
সাদা বলের ক্রিকেটে স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন সিকান্দার রাজা। গতকাল কোচিতে অনুষ্ঠিত ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেয়েছেন রাজা। জিম্বাবুয়ের অলরাউন্ডার জানিয়েছেন, নিলাম দেখলে তিনি খুশিতে চিৎকার দিতেন।
আইপিএলের নিলাম গতকাল রাজা দেখেছিলেন কাঠমান্ডুতে বসে। যখন নিলামে রাজার নাম তোলা হয়, তখনই হোটেলে ইন্টারনেট সংযোগ চলে যায়। ততক্ষণে তিনি পাঞ্জাব কিংসে দল পেয়ে গেছেন। যখন ইন্টারনেট চলে আসে, তখন বন্ধুদের থেকে আইপিএলে দল পাওয়ার খবর পেয়েছিলেন।
রাজা জানিয়েছেন, নিলাম সরাসরি দেখতে পারলে খুশিতে আত্মহারা হয়ে যেতেন। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বলেন, ‘যখন নেট সংযোগ চলে আসে, তখন আমি আমার বন্ধুদের থেকে মেসেজ পাচ্ছিলাম। তারা আমাকে অভিনন্দন জানাচ্ছিল। আমি বলছিলাম, আমি তো কিছু জানি না। তোমরা কি মজা করছ? তারা বলল, নিলাম দেখ। আসলে আমি দেখতেই পারিনি। আমার মনে হয়, এটা ভালো হয়েছে। যদি আমি দেখতাম, তাহলে আমি চিৎকার করতাম।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবছর ২৪ ম্যাচ খেলেছেন রাজা। ৩৫ গড় ও ১৫০.৯২ স্ট্রাইকরেটে ৭৩৫ রান করেছেন। বোলিংয়ে ৬.১৩ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। ওয়ানডেতে ১৫ ম্যাচে ৪৯.৬১ গড় ও ৮৭.১৬ স্ট্রাইকরেটে করেছেন ৬৪৫ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২ ফিফটি। ওয়ানডেতে ২ বার ও টি-টোয়েন্টিতে ৭ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। রাজার অলরাউন্ড পারফরম্যান্সে ৬ বছর পর কোনো আইসিসি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করে জিম্বাবুয়ে। যেখানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলেছিল জিম্বাবুইয়ানরা।
নিলামে দল পেয়ে রাজা খুব খুশি ও রোমাঞ্চিত। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে এটা হয়েছে (নিলামে সুযোগ পাওয়া)। আমি একই সঙ্গে খুশি ও রোমাঞ্চিত। যেকোনো ফ্র্যাঞ্চাইজি পেলেই হতো তবে পাঞ্জাবে যেতে পেরে ভালো লাগছে।’

সাদা বলের ক্রিকেটে স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন সিকান্দার রাজা। গতকাল কোচিতে অনুষ্ঠিত ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেয়েছেন রাজা। জিম্বাবুয়ের অলরাউন্ডার জানিয়েছেন, নিলাম দেখলে তিনি খুশিতে চিৎকার দিতেন।
আইপিএলের নিলাম গতকাল রাজা দেখেছিলেন কাঠমান্ডুতে বসে। যখন নিলামে রাজার নাম তোলা হয়, তখনই হোটেলে ইন্টারনেট সংযোগ চলে যায়। ততক্ষণে তিনি পাঞ্জাব কিংসে দল পেয়ে গেছেন। যখন ইন্টারনেট চলে আসে, তখন বন্ধুদের থেকে আইপিএলে দল পাওয়ার খবর পেয়েছিলেন।
রাজা জানিয়েছেন, নিলাম সরাসরি দেখতে পারলে খুশিতে আত্মহারা হয়ে যেতেন। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বলেন, ‘যখন নেট সংযোগ চলে আসে, তখন আমি আমার বন্ধুদের থেকে মেসেজ পাচ্ছিলাম। তারা আমাকে অভিনন্দন জানাচ্ছিল। আমি বলছিলাম, আমি তো কিছু জানি না। তোমরা কি মজা করছ? তারা বলল, নিলাম দেখ। আসলে আমি দেখতেই পারিনি। আমার মনে হয়, এটা ভালো হয়েছে। যদি আমি দেখতাম, তাহলে আমি চিৎকার করতাম।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবছর ২৪ ম্যাচ খেলেছেন রাজা। ৩৫ গড় ও ১৫০.৯২ স্ট্রাইকরেটে ৭৩৫ রান করেছেন। বোলিংয়ে ৬.১৩ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। ওয়ানডেতে ১৫ ম্যাচে ৪৯.৬১ গড় ও ৮৭.১৬ স্ট্রাইকরেটে করেছেন ৬৪৫ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২ ফিফটি। ওয়ানডেতে ২ বার ও টি-টোয়েন্টিতে ৭ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। রাজার অলরাউন্ড পারফরম্যান্সে ৬ বছর পর কোনো আইসিসি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করে জিম্বাবুয়ে। যেখানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলেছিল জিম্বাবুইয়ানরা।
নিলামে দল পেয়ে রাজা খুব খুশি ও রোমাঞ্চিত। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে এটা হয়েছে (নিলামে সুযোগ পাওয়া)। আমি একই সঙ্গে খুশি ও রোমাঞ্চিত। যেকোনো ফ্র্যাঞ্চাইজি পেলেই হতো তবে পাঞ্জাবে যেতে পেরে ভালো লাগছে।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৫ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১০ ঘণ্টা আগে