আজকের পত্রিকা ডেস্ক

হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকাল সকাল দেখা গেল ক্রিকেটারদের ব্যাগপত্তর। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন।
বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
মালিকপক্ষ একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ঘন ঘন নতুন তারিখ ঘোষণা করলেও দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যায়নি। রাজশাহী দলীয় সূত্রে জানায়, পারিশ্রমিক বিষয়ে দ্রুত সমাধান না হলে ম্যাচ খেলতে না নামার মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। তাঁরা জানিয়েছেন, পারিশ্রমিকের বাকি অংশ এবং ১২ দিনের দৈনিক ভাতা (ডিএ) না দেওয়া পর্যন্ত মাঠে নামবেন না। আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহীর ম্যাচ। এই পরিস্থিতিতে ম্যাচটির পাশেই প্রশ্নবোধক চিহ্ন বসে যাচ্ছে!
বিপিএলের চট্টগ্রাম-পর্বের শুরুতেই দলের ক্রিকেটারদের অনুশীলন বয়কটের ঘটনা ছড়িয়ে পড়লে মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার পর ২৫% পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সেই পারিশ্রমিকের একটা অংশ চেকের মাধ্যমে দেওয়ার পর চেক ব্যাংকে বাউন্স করে। এতে ক্রিকেটারদের ক্ষোভ আরও বেড়ে যায়।
রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’

আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
রাজশাহী দলের এক স্থানীয় ক্রিকেটারও তাঁর হতাশা প্রকাশ করে বলেন, ‘এই দলে খেলতে এসে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছি। পরিবার বলছে, আর খেলার দরকার নেই, চলে এস। এখন আমি শুধু অপেক্ষা করছি বিপিএল শেষ হওয়ার। এমন দলে খেলে মানসম্মান নিয়ে টানাটানি! বকেয়া পাওয়া যায় না, ভালো খেলার উৎসাহ যেন হারিয়ে যায়।’
আজ মিরপুরে রাজশাহীর মুখোমুখি হওয়ার কথা রংপুর রাইডার্সের। সন্ধ্যায় ম্যাচের আগে কী সমাধান হয় সেটিই দেখার। না হলে নতুন কোনো অভাবিত ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না! কারণ, দলটির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সমস্যার সমাধান না হলে রাজশাহী মাঠেই নামবে না!

হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকাল সকাল দেখা গেল ক্রিকেটারদের ব্যাগপত্তর। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন।
বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
মালিকপক্ষ একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ঘন ঘন নতুন তারিখ ঘোষণা করলেও দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যায়নি। রাজশাহী দলীয় সূত্রে জানায়, পারিশ্রমিক বিষয়ে দ্রুত সমাধান না হলে ম্যাচ খেলতে না নামার মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। তাঁরা জানিয়েছেন, পারিশ্রমিকের বাকি অংশ এবং ১২ দিনের দৈনিক ভাতা (ডিএ) না দেওয়া পর্যন্ত মাঠে নামবেন না। আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহীর ম্যাচ। এই পরিস্থিতিতে ম্যাচটির পাশেই প্রশ্নবোধক চিহ্ন বসে যাচ্ছে!
বিপিএলের চট্টগ্রাম-পর্বের শুরুতেই দলের ক্রিকেটারদের অনুশীলন বয়কটের ঘটনা ছড়িয়ে পড়লে মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার পর ২৫% পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সেই পারিশ্রমিকের একটা অংশ চেকের মাধ্যমে দেওয়ার পর চেক ব্যাংকে বাউন্স করে। এতে ক্রিকেটারদের ক্ষোভ আরও বেড়ে যায়।
রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’

আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
রাজশাহী দলের এক স্থানীয় ক্রিকেটারও তাঁর হতাশা প্রকাশ করে বলেন, ‘এই দলে খেলতে এসে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছি। পরিবার বলছে, আর খেলার দরকার নেই, চলে এস। এখন আমি শুধু অপেক্ষা করছি বিপিএল শেষ হওয়ার। এমন দলে খেলে মানসম্মান নিয়ে টানাটানি! বকেয়া পাওয়া যায় না, ভালো খেলার উৎসাহ যেন হারিয়ে যায়।’
আজ মিরপুরে রাজশাহীর মুখোমুখি হওয়ার কথা রংপুর রাইডার্সের। সন্ধ্যায় ম্যাচের আগে কী সমাধান হয় সেটিই দেখার। না হলে নতুন কোনো অভাবিত ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না! কারণ, দলটির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সমস্যার সমাধান না হলে রাজশাহী মাঠেই নামবে না!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে