
বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি রশিদ লতিফ। উল্টো পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ সামনে রেখে শাদাব খানকে অধিনায়ক ঘোষণা করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। বাবর, শাহিন তো নেই-ই, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউেফ—এঁরাও নেই এই ১৫ সদস্যের দলে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে এই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে পিসিবি।
অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া পিসিবির দল ঘোষণা করা মানতেই পারছেন না রশিদ। যেখানে ২০২২ স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর ও ২০২১ সালে এই পুরস্কার পেয়েছিলেন শাহিন। পিসিবির প্রধান নাজাম শেঠি, প্রধান নির্বাচক হারুন রশিদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লতিফ বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের খেলোয়াড়দের আইসিসি র্যাংকিংয়ে দেখা যাচ্ছে। পুরস্কারও তারা জিতছে। বাবর ও শাহিন আইসিসি পুরস্কার জিতেছে। তাদের (পিসিবি) এটা হজম হচ্ছে না। তাঁদের দাবি যে তাঁরা তা হতে দেবেন না এবং এখন থেকে সিদ্ধান্ত তাঁরাই নেবেন। ৭০-৮০ বছর বয়সী যাঁদের বিশ্রাম নেওয়া দরকার, তাঁরাই এখন পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করছে। আমাদের দল এখন শান্তিতে ঘুমাচ্ছে এটা আপনারা বলতেই পারেন।’
২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে শারজায়।

বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি রশিদ লতিফ। উল্টো পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ সামনে রেখে শাদাব খানকে অধিনায়ক ঘোষণা করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। বাবর, শাহিন তো নেই-ই, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউেফ—এঁরাও নেই এই ১৫ সদস্যের দলে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে এই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে পিসিবি।
অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া পিসিবির দল ঘোষণা করা মানতেই পারছেন না রশিদ। যেখানে ২০২২ স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর ও ২০২১ সালে এই পুরস্কার পেয়েছিলেন শাহিন। পিসিবির প্রধান নাজাম শেঠি, প্রধান নির্বাচক হারুন রশিদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লতিফ বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের খেলোয়াড়দের আইসিসি র্যাংকিংয়ে দেখা যাচ্ছে। পুরস্কারও তারা জিতছে। বাবর ও শাহিন আইসিসি পুরস্কার জিতেছে। তাদের (পিসিবি) এটা হজম হচ্ছে না। তাঁদের দাবি যে তাঁরা তা হতে দেবেন না এবং এখন থেকে সিদ্ধান্ত তাঁরাই নেবেন। ৭০-৮০ বছর বয়সী যাঁদের বিশ্রাম নেওয়া দরকার, তাঁরাই এখন পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করছে। আমাদের দল এখন শান্তিতে ঘুমাচ্ছে এটা আপনারা বলতেই পারেন।’
২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে শারজায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৫ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৪ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে