
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে নিগার সুলতানা জ্যোতি আজ বলতে গেলে একাই লড়েছেন। শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক খেলেছেন ১০৭ বলে করেছেন ৮০ রান। জ্যোতির এমন ব্যাটিংয়ে ঢাকা নারী প্রিমিয়ার লিগে ৬৪ রানে জিতেছে শেলটেক। একই দিনে অপর ম্যাচে পুলিশ পাত্তাই পেল না আনসারের কাছে।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শেলটেকের স্কোর এক পর্যায়ে ১৯.২ ওভারে ৩ উইকেটে ৬৩ রান। চতুর্থ উইকেটে জান্নাতুল মাওয়ার সঙ্গে ৫৫ রানের জুটি গড়তে অবদান রাখেন জ্যোতি। এই জুটি ভাঙার পর দিশেহারা হয়ে পড়ে শেলটেক। ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রানে থেমে যায় তাদের ইনিংস।
১৯৫ রানের লক্ষ্যে নেমে সাবলীল খেলতে থাকে গুলশান ইয়ুথ ক্লাব। ২২.৪ ওভারে দলটির স্কোর ছিল ৩ উইকেটে ৯১ রান। এখান থেকেই ধসের শুরু। ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৩০ রানে পরিণত হয় গুলশান। চোটে পড়ায় সুরাইয়া আজমিম ব্যাটিংয়ে না নামায় এখানেই থেমে যায় তাদের ইনিংস। শেলটেকের ৬৪ রানের জয়ে ম্যাচসেরা জান্নাতুল ফেরদৌস সুমনা। ৮ ওভারে ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শেলটেক পয়েন্ট টেবিলের শীর্ষে।
দিনের অপর ম্যাচে বিকেএসপির এক নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি। এবারের নারী ডিপিএলে আনসারের এটিই প্রথম জয়। আর পাঁচ ম্যাচের পাঁচটিতে হারল পুলিশ। আনসারের আয়েশা আকতার জুনিয়র ৩৯ রান করে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে আনসার নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান করেছে। জবাবে ৪২.২ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় পুলিশ।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৪ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১১ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে