আজকের পত্রিকা ডেস্ক

হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকাল সকাল দেখা গেল ক্রিকেটারদের ব্যাগপত্তর। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন।
বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
মালিকপক্ষ একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ঘন ঘন নতুন তারিখ ঘোষণা করলেও দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যায়নি। রাজশাহী দলীয় সূত্রে জানায়, পারিশ্রমিক বিষয়ে দ্রুত সমাধান না হলে ম্যাচ খেলতে না নামার মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। তাঁরা জানিয়েছেন, পারিশ্রমিকের বাকি অংশ এবং ১২ দিনের দৈনিক ভাতা (ডিএ) না দেওয়া পর্যন্ত মাঠে নামবেন না। আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহীর ম্যাচ। এই পরিস্থিতিতে ম্যাচটির পাশেই প্রশ্নবোধক চিহ্ন বসে যাচ্ছে!
বিপিএলের চট্টগ্রাম-পর্বের শুরুতেই দলের ক্রিকেটারদের অনুশীলন বয়কটের ঘটনা ছড়িয়ে পড়লে মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার পর ২৫% পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সেই পারিশ্রমিকের একটা অংশ চেকের মাধ্যমে দেওয়ার পর চেক ব্যাংকে বাউন্স করে। এতে ক্রিকেটারদের ক্ষোভ আরও বেড়ে যায়।
রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’

আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
রাজশাহী দলের এক স্থানীয় ক্রিকেটারও তাঁর হতাশা প্রকাশ করে বলেন, ‘এই দলে খেলতে এসে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছি। পরিবার বলছে, আর খেলার দরকার নেই, চলে এস। এখন আমি শুধু অপেক্ষা করছি বিপিএল শেষ হওয়ার। এমন দলে খেলে মানসম্মান নিয়ে টানাটানি! বকেয়া পাওয়া যায় না, ভালো খেলার উৎসাহ যেন হারিয়ে যায়।’
আজ মিরপুরে রাজশাহীর মুখোমুখি হওয়ার কথা রংপুর রাইডার্সের। সন্ধ্যায় ম্যাচের আগে কী সমাধান হয় সেটিই দেখার। না হলে নতুন কোনো অভাবিত ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না! কারণ, দলটির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সমস্যার সমাধান না হলে রাজশাহী মাঠেই নামবে না!

হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকাল সকাল দেখা গেল ক্রিকেটারদের ব্যাগপত্তর। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন।
বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
মালিকপক্ষ একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ঘন ঘন নতুন তারিখ ঘোষণা করলেও দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যায়নি। রাজশাহী দলীয় সূত্রে জানায়, পারিশ্রমিক বিষয়ে দ্রুত সমাধান না হলে ম্যাচ খেলতে না নামার মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। তাঁরা জানিয়েছেন, পারিশ্রমিকের বাকি অংশ এবং ১২ দিনের দৈনিক ভাতা (ডিএ) না দেওয়া পর্যন্ত মাঠে নামবেন না। আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহীর ম্যাচ। এই পরিস্থিতিতে ম্যাচটির পাশেই প্রশ্নবোধক চিহ্ন বসে যাচ্ছে!
বিপিএলের চট্টগ্রাম-পর্বের শুরুতেই দলের ক্রিকেটারদের অনুশীলন বয়কটের ঘটনা ছড়িয়ে পড়লে মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার পর ২৫% পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সেই পারিশ্রমিকের একটা অংশ চেকের মাধ্যমে দেওয়ার পর চেক ব্যাংকে বাউন্স করে। এতে ক্রিকেটারদের ক্ষোভ আরও বেড়ে যায়।
রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’

আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
রাজশাহী দলের এক স্থানীয় ক্রিকেটারও তাঁর হতাশা প্রকাশ করে বলেন, ‘এই দলে খেলতে এসে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছি। পরিবার বলছে, আর খেলার দরকার নেই, চলে এস। এখন আমি শুধু অপেক্ষা করছি বিপিএল শেষ হওয়ার। এমন দলে খেলে মানসম্মান নিয়ে টানাটানি! বকেয়া পাওয়া যায় না, ভালো খেলার উৎসাহ যেন হারিয়ে যায়।’
আজ মিরপুরে রাজশাহীর মুখোমুখি হওয়ার কথা রংপুর রাইডার্সের। সন্ধ্যায় ম্যাচের আগে কী সমাধান হয় সেটিই দেখার। না হলে নতুন কোনো অভাবিত ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না! কারণ, দলটির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সমস্যার সমাধান না হলে রাজশাহী মাঠেই নামবে না!

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে