সাদা বলের ক্রিকেটে স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন সিকান্দার রাজা। গতকাল কোচিতে অনুষ্ঠিত ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেয়েছেন রাজা। জিম্বাবুয়ের অলরাউন্ডার জানিয়েছেন, নিলাম দেখলে তিনি খুশিতে চিৎকার দিতেন।
আইপিএলের নিলাম গতকাল রাজা দেখেছিলেন কাঠমান্ডুতে বসে। যখন নিলামে রাজার নাম তোলা হয়, তখনই হোটেলে ইন্টারনেট সংযোগ চলে যায়। ততক্ষণে তিনি পাঞ্জাব কিংসে দল পেয়ে গেছেন। যখন ইন্টারনেট চলে আসে, তখন বন্ধুদের থেকে আইপিএলে দল পাওয়ার খবর পেয়েছিলেন।
রাজা জানিয়েছেন, নিলাম সরাসরি দেখতে পারলে খুশিতে আত্মহারা হয়ে যেতেন। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বলেন, ‘যখন নেট সংযোগ চলে আসে, তখন আমি আমার বন্ধুদের থেকে মেসেজ পাচ্ছিলাম। তারা আমাকে অভিনন্দন জানাচ্ছিল। আমি বলছিলাম, আমি তো কিছু জানি না। তোমরা কি মজা করছ? তারা বলল, নিলাম দেখ। আসলে আমি দেখতেই পারিনি। আমার মনে হয়, এটা ভালো হয়েছে। যদি আমি দেখতাম, তাহলে আমি চিৎকার করতাম।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবছর ২৪ ম্যাচ খেলেছেন রাজা। ৩৫ গড় ও ১৫০.৯২ স্ট্রাইকরেটে ৭৩৫ রান করেছেন। বোলিংয়ে ৬.১৩ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। ওয়ানডেতে ১৫ ম্যাচে ৪৯.৬১ গড় ও ৮৭.১৬ স্ট্রাইকরেটে করেছেন ৬৪৫ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২ ফিফটি। ওয়ানডেতে ২ বার ও টি-টোয়েন্টিতে ৭ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। রাজার অলরাউন্ড পারফরম্যান্সে ৬ বছর পর কোনো আইসিসি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করে জিম্বাবুয়ে। যেখানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলেছিল জিম্বাবুইয়ানরা।
নিলামে দল পেয়ে রাজা খুব খুশি ও রোমাঞ্চিত। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে এটা হয়েছে (নিলামে সুযোগ পাওয়া)। আমি একই সঙ্গে খুশি ও রোমাঞ্চিত। যেকোনো ফ্র্যাঞ্চাইজি পেলেই হতো তবে পাঞ্জাবে যেতে পেরে ভালো লাগছে।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে