ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই ছড়িয়েছে এ খবর। যদি এমন কিছু বাস্তবে হয়, সেক্ষেত্রে দলের অধিনায়ক হতে কোনো সমস্যা নেই তাইজুল ইসলামের। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনোই তিনি অধিনায়ক ছিলেন না।
যেকোনো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়ক অথবা কোচকে আসতে দেখা যায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে দেখা গেছে। তবে হেম্প শুধু সাংবাদিকদের দেখতে এসেছেন। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব সামলেছেন তাইজুল। টেস্টের অধিনায়ক হতে চান কি না ভবিষ্যতে, এই প্রশ্নের উত্তরে তিনি তাঁর ১০ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি।’
সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেওয়া বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নতুন কিছু নয়। গত বছর আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়েই ফেলেছিলেন তামিম ইকবাল। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ সদ্য সমাপ্ত ভারত সিরিজ চলাকালীন অবসরের ঘোষণা দেন। হঠাৎ করেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের এমন সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলে? তাইজুল জানিয়েছেন, এক্ষেত্রে দলের ভালো চিন্তা করাটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন,‘এটা আসলে টিম গেম। দল কী করে ভালো থাকবে, সেটা গুরুত্বপূর্ণ। তবে এটার প্রভাব কেউ নিতে পারে। কেউবা নির্ভার থেকে নিজের কাজ করতে পারে। ব্যক্তিগত দিক থেকে বলব যে সব সময় আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি এবং নিজের কাজটা করার চেষ্টা করি।’
হঠাৎ করে দলের তারকা ক্রিকেটারদের অবসর বা নেতৃত্ব ছাড়ার ঘটনা কীভাবে প্রভাবিত করে, এমন প্রশ্নের উত্তর তাইজুল দিয়েছেন একটু কৌশলে। ৩২ বছর বয়সী এই স্পিনার বলেন, ‘এটা যখন একটা দলের মধ্যে ঘটে, জানি না কে কী হিসেবে নেয়। কারণ সবার মানসিকতা তো এক রকম না। এই প্রশ্নটা করেছেন। এটা অনেক গভীর একটা প্রশ্ন। এই গভীর প্রশ্নের উত্তরগুলো আমার কাছে নেই।’
দলের কোচ বা অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাকে বানাবে, এটা তাঁর এখতিয়ারের বাইরে বলে মনে করেন তাইজুল। তিনি বলেন,‘যখন দল বা ম্যানেজমেন্টের সভা হয়, আমি বা আমাদের ক্রিকেটাররা সেখানে থাকে না। অধিনায়ক কে হচ্ছে, কোচ কে হচ্ছে, সেটা আমাদের জানা নেই।’

বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই ছড়িয়েছে এ খবর। যদি এমন কিছু বাস্তবে হয়, সেক্ষেত্রে দলের অধিনায়ক হতে কোনো সমস্যা নেই তাইজুল ইসলামের। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনোই তিনি অধিনায়ক ছিলেন না।
যেকোনো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়ক অথবা কোচকে আসতে দেখা যায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে দেখা গেছে। তবে হেম্প শুধু সাংবাদিকদের দেখতে এসেছেন। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব সামলেছেন তাইজুল। টেস্টের অধিনায়ক হতে চান কি না ভবিষ্যতে, এই প্রশ্নের উত্তরে তিনি তাঁর ১০ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি।’
সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেওয়া বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নতুন কিছু নয়। গত বছর আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়েই ফেলেছিলেন তামিম ইকবাল। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ সদ্য সমাপ্ত ভারত সিরিজ চলাকালীন অবসরের ঘোষণা দেন। হঠাৎ করেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের এমন সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলে? তাইজুল জানিয়েছেন, এক্ষেত্রে দলের ভালো চিন্তা করাটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন,‘এটা আসলে টিম গেম। দল কী করে ভালো থাকবে, সেটা গুরুত্বপূর্ণ। তবে এটার প্রভাব কেউ নিতে পারে। কেউবা নির্ভার থেকে নিজের কাজ করতে পারে। ব্যক্তিগত দিক থেকে বলব যে সব সময় আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি এবং নিজের কাজটা করার চেষ্টা করি।’
হঠাৎ করে দলের তারকা ক্রিকেটারদের অবসর বা নেতৃত্ব ছাড়ার ঘটনা কীভাবে প্রভাবিত করে, এমন প্রশ্নের উত্তর তাইজুল দিয়েছেন একটু কৌশলে। ৩২ বছর বয়সী এই স্পিনার বলেন, ‘এটা যখন একটা দলের মধ্যে ঘটে, জানি না কে কী হিসেবে নেয়। কারণ সবার মানসিকতা তো এক রকম না। এই প্রশ্নটা করেছেন। এটা অনেক গভীর একটা প্রশ্ন। এই গভীর প্রশ্নের উত্তরগুলো আমার কাছে নেই।’
দলের কোচ বা অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাকে বানাবে, এটা তাঁর এখতিয়ারের বাইরে বলে মনে করেন তাইজুল। তিনি বলেন,‘যখন দল বা ম্যানেজমেন্টের সভা হয়, আমি বা আমাদের ক্রিকেটাররা সেখানে থাকে না। অধিনায়ক কে হচ্ছে, কোচ কে হচ্ছে, সেটা আমাদের জানা নেই।’

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৫ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৯ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে