
দীর্ঘদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন নিজের ছায়া হয়ে। ধুঁকতে থাকা কোহলিকে ছন্দে ফিরতে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী। আরেক সাবেক ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিন অবশ্য কোহলিকে নিয়ে আশার কথা শুনিয়েছেন। তিনি মনে করেন, সামনে ইংল্যান্ড সফরেই রানে ফিরবেন কোহলি।
আগামী মাসের শুরুতে একটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এর আগে ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজ থেকে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামের পর ইংল্যান্ড সফরে কোহলি পুরোনো পুরো ছন্দ ফিরে পাবেন বলছেন আজহারউদ্দিন। তিনি বলেন ‘কোহলি যখন ৫০ রান করে, মনে হয় সে ব্যর্থ হয়েছে। অবশ্য এ বছর কোহলি তেমন কিছু করেনি। প্রত্যেকেই তাদের ক্যারিয়ারে এমন একটি খারাপ সময় পার করে। কোহলি অনেক ক্রিকেট খেলছে এবং এখন সে বিরতি পেয়েছে। তাই আশা করা যায় ইংল্যান্ডে ছন্দ ফিরে পাবে।’
আর এত দিন কোহলি রানখরায় ভুগলেও আজহারউদ্দিন মনে করেন তার টেকনিকে কোনো সমস্যা নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কোহলির কৌশলে কোনো ভুল নেই, কখনো কখনো আপনারও কিছুটা ভাগ্যের প্রয়োজন হয়। একটি বড় স্কোর বা একটি সেঞ্চুরি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।’
কোহলিকে নিয়ে আইপিএলের সময়ও আশার কথা শুনিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআইয়ের সভাপতি তখন জানিয়েছিলেন, রান না পেলেও কোহলিকে নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। আত্মবিশ্বাসী সৌরভ বলেছিলেন, দ্রুতই রানে ফিরবেন কোহলি। কিন্তু আইপিএলের বাকি ম্যাচেও ছবিটা বদলাতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরি করা এই ব্যাটার। এবার ইংল্যান্ড সফরে তা পারবেন কি না, তা সময়ই বলে দেবে।

দীর্ঘদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন নিজের ছায়া হয়ে। ধুঁকতে থাকা কোহলিকে ছন্দে ফিরতে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী। আরেক সাবেক ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিন অবশ্য কোহলিকে নিয়ে আশার কথা শুনিয়েছেন। তিনি মনে করেন, সামনে ইংল্যান্ড সফরেই রানে ফিরবেন কোহলি।
আগামী মাসের শুরুতে একটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এর আগে ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজ থেকে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামের পর ইংল্যান্ড সফরে কোহলি পুরোনো পুরো ছন্দ ফিরে পাবেন বলছেন আজহারউদ্দিন। তিনি বলেন ‘কোহলি যখন ৫০ রান করে, মনে হয় সে ব্যর্থ হয়েছে। অবশ্য এ বছর কোহলি তেমন কিছু করেনি। প্রত্যেকেই তাদের ক্যারিয়ারে এমন একটি খারাপ সময় পার করে। কোহলি অনেক ক্রিকেট খেলছে এবং এখন সে বিরতি পেয়েছে। তাই আশা করা যায় ইংল্যান্ডে ছন্দ ফিরে পাবে।’
আর এত দিন কোহলি রানখরায় ভুগলেও আজহারউদ্দিন মনে করেন তার টেকনিকে কোনো সমস্যা নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কোহলির কৌশলে কোনো ভুল নেই, কখনো কখনো আপনারও কিছুটা ভাগ্যের প্রয়োজন হয়। একটি বড় স্কোর বা একটি সেঞ্চুরি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।’
কোহলিকে নিয়ে আইপিএলের সময়ও আশার কথা শুনিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআইয়ের সভাপতি তখন জানিয়েছিলেন, রান না পেলেও কোহলিকে নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। আত্মবিশ্বাসী সৌরভ বলেছিলেন, দ্রুতই রানে ফিরবেন কোহলি। কিন্তু আইপিএলের বাকি ম্যাচেও ছবিটা বদলাতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরি করা এই ব্যাটার। এবার ইংল্যান্ড সফরে তা পারবেন কি না, তা সময়ই বলে দেবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২১ মিনিট আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে