Ajker Patrika

১১ বছর পর আবার ঢাকায় সিডন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ০৭
১১ বছর পর আবার ঢাকায় সিডন্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে ঢাকায় এসে পৌঁছেছেন তামিম-সাকবিদের সাবেক গুরু জেমি সিডন্স। দুই বছরের জন্য এই দায়িত্ব নিতে বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশে পা রাখেন তিনি। এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন এই অস্ট্রেলিয়ান। পেশাগত দায়িত্ব পালনে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখলেন সিডন্স।

বাংলাদেশের ক্রিকেটে সিডন্সের ভূমিকা প্রসঙ্গে মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন, ‘জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা জানেন অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। আমাদের এখন দুজন ব্যাটিং কোচ আছেন, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।’

২০০৭ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত সিডন্স বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর কোচিংয়ে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে তামিম-সাকিবদের কিছু উল্লেখযোগ্য উন্নতিও হয়েছিল। তাঁর অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ওয়ানডেতে ৮৪ ম্যাচের ৩১টি জিতেছে। তবে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের কোনোটিতে জিততে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ