তা ভঙ্গ করেছে। এতে বিপিএল ও দেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা তাদের বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সীমা অতিক্রম করেছে বলে মনে করেন মিঠু, ‘চুক্তিতে সব স্পষ্টভাবে উল্লেখ ছিল। এমন আচরণ মেনে নেওয়া যায় না। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সীমা অতিক্রম করছে। সমস্যার সমাধানে আমরা আলোচনা করেছি, তবে চুক্তির শর্ত না মানার ঘটনাগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। সবকিছুর একটা সীমা আছে, যা তারা বারবার লঙ্ঘন করছে।’
আজ সারা দিনই আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। ম্যাচ বয়কটেরও দিয়েছিল ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত রাজশাহী ম্যাচ খেললেও বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন।
আরও পড়ুন:

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের মাঝেই কিছুটা দেরি করে ম্যাচ খেলতে এসেছে দুর্বার রাজশাহী। তবে তাদের সঙ্গে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। পরে রাজশাহীর একাদশে সত্যি সত্যি ছিল না কোনো বিদেশি ক্রিকেটার।
সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর বিশেষ অনুরোধে টুর্নামেন্টের বৃহৎ স্বার্থে বিশেষ বিবেচনায় নাকি তারা বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলতে দিয়েছে। বিপিএল শুরুর পর থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণ দেখিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আজ বিকেলে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী দলের আচরণে আমরা অত্যন্ত বিব্রত। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, যথাযথভাবে দল পরিচালনা করবে। কিন্তু তারা তা ভঙ্গ করেছে। এতে বিপিএল ও দেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা তাদের বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সীমা অতিক্রম করেছে বলে মনে করেন মিঠু, ‘চুক্তিতে সব স্পষ্টভাবে উল্লেখ ছিল। এমন আচরণ মেনে নেওয়া যায় না। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সীমা অতিক্রম করছে। সমস্যার সমাধানে আমরা আলোচনা করেছি, তবে চুক্তির শর্ত না মানার ঘটনাগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। সবকিছুর একটা সীমা আছে, যা তারা বারবার লঙ্ঘন করছে।’
আজ সারা দিনই আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। ম্যাচ বয়কটেরও দিয়েছিল ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত রাজশাহী ম্যাচ খেললেও বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
৪২ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে