ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে চলমান সিরিজে ইংল্যান্ড পাচ্ছে শুধু হতাশা আর হতাশা। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে সর্বসাকল্যে খেলেছে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। ইংল্যান্ডের জয় কেবল ১ টি-টোয়েন্টি। চলমান সিরিজে ইংলিশরা এবার নাম লিখিয়েছে বিব্রতকর এক রেকর্ডে।
ঝোড়ো শুরু করেও জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড স্কোরবোর্ডে আশানুরূপ রান জমা করতে পারছে না। নাগপুরে ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে গুটিয়ে গেছে ২৫০-এর আগেই। কটকের বরাবাতি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৩০৪ রান করেও হেরেছে ইংলিশরা। তাতে ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করে ২৮ ম্যাচ হেরে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড গড়ল ইংল্যান্ড। ইংলিশরা এখানে পেছনে ফেলেছে ভারতকেই। এশিয়ার দলটি ৩০০ বা তার বেশি রান করে হেরেছে ২৭ ওয়ানডে।
ওয়ানডেতে সর্বোচ্চ ১৩৬ ম্যাচে ৩০০ বা তার বেশি রান করেছে ভারত। এই তালিকায় দুই ও তিনে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিরা ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করেছে ১২২ ম্যাচে। ক্রিকেটের এই সংস্করণে ইংল্যান্ড ৯৯ বার ৩০০-এর গণ্ডি পেরিয়েছে।
কটকে গতকাল ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩০৪ রানে গুটিয়ে গেছে। ৩৩ বল হাতে রেখে ৪ উইকেটে ভারত ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজটাও অগ্রিম জিতে নিল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে ২-০ ব্যবধানে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে সময়টা খারাপ যাচ্ছে ইংল্যান্ডের। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ১৫ মাসে ইংলিশরা ওয়ানডেতে এখনো পর্যন্ত চারটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। হেরেছে চার সিরিজই। যার মধ্যে দুটি সিরিজ হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা হেরেছে একটি করে সিরিজ।
| দল | ম্যাচ হার |
|---|---|
| ইংল্যান্ড | ২৮ |
| ভারত | ২৭ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২৩ |
| শ্রীলঙ্কা | ১৯ |

ভারতের বিপক্ষে চলমান সিরিজে ইংল্যান্ড পাচ্ছে শুধু হতাশা আর হতাশা। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে সর্বসাকল্যে খেলেছে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। ইংল্যান্ডের জয় কেবল ১ টি-টোয়েন্টি। চলমান সিরিজে ইংলিশরা এবার নাম লিখিয়েছে বিব্রতকর এক রেকর্ডে।
ঝোড়ো শুরু করেও জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড স্কোরবোর্ডে আশানুরূপ রান জমা করতে পারছে না। নাগপুরে ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে গুটিয়ে গেছে ২৫০-এর আগেই। কটকের বরাবাতি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৩০৪ রান করেও হেরেছে ইংলিশরা। তাতে ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করে ২৮ ম্যাচ হেরে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড গড়ল ইংল্যান্ড। ইংলিশরা এখানে পেছনে ফেলেছে ভারতকেই। এশিয়ার দলটি ৩০০ বা তার বেশি রান করে হেরেছে ২৭ ওয়ানডে।
ওয়ানডেতে সর্বোচ্চ ১৩৬ ম্যাচে ৩০০ বা তার বেশি রান করেছে ভারত। এই তালিকায় দুই ও তিনে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিরা ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করেছে ১২২ ম্যাচে। ক্রিকেটের এই সংস্করণে ইংল্যান্ড ৯৯ বার ৩০০-এর গণ্ডি পেরিয়েছে।
কটকে গতকাল ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩০৪ রানে গুটিয়ে গেছে। ৩৩ বল হাতে রেখে ৪ উইকেটে ভারত ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজটাও অগ্রিম জিতে নিল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে ২-০ ব্যবধানে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে সময়টা খারাপ যাচ্ছে ইংল্যান্ডের। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ১৫ মাসে ইংলিশরা ওয়ানডেতে এখনো পর্যন্ত চারটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। হেরেছে চার সিরিজই। যার মধ্যে দুটি সিরিজ হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা হেরেছে একটি করে সিরিজ।
| দল | ম্যাচ হার |
|---|---|
| ইংল্যান্ড | ২৮ |
| ভারত | ২৭ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২৩ |
| শ্রীলঙ্কা | ১৯ |

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে