
বিরাট কোহলি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন কদিন আগেই। সেটি নিয়ে আলোচনা থামেনি এখনো। এর মধ্যেই আরেক সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোহলি। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও নেতৃত্ব ছাড়ছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে গত রাত থেকে শুরু হয়েছে স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। আজ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে কোহলির বেঙ্গালোর। তার আগেই তারকা ব্যাটসম্যান জানিয়েছেন, এই মৌসুম শেষে ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বের ব্যাটন তুলে দেবেন অন্য কারও হাতে।
তবে বেঙ্গালোরের নয়, কোহলির ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন ব্রায়ান লারা। ক্যারিবীয় কিংবদন্তি মনে করেন, অধিনায়ক হিসেবে কোহলিই সবচেয়ে যোগ্য ছিলেন। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টিতে ভারত সব বড় দলের বিপক্ষেই জয় পেয়েছে।
৫২ বছর বয়সী লারার ভাষ্য, ‘কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। ও দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়ে আসছে। ওর অসাধারণ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডসহ সব বড় দলের বিপক্ষে জয় পেয়েছে ভারত। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এটাই ওর প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে সত্যিই অবাক হয়েছি আমি।’
একদিক থেকে অবশ্য কোহলির সিদ্ধান্তকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন লারা। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় ওয়ানডে ও টেস্টে মনোযোগ বাড়ানোকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কোহলি। ব্যাপারটিকে পূর্ণ সমর্থন দিচ্ছেন লারা, ‘এটা সত্যি ওর ওপর যে চাপ পড়ছে, তাতে হয়তো এই দায়িত্ব ছেড়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে বেশি মন দিতে চেয়েছে। সে দিক থেকে এটা ভালো সিদ্ধান্ত।’
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকার সময়ে নিজের অভিজ্ঞতা টেনে এনে লারা জানান তাঁরও এই সমস্যা হয়েছিল, ‘আমারও একই সমস্যা হয়েছিল। আমি তো দুবার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম। কখনো কখনো পুরো ব্যাপারটা সত্যিই খুব চাপের হয়ে যায়।’
কোহলি যে চিন্তা থেকেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিন, লারা বিষয়টিকে দেখছেন এভাবে, ‘ওর সঙ্গে আমার কথা হয়নি। তবে মনে হয় না, শুধু ব্যক্তিগত জায়গা থেকে ও এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভালোর জন্যই ও এটা করতে পারে।’

বিরাট কোহলি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন কদিন আগেই। সেটি নিয়ে আলোচনা থামেনি এখনো। এর মধ্যেই আরেক সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোহলি। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও নেতৃত্ব ছাড়ছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে গত রাত থেকে শুরু হয়েছে স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। আজ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে কোহলির বেঙ্গালোর। তার আগেই তারকা ব্যাটসম্যান জানিয়েছেন, এই মৌসুম শেষে ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বের ব্যাটন তুলে দেবেন অন্য কারও হাতে।
তবে বেঙ্গালোরের নয়, কোহলির ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন ব্রায়ান লারা। ক্যারিবীয় কিংবদন্তি মনে করেন, অধিনায়ক হিসেবে কোহলিই সবচেয়ে যোগ্য ছিলেন। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টিতে ভারত সব বড় দলের বিপক্ষেই জয় পেয়েছে।
৫২ বছর বয়সী লারার ভাষ্য, ‘কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। ও দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়ে আসছে। ওর অসাধারণ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডসহ সব বড় দলের বিপক্ষে জয় পেয়েছে ভারত। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এটাই ওর প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে সত্যিই অবাক হয়েছি আমি।’
একদিক থেকে অবশ্য কোহলির সিদ্ধান্তকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন লারা। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় ওয়ানডে ও টেস্টে মনোযোগ বাড়ানোকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কোহলি। ব্যাপারটিকে পূর্ণ সমর্থন দিচ্ছেন লারা, ‘এটা সত্যি ওর ওপর যে চাপ পড়ছে, তাতে হয়তো এই দায়িত্ব ছেড়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে বেশি মন দিতে চেয়েছে। সে দিক থেকে এটা ভালো সিদ্ধান্ত।’
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকার সময়ে নিজের অভিজ্ঞতা টেনে এনে লারা জানান তাঁরও এই সমস্যা হয়েছিল, ‘আমারও একই সমস্যা হয়েছিল। আমি তো দুবার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম। কখনো কখনো পুরো ব্যাপারটা সত্যিই খুব চাপের হয়ে যায়।’
কোহলি যে চিন্তা থেকেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিন, লারা বিষয়টিকে দেখছেন এভাবে, ‘ওর সঙ্গে আমার কথা হয়নি। তবে মনে হয় না, শুধু ব্যক্তিগত জায়গা থেকে ও এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভালোর জন্যই ও এটা করতে পারে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে