
‘ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়’-বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্যাপারটা যেন এমনই। ভারতের বিপক্ষে দীর্ঘদিন টেস্ট সিরিজ জিততে পারছে না অস্ট্রেলিয়া। এবারও টেস্ট সিরিজ হাতছাড়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার থেকে। রমিজ রাজার মতে, ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব।
এবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুটো ম্যাচই তিনদিনে শেষ হয়েছে। দুটো টেস্টেই বাজেভাবে হেরেছে অস্ট্রেলিয়া। নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে জেতে ভারত। আর দিল্লি টেস্টে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। যেখানে তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেট হারায় অজিরা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। দুই ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন ভারতের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি প্রধান বলেন, ‘যেভাবে অস্ট্রেলিয়া পার্থ অথবা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে জেতে, একই অবস্থা এখন অস্ট্রেলিয়ার হয়েছে। সব এখন বদলে গেছে। এতেই বোঝা যায়, ভারতের মাঠে টেস্ট খেলতে এলে অস্ট্রেলিয়া কখনোই প্রস্তুত হয়ে আসে না। ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গেছে। দুর্দান্ত বোলিং করেছে জাদেজা।’
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া সর্বশেষ জিতেছে ২০১৪-১৫ মৌসুমে। ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতেছিল অজিরা। এরপর ২০১৭,২০১৮-১৯, ২০২০-২১-টানা তিনটি সিরিজ জিতেছে ভারত। আর এবার তো ভারতীয় দল চার ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।

‘ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়’-বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্যাপারটা যেন এমনই। ভারতের বিপক্ষে দীর্ঘদিন টেস্ট সিরিজ জিততে পারছে না অস্ট্রেলিয়া। এবারও টেস্ট সিরিজ হাতছাড়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার থেকে। রমিজ রাজার মতে, ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব।
এবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুটো ম্যাচই তিনদিনে শেষ হয়েছে। দুটো টেস্টেই বাজেভাবে হেরেছে অস্ট্রেলিয়া। নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে জেতে ভারত। আর দিল্লি টেস্টে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। যেখানে তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেট হারায় অজিরা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। দুই ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন ভারতের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি প্রধান বলেন, ‘যেভাবে অস্ট্রেলিয়া পার্থ অথবা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে জেতে, একই অবস্থা এখন অস্ট্রেলিয়ার হয়েছে। সব এখন বদলে গেছে। এতেই বোঝা যায়, ভারতের মাঠে টেস্ট খেলতে এলে অস্ট্রেলিয়া কখনোই প্রস্তুত হয়ে আসে না। ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গেছে। দুর্দান্ত বোলিং করেছে জাদেজা।’
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া সর্বশেষ জিতেছে ২০১৪-১৫ মৌসুমে। ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতেছিল অজিরা। এরপর ২০১৭,২০১৮-১৯, ২০২০-২১-টানা তিনটি সিরিজ জিতেছে ভারত। আর এবার তো ভারতীয় দল চার ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৯ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে