নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।
হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’

চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।
হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৪১ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে