
বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
নারাইনের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দুবার শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
নারাইনের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দুবার শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২৫ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৩ ঘণ্টা আগে