ক্রীড়া ডেস্ক

কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী ছিল। কিন্তু ব্যাটিং ধসের পুরোনো রোগ তো আর বাংলাদেশের এত সহজে সারার নয়। একবার উইকেট পড়া শুরু করলে গুটিয়ে যেতে বেশি সময় লাগে না।
২৪৫ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ২৯ রানে প্রথম উইকেট হারালেও সেখান থেকে এগোতে থাকে সাবলীলভাবে। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্ত গড়েন ৭১ বলে ৭১ রানের জুটি। এই জুটিটা ভেঙেছে শান্তর দুই রান নিতে গিয়ে। মিলান রত্নায়েকে ডিরেক্ট থ্রো না করলে শান্ত হয়তো বেঁচে যেতেন। ২৬ বলে ২৩ রান করে শান্ত ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০০ রান। তাসের ঘরের মতো ভেঙে পড়ার সূচনা হয় এখান থেকেই। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৭৭ রানে।
তানজিদ তামিম-শান্তর জুটি ভাঙার মাধ্যমেই মূলত বাংলাদেশের ইনিংসে ধসের শুরু হয়েছে বলে মনে করেন মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম-শান্ত ভালো খেলছিল। শান্তর রানআউটে ভুলটা হয়েছে। মিডল অর্ডার ঠিকমতো কাজ করেনি। লাগাতার উইকেট পড়াটাই ছিল সমস্যা। আমাদের তখন জুটি দরকার ছিল। সুযোগ থাকলেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
শান্তর রান আউটের পর মুহূর্তেই বাংলাদেশ ৮ উইকেটে ১০৫ রানে পরিণত হয়। ৫ রানে ৭ উইকেট হারিয়ে ওয়ানডেতে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট পতনের লজ্জাজনক রেকর্ডটিও হয়ে গেল বাংলাদেশের। লঙ্কান ফিল্ডারদেরও তাতে কৃতিত্ব রয়েছে। তানজিদ তামিমের নিশ্চিত চার হওয়া শট মিড অফ থেকে উড়ে জানিথ লিয়ানাগে ক্যাচে পরিণত করেছেন।
বিব্রতকর রেকর্ড গড়া বাংলাদেশ ১৬৭ রান পর্যন্ত যেতে পেরেছে লোয়ার অর্ডারে জাকের আলী অনিকের ফিফটিতে (৬৪ বলে ৫১ রান)। ম্যাচে শ্রীলঙ্কার সেরা বোলার হাসারাঙ্গা ৭.৫ ওভারে ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। কামিন্দু নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসারাঙ্গা বলেন, ‘ভালো স্পিন করাতে পারছিলাম আমি। রানআউটটা (শান্তর রানআউট) ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত চেঞ্জিং পয়েন্ট। মিলান রত্নায়েকে এবং জানিথ লিয়ানাগে এই দুই ফিল্ডারকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ বল করেছে কামিন্দুও।’
৭৭ রানে জয়ের পর ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। তিনিও শ্রীলঙ্কার ফিল্ডারদের কৃতিত্ব দিয়েছেন। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ৮ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে তারা।

কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী ছিল। কিন্তু ব্যাটিং ধসের পুরোনো রোগ তো আর বাংলাদেশের এত সহজে সারার নয়। একবার উইকেট পড়া শুরু করলে গুটিয়ে যেতে বেশি সময় লাগে না।
২৪৫ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ২৯ রানে প্রথম উইকেট হারালেও সেখান থেকে এগোতে থাকে সাবলীলভাবে। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্ত গড়েন ৭১ বলে ৭১ রানের জুটি। এই জুটিটা ভেঙেছে শান্তর দুই রান নিতে গিয়ে। মিলান রত্নায়েকে ডিরেক্ট থ্রো না করলে শান্ত হয়তো বেঁচে যেতেন। ২৬ বলে ২৩ রান করে শান্ত ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০০ রান। তাসের ঘরের মতো ভেঙে পড়ার সূচনা হয় এখান থেকেই। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৭৭ রানে।
তানজিদ তামিম-শান্তর জুটি ভাঙার মাধ্যমেই মূলত বাংলাদেশের ইনিংসে ধসের শুরু হয়েছে বলে মনে করেন মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম-শান্ত ভালো খেলছিল। শান্তর রানআউটে ভুলটা হয়েছে। মিডল অর্ডার ঠিকমতো কাজ করেনি। লাগাতার উইকেট পড়াটাই ছিল সমস্যা। আমাদের তখন জুটি দরকার ছিল। সুযোগ থাকলেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
শান্তর রান আউটের পর মুহূর্তেই বাংলাদেশ ৮ উইকেটে ১০৫ রানে পরিণত হয়। ৫ রানে ৭ উইকেট হারিয়ে ওয়ানডেতে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট পতনের লজ্জাজনক রেকর্ডটিও হয়ে গেল বাংলাদেশের। লঙ্কান ফিল্ডারদেরও তাতে কৃতিত্ব রয়েছে। তানজিদ তামিমের নিশ্চিত চার হওয়া শট মিড অফ থেকে উড়ে জানিথ লিয়ানাগে ক্যাচে পরিণত করেছেন।
বিব্রতকর রেকর্ড গড়া বাংলাদেশ ১৬৭ রান পর্যন্ত যেতে পেরেছে লোয়ার অর্ডারে জাকের আলী অনিকের ফিফটিতে (৬৪ বলে ৫১ রান)। ম্যাচে শ্রীলঙ্কার সেরা বোলার হাসারাঙ্গা ৭.৫ ওভারে ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। কামিন্দু নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসারাঙ্গা বলেন, ‘ভালো স্পিন করাতে পারছিলাম আমি। রানআউটটা (শান্তর রানআউট) ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত চেঞ্জিং পয়েন্ট। মিলান রত্নায়েকে এবং জানিথ লিয়ানাগে এই দুই ফিল্ডারকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ বল করেছে কামিন্দুও।’
৭৭ রানে জয়ের পর ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। তিনিও শ্রীলঙ্কার ফিল্ডারদের কৃতিত্ব দিয়েছেন। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ৮ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে