
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির খরা অনেক আগেই কাটিয়েছেন বিরাট কোহলি। বাকি ছিল আইপিএলে। গতকাল ফ্র্যাঞ্চাইজি লিগেও সেঞ্চুরি করলেন তিনি। তাঁর সেঞ্চুরি ও ফাফ ডু প্লেসিসের ৭১ রানের ইনিংসে ভর করে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে সেঞ্চুরির চেয়েও ম্যাচ শেষে কোহলির উদ্যাপন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। যে উদ্যাপনটা ভারতীয় ব্যাটার করেছেন তাতে অবশ্য সাড়া পড়ার কথাই। গোল করার পর যা করে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুকে দুই হাত রেখে দাঁড়িয়ে শান্তির ঘুম।
প্রিয় ফুটবলার রোনালদোর ট্রেডমার্ক উদ্যাপন কোহলি একাই করেননি বেঙ্গালুরুর দুই সতীর্থ মোহাম্মদ সিরাজ ও ওয়েন পারনেলকে নিয়ে করেছেন। পাশ থেকে তাঁদের উদ্যাপন দেখে হাসছিলেন উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক ও লেগ স্পিনার কর্ণ শর্মা। বেঙ্গালুরুর ত্রয়ীদের দেখে তখন মনে হচ্ছিল যেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ীকে ধ্যানে খুঁজছিলেন তাঁরা।
সর্বশেষ ২০১৯ সালের আইপিএলে সেঞ্চুরি করেছিলেন কোহলি। দীর্ঘ ৪ বছর পর সেঞ্চুরি করে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ সেঞ্চুরি মালিকও হয়েছেন ভারতীয় ব্যাটার। স্বস্তির সেঞ্চুরির উদ্যাপন মাঠে করার পর ম্যাচ শেষে সতীর্থদের নিয়ে প্রিয় খেলোয়াড়কে স্মরণ করেন কোহলি।
গতকাল ৬২ বলে সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য আউট হয়েছেন কোহলি। নিজের ১৩ তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেও এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ‘রান মেশিন’। ৪৪.৮৩ গড়ে ৫৩৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে আছেন তিনি। গতকালের সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সমান ম্যাচে ৮ ফিফটিতে ৭০২ রান নিয়ে শীর্ষে তাঁরই দলের অধিনায়ক ডু প্লেসিস।

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির খরা অনেক আগেই কাটিয়েছেন বিরাট কোহলি। বাকি ছিল আইপিএলে। গতকাল ফ্র্যাঞ্চাইজি লিগেও সেঞ্চুরি করলেন তিনি। তাঁর সেঞ্চুরি ও ফাফ ডু প্লেসিসের ৭১ রানের ইনিংসে ভর করে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে সেঞ্চুরির চেয়েও ম্যাচ শেষে কোহলির উদ্যাপন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। যে উদ্যাপনটা ভারতীয় ব্যাটার করেছেন তাতে অবশ্য সাড়া পড়ার কথাই। গোল করার পর যা করে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুকে দুই হাত রেখে দাঁড়িয়ে শান্তির ঘুম।
প্রিয় ফুটবলার রোনালদোর ট্রেডমার্ক উদ্যাপন কোহলি একাই করেননি বেঙ্গালুরুর দুই সতীর্থ মোহাম্মদ সিরাজ ও ওয়েন পারনেলকে নিয়ে করেছেন। পাশ থেকে তাঁদের উদ্যাপন দেখে হাসছিলেন উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক ও লেগ স্পিনার কর্ণ শর্মা। বেঙ্গালুরুর ত্রয়ীদের দেখে তখন মনে হচ্ছিল যেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ীকে ধ্যানে খুঁজছিলেন তাঁরা।
সর্বশেষ ২০১৯ সালের আইপিএলে সেঞ্চুরি করেছিলেন কোহলি। দীর্ঘ ৪ বছর পর সেঞ্চুরি করে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ সেঞ্চুরি মালিকও হয়েছেন ভারতীয় ব্যাটার। স্বস্তির সেঞ্চুরির উদ্যাপন মাঠে করার পর ম্যাচ শেষে সতীর্থদের নিয়ে প্রিয় খেলোয়াড়কে স্মরণ করেন কোহলি।
গতকাল ৬২ বলে সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য আউট হয়েছেন কোহলি। নিজের ১৩ তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেও এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ‘রান মেশিন’। ৪৪.৮৩ গড়ে ৫৩৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে আছেন তিনি। গতকালের সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সমান ম্যাচে ৮ ফিফটিতে ৭০২ রান নিয়ে শীর্ষে তাঁরই দলের অধিনায়ক ডু প্লেসিস।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে