
সহজ ম্যাচ কঠিন করে জেতা যেন নেদারল্যান্ডস ক্রিকেট দলের এক অভ্যাসে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পর নামিবিয়ার বিপক্ষেও শেষ ওভারে জয় পেল নেদারল্যান্ডস। গিলংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। তাতে সুপার টুয়েলভের পথে এক ধাপ এগিয়ে গেল ডাচরা।
১২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় নেদারল্যান্ডস। দুই ওপেনার ম্যাক্স-ও’ডাউড-বিক্রমজিত সিংহ করেছেন ৫০ বলে ৫৯ রানের জুটি। বিক্রমজিতের বিদায়ে ভেঙে যায় ৫৯ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে বাস ডি লিডের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন ও’-ডাউড। এরপরই ম্যাচে ফিরতে থাকে নামিবিয়া ৯২ থেকে ১০২- এই ১০ রান তুলতেই ডাচরা হারায় ৪ উইকেট, যেখানে ১৬তম ওভারে জে জে স্মিট নিয়েছেন ২টি উইকেট।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে উইকেটে পড়ে থাকেন ডি লিড। ষষ্ঠ উইকেটে টম প্রিঙ্গেলের সঙ্গে ১৭ বলে ২০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি লিড। তাতে ৩ বল আগে জয় নিশ্চিত করেন ডাচরা। সর্বোচ্চ ৩৯ রান করেন বিক্রমজিত। নামিবিয়ার বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন স্মিট। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ-সেরা হয়েছেন ডি লিড। ৩০ বলে ৩০ রানের অপরাজিত খেলেছেন, বোলিংয়ে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দুটো ক্যাচও ধরেছেন এই ডাচ অলরাউন্ডার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ২০ এভারে ৬ উইকেটে নামিবিয়া করে ১২১ রান। দলটির সর্বোচ্চ স্কোরার ইয়ান ফ্রাইলিংক ৪৮ বলে করেছেন ৪৩ রান। নেদারল্যান্ডস বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন বাস ডি লিড।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

সহজ ম্যাচ কঠিন করে জেতা যেন নেদারল্যান্ডস ক্রিকেট দলের এক অভ্যাসে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পর নামিবিয়ার বিপক্ষেও শেষ ওভারে জয় পেল নেদারল্যান্ডস। গিলংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। তাতে সুপার টুয়েলভের পথে এক ধাপ এগিয়ে গেল ডাচরা।
১২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় নেদারল্যান্ডস। দুই ওপেনার ম্যাক্স-ও’ডাউড-বিক্রমজিত সিংহ করেছেন ৫০ বলে ৫৯ রানের জুটি। বিক্রমজিতের বিদায়ে ভেঙে যায় ৫৯ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে বাস ডি লিডের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন ও’-ডাউড। এরপরই ম্যাচে ফিরতে থাকে নামিবিয়া ৯২ থেকে ১০২- এই ১০ রান তুলতেই ডাচরা হারায় ৪ উইকেট, যেখানে ১৬তম ওভারে জে জে স্মিট নিয়েছেন ২টি উইকেট।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে উইকেটে পড়ে থাকেন ডি লিড। ষষ্ঠ উইকেটে টম প্রিঙ্গেলের সঙ্গে ১৭ বলে ২০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি লিড। তাতে ৩ বল আগে জয় নিশ্চিত করেন ডাচরা। সর্বোচ্চ ৩৯ রান করেন বিক্রমজিত। নামিবিয়ার বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন স্মিট। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ-সেরা হয়েছেন ডি লিড। ৩০ বলে ৩০ রানের অপরাজিত খেলেছেন, বোলিংয়ে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দুটো ক্যাচও ধরেছেন এই ডাচ অলরাউন্ডার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ২০ এভারে ৬ উইকেটে নামিবিয়া করে ১২১ রান। দলটির সর্বোচ্চ স্কোরার ইয়ান ফ্রাইলিংক ৪৮ বলে করেছেন ৪৩ রান। নেদারল্যান্ডস বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন বাস ডি লিড।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে