Ajker Patrika

ফ্লাডলাইটের ঝামেলার কারণে বিদ্রুপের শিকার ভারতীয় বোর্ড

ক্রীড়া  ডেস্ক 
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডের মাঝে হঠাৎ করেই ফ্লাডলাইটে গোলযোগ ঘটে। ছবি: সংগৃহীত
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডের মাঝে হঠাৎ করেই ফ্লাডলাইটে গোলযোগ ঘটে। ছবি: সংগৃহীত

রোহিত শর্মা, শুবমান গিলরা তাণ্ডব চালাচ্ছেন ইংল্যান্ডের বোলারদের ওপর। কটকের বরাবাতি স্টেডিয়ামে যখন দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিং উপভোগ করছেন, তখনই স্টেডিয়ামের ফ্লাডলাইট বাধ সাধল। ফ্লাডলাইটের ঝামেলার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পড়েছে তোপের মুখে।

ইংল্যান্ডের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে নেমে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৬.১ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলে ভারত। তখন মাঠের একটা ফ্লাডলাইট হঠাৎই বন্ধ হয়ে যায়। মাঠের দুই আম্পায়ার জয়ারামান মদনগোপাল, ক্রিস ব্রাউন ক্রিকেটারদের মাঠ ছাড়তে বলেন। ফ্লাডলাইট বিভ্রাটের কারণে ৩০ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। বিদ্যুৎ গোলযোগের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকে বিসিসিআইকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেন। কেউ একজন বলেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের জন্য বিব্রতকর বিষয়।’

বিসিসিআইয়ের সমালোচনা করতে গিয়ে অনেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নাম উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে কেউ একজন লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে পুরোনো ফ্লাডলাইটগুলো বিসিসিআইকে দিতে পারে।’ কেউ তো আবার পিসিবি সভাপতি মহসিন নাকভির নাম উল্লেখ করেছেন। বিসিসিআইয়ের টাকা নেই—এই মর্মে ফ্লাডলাইট কেনার টাকা যোগাড় করতে পিসিবি সভাপতিকে এগিয়ে আসতে বলেছেন।

ভারতীয় বোর্ডকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করার কারণ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাচীন রবীন্দ্রর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাকিস্তানের ইনিংসের ৩৮তম ওভারের ঘটনা। তৃতীয় বলে মাইকেল ব্রেসওয়েলকে স্লগ সুইপ করতে যান পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার খুশদিল শাহ। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা রাচীন বল ঠিকমতো দেখতে পাননি। ফলশ্রুতিতে তাঁর নাকে বল লাগায় তৎক্ষণাৎ রক্তক্ষরণ শুরু হয়। রাচীনের এমন ঘটনাকে পাকিস্তানের জন্য লজ্জা বলে উল্লেখ করেছেন। যদি ক্রিকেটারদের নিরাপত্তা ঠিকমতো না দিতে পারে, সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাবও অনেকে দিয়েছেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এলইডি লাইটের কারণেই রাচীন দুর্ঘটনার শিকার হয়েছে বলে মনে করেন রশিদ লতিফ। এক আলোচনায় রশিদ বলেন,‘এই ধরনের আলোতে উজ্জ্বলতা বেশি থাকে। বলটি যখন তাই সোজা আসে, তখন প্রায় সময়ই আপনি ঠিকমতো দেখতে পারবেন না।’ দুর্ঘটনার শিকার রাচীনের প্রথম দফায় মাথার চোটের বিশেষ পরীক্ষা ‘হেড ইঞ্জুরি অ্যাসেসমেন্ট’ করা হয়েছে এবং এই প্রক্রিয়ার অধীনে তাঁকে দেখাশোনা করা হবে বলে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে। লাহোরে আজ ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে রাচীনকে নেয়নি নিউজিল্যান্ড। কিউই এই বাঁহাতি ব্যাটারের পরিবর্তে এসেছেন ডেভন কনওয়ে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত